* Moderator বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। যেমনঃ সভাপতি, মধ্যস্থ, নিয়ামক, পরীক্ষা নিয়ন্ত্রক ইত্যাদি।
* Social Media তে যেমন কোন group বা page এ Moderator বলতে ওই পেজের বা গ্রুপের নিয়ন্ত্রককে বোঝায়। যারা কোন পোস্ট কিংবা মন্তব্য এইগুলি যথাযোগ্য কি না তাহা পর্যবেক্ষণ করেন এবং অবাঞ্ছনীয় কোন content থেকে পেজ বা গ্রুপকে মুক্ত রাখেন।
Hridoy
Moderator অর্থ:
* Moderator বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। যেমনঃ সভাপতি, মধ্যস্থ, নিয়ামক, পরীক্ষা নিয়ন্ত্রক ইত্যাদি।
* Social Media তে যেমন কোন group বা page এ Moderator বলতে ওই পেজের বা গ্রুপের নিয়ন্ত্রককে বোঝায়। যারা কোন পোস্ট কিংবা মন্তব্য এইগুলি যথাযোগ্য কি না তাহা পর্যবেক্ষণ করেন এবং অবাঞ্ছনীয় কোন content থেকে পেজ বা গ্রুপকে মুক্ত রাখেন।