
মহাত্মা গান্ধী সমন্ধে জানেন না এরকম মানুষ ভারতীয় উপমহাদেশে তথা গোটা পৃথিবীতে খুব কমই আছেন। তিনি ভারতের জাতির পিতা, স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা এবং সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তাঁরই অহিংস মতবাদ প্রেরনা দিয়েছে কত শত অসঙ্খ্য আন্দোলনের। আজ ২রা অক্টোবর তাঁর জন্মদিন। চলুন গান্ধীজীর জন্মদিন উপলক্ষে তাঁর সমন্ধে জেনে নেই কয়েকটি অজানা তথ্য।
1. গান্ধীজী সম্পর্কে এই জিনিসটি আপনাকে অবাক করতে পারে, কিন্তু এটা সত্য যে গান্ধীজি এখনও নোবেল শান্তি পুরস্কার পাননি। যদিও তিনি এ জন্য মোট ৫ বার মনোনয়ন পেয়েছেন।
2. মহাত্মা গান্ধীর মোট চারজন সন্তান ছিলেন, এরা হলেন হরিলাল গান্ধী, মনিলাল গান্ধী, রামদাস গান্ধী ও দেবদাস গান্ধী। তাঁর কোন কন্যা সন্তান ছিলেন না।
3. মহাত্মা গান্ধীর বড় ছেলে হরিলাল গান্ধী ৪৮ বৎসর বয়সে ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং নিজের নাম পাল্টে আব্দুল্লাহ গান্ধী রাখেন।
4. গান্ধীজী বিভিন্ন সময়ে নানা পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। গবেষকরা দাবি করেন যে, গান্ধীজী জীবনে যতটা পথ হেঁটে ভ্রমন করেছেন তাতে একজন মানুষ সমস্ত পৃথিবীকে দুইবার ভ্রমন করে নেবে। তিনি প্রতিদিন প্রায় ১৮ কিলোমিটার করে হাঁটতেন ।
5. আপনারা সকলেই জানেন বিশ্বের সবচেয়ে বড় উদ্ভাবক স্টিভ জবস, তিনি গান্ধীজীর দ্বারা অনুপ্রাণিত ছিলেন। অতএব, তার প্রতি শ্রদ্ধা জানাতে তিনি গোল চশমা পরতেন।
6. ভারতে, গান্ধীজীর নামে গান্ধীজীর প্রতি সম্মান দেখানোর জন্য মোট ৫৩ টি প্রধান রাস্তা রয়েছে, ছোট রাস্তা বাদে। বিদেশে মোট ৪৮ টি রাস্তার নামকরণ করা হয়েছে তাঁর নামে।
7. মহাত্মা গান্ধীর আন্দোলন শুধু ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি তাঁর নাগরিক অধিকার আন্দোলন মোট ৪ টি মহাদেশ এবং ১২ টি দেশে ছড়িয়ে ছিল।
8. দক্ষিণ আফ্রিকায় থাকার সময় গান্ধীজি ১৮৯৯ সালের অ্যাংলো বোয়ার যুদ্ধে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে মানুষকে সাহায্য করেছিলেন। এখানেই তিনি যুদ্ধের ভয়াবহতা দেখে অহিংসার পথে যাত্রা শুরু করেছিলেন।
9. গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় ডারবান, প্রিটোরিয়া এবং জোহানেসবার্গে মোট তিনটি ফুটবল ক্লাব প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন।
10. মহাত্মা গান্ধী তার আন্দোলনের সময় ১৩ বার গ্রেফতার হন। এই সময় তিনি ১৭ টি বড় উপবাস করেছিলেন। একই সময়ে, গান্ধীজি একটানা ১১৪ দিন ক্ষুধার্ত ছিলেন।
Leave a comment