1. Candid Photography র বাংলা অর্থ হল  'অকপট ছবিতোলাবিদ্যা'। যখন অপ্রস্তুতভাবে বা তৈরী না হয়ে কোন ছবি তোলা হয় তখন সেটা হয় একটা candid photo. Candid photography তে কৃত্রিমতা ছাড়া বাস্তবকে হুবহুভাবে দেখানো হয়। পরীকল্পিত ফটোগ্রাফিতে যেমন আগে থেকে প্রস্তুত হয়ে ছবি নেওয়া হয়, অকপট বা candid photography তে তেRead more

    Candid Photography র বাংলা অর্থ হল  ‘অকপট ছবিতোলাবিদ্যা’। যখন অপ্রস্তুতভাবে বা তৈরী না হয়ে কোন ছবি তোলা হয় তখন সেটা হয় একটা candid photo. Candid photography তে কৃত্রিমতা ছাড়া বাস্তবকে হুবহুভাবে দেখানো হয়। পরীকল্পিত ফটোগ্রাফিতে যেমন আগে থেকে প্রস্তুত হয়ে ছবি নেওয়া হয়, অকপট বা candid photography তে তেমন হয় না, বরং ঠিক তার উল্টোটা হয়। যেমনঃ

    • নীরা যখন নাচছিল তখন আমি তার একটা candid photography করেছি।
    • মুকেশ candid photography  তে খুব পারদর্শী।
    See less
    • 0
  2. Vice Versa এর বাংলা অর্থ হল 'বিপরীতক্রমে', 'ত্বদিপরীত' বা 'পালটাভাবে'। যখন কোন কিছুর অন্য কিছুর সাথে বিপরীত ক্রমের সম্পর্ককে বুঝানো হয় তখন শব্দের ব্যবহার করা হয়। যদি দুজন মানুষ একে অপরের জন্য বিপরীত দিকে একই কাজ করে তখন vice versa শব্দ দিয়ে এই বিপরীতমুখী সম্পর্ককে বুঝানো হয়। যেমনঃ সেলিম রহিমাকে ভালবRead more

    Vice Versa এর বাংলা অর্থ হল ‘বিপরীতক্রমে’, ‘ত্বদিপরীত’ বা ‘পালটাভাবে’। যখন কোন কিছুর অন্য কিছুর সাথে বিপরীত ক্রমের সম্পর্ককে বুঝানো হয় তখন শব্দের ব্যবহার করা হয়। যদি দুজন মানুষ একে অপরের জন্য বিপরীত দিকে একই কাজ করে তখন vice versa শব্দ দিয়ে এই বিপরীতমুখী সম্পর্ককে বুঝানো হয়। যেমনঃ

    • সেলিম রহিমাকে ভালবাসে এবং vice versa । মানে সেলিম আর রহিমা একে অপরকে ভালবাসে।
    • Ram helps khushbu in studies and vice versa.  মানে রাম আর খুশবু একে অপরকে পড়াশোনায় সাহায্য করে।
    See less
    • 0
  3. Vis a vis সোজাসোজি অর্থ হল 'সামনাসামনি'। কিন্তু এটা যখন বাক্যে ব্যবহার হয় তখন এটা দ্বারা কোন কিছুকে অন্য কিছুর সাথে তুলনা করা হয় বা উদাহরন স্বরূপ ভাবে ব্যবহার করা হয়। যখন কোন দুটা জিনিসের মাঝের সম্পর্ককে তুলনা করা হয় বা পার্থক্য দেখানো হয় তখন vis a vis বাক্যাংশের  ব্যবহার করা হয়। যেমনঃ Anil and I weRead more

    Vis a vis সোজাসোজি অর্থ হল ‘সামনাসামনি’। কিন্তু এটা যখন বাক্যে ব্যবহার হয় তখন এটা দ্বারা কোন কিছুকে অন্য কিছুর সাথে তুলনা করা হয় বা উদাহরন স্বরূপ ভাবে ব্যবহার করা হয়। যখন কোন দুটা জিনিসের মাঝের সম্পর্ককে তুলনা করা হয় বা পার্থক্য দেখানো হয় তখন vis a vis বাক্যাংশের  ব্যবহার করা হয়। যেমনঃ

    • Anil and I were sitting vis a vis in the metro.
    • Teachers earning is low vis a vis what actors earn from the same efforts.
    See less
    • 0
  4. I really appreciate এর সোজা বাংলা অর্থ হল 'আমি অত্যন্ত প্রশংসা করি' বা 'আমি সত্যি খুব প্রশংসা করি'।এটা তখন বলা হয় যখন কেউ কোন কিছুর জন্য নিজের মুগ্ধতা প্রকশ করে তার প্রশংসা করে। বাংলাতে সাধারনত যেমন বলা হয় 'আমার বেশ ভাল লাগে' বা 'আমি এই কাজকে খুব প্রশংসা করি'। যেমনঃ I really appreciate your effort.Read more

    I really appreciate এর সোজা বাংলা অর্থ হল ‘আমি অত্যন্ত প্রশংসা করি’ বা ‘আমি সত্যি খুব প্রশংসা করি’।এটা তখন বলা হয় যখন কেউ কোন কিছুর জন্য নিজের মুগ্ধতা প্রকশ করে তার প্রশংসা করে। বাংলাতে সাধারনত যেমন বলা হয় ‘আমার বেশ ভাল লাগে’ বা ‘আমি এই কাজকে খুব প্রশংসা করি’। যেমনঃ

    • I really appreciate your effort.
    • I really appriciate the way you work.
    See less
    • 0
  5. This answer was edited.

    This is Highly Appreciable এর বাংলা অর্থ হল 'এটা অত্যন্ত প্রশংসনীয়' বা 'এটা খুব প্রশংসার যোগ্য'। এই বাক্যাংশ তখন ব্যবহার করা হয় যখন কাউকে তার কাজের জন্য প্রশংসা করা হয়। highly শব্দের হল একটা বিষেশণ যা সাধারণত কোনকিছুর 'উচ্চমান' বুঝায়, appreciable অর্থ হল 'প্রশংসনীয়' । যেমনঃ Ayesha's work on the womeRead more

    This is Highly Appreciable এর বাংলা অর্থ হল ‘এটা অত্যন্ত প্রশংসনীয়’ বা ‘এটা খুব প্রশংসার যোগ্য’। এই বাক্যাংশ তখন ব্যবহার করা হয় যখন কাউকে তার কাজের জন্য প্রশংসা করা হয়। highly শব্দের হল একটা বিষেশণ যা সাধারণত কোনকিছুর ‘উচ্চমান’ বুঝায়, appreciable অর্থ হল ‘প্রশংসনীয়’ । যেমনঃ

    • Ayesha’s work on the women education is highly appreciable.
    • This is highly appreciable that you helped your friend.

     

    See less
    • 0
  6. Bon Voyage এর বাংলা অর্থ হল 'শুভ যাত্রা'। এটি একটি ফ্রেঞ্চ বাক্যাংশ যা দিয়ে কারোর যাত্রার জন্য শুভেচ্ছা বা শুভাকাঙ্কা ব্যক্ত করা হয়। ফরসী হলেও এই বাক্যাংশ ইংরাজীতেও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। voyage শব্দ ইংরাজীতে ও ব্যবহার হয়। তার মানে হল 'যাত্রা'। যেমনঃ Bon voyage, have a nice journey.

    Bon Voyage এর বাংলা অর্থ হল ‘শুভ যাত্রা’। এটি একটি ফ্রেঞ্চ বাক্যাংশ যা দিয়ে কারোর যাত্রার জন্য শুভেচ্ছা বা শুভাকাঙ্কা ব্যক্ত করা হয়। ফরসী হলেও এই বাক্যাংশ ইংরাজীতেও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। voyage শব্দ ইংরাজীতে ও ব্যবহার হয়। তার মানে হল ‘যাত্রা’।

    যেমনঃ

    • Bon voyage, have a nice journey.
    See less
    • 0
  7. May he rest in peace এর সোজা বাংলা অর্থ হল 'উনি যেন শান্তিতে থাকেন' বা 'উনার শান্তি কামনা করি'। সাধারনত এই বাক্যাংশ কেউ মারা যাবার পর তার আত্মার শান্তি কামনা করে বলা হয়ে থাকে। বাংলাতে যেমন বলা হয় 'উনার আত্মা যেন শান্তি পায়', ঠিক সেভাবে ইংরাজীতে বলা হয় may he rest in peace. পুরুষ হলে বলা হয় may HE reRead more

    May he rest in peace এর সোজা বাংলা অর্থ হল ‘উনি যেন শান্তিতে থাকেন’ বা ‘উনার শান্তি কামনা করি’। সাধারনত এই বাক্যাংশ কেউ মারা যাবার পর তার আত্মার শান্তি কামনা করে বলা হয়ে থাকে। বাংলাতে যেমন বলা হয় ‘উনার আত্মা যেন শান্তি পায়’, ঠিক সেভাবে ইংরাজীতে বলা হয় may he rest in peace. পুরুষ হলে বলা হয় may HE rest in peace আর মহিলা হলে বলা হয় may SHE rest in peace. যেহেতু বাংলা ভাষাতে লিংগবোধ থাকে না তাই বাংলাতে দুইই ক্ষেত্রে ‘উনার শান্তি কামনা করি’ বললেই চলে যায়। rest মানে থাকা বা আরাম করা, peace মানে শান্তি। যেমনঃ

    • Sana died today, may she rest in peace in.
    • I am sorry for your father’s death, may he rest in peace.
    See less
    • 0
  8. where do you live এর আংলা অর্থ হল 'তুমি কোথায় থাক?'

    where do you live এর আংলা অর্থ হল ‘তুমি কোথায় থাক?’

    See less
    • 1
  9. Self Motivated এর বাংলা অর্থ হল 'নিজের দ্বারা অনুপ্রাণিত হওয়া' বা 'নিজে নিজে উৎসাহিত হওয়া'। যখন কোন মানুষ নিজে নিজেকে প্রেরণা দিয়ে কিছু করার জন্য প্রস্তুত হয় তখন তাকে self motivated মানুষ  বলা হয়। self অর্থ হল 'নিজে', motivated অর্থ হল 'উৎসাহিত' বা 'অনুপ্রাণিত' । যেমনঃ আমাকে উৎসাহ দেওয়ার কেউ ছিল না,Read more

    Self Motivated এর বাংলা অর্থ হল ‘নিজের দ্বারা অনুপ্রাণিত হওয়া’ বা ‘নিজে নিজে উৎসাহিত হওয়া’। যখন কোন মানুষ নিজে নিজেকে প্রেরণা দিয়ে কিছু করার জন্য প্রস্তুত হয় তখন তাকে self motivated মানুষ  বলা হয়। self অর্থ হল ‘নিজে’, motivated অর্থ হল ‘উৎসাহিত’ বা ‘অনুপ্রাণিত’ ।

    যেমনঃ

    • আমাকে উৎসাহ দেওয়ার কেউ ছিল না, আমি self motivated হয়ে এতদুর এসেছি।
    • রমেনের মতো self motivated ছেলে এই কাজটা খুব সহজে করতে পারবে।
    See less
    • 0
  10. SOP পূর্ণ রূপ হল Standard Oparating Procedure. বাংলাতে এর সোজা অর্থ হবে 'পরিচালনার আদর্শ প্রক্রিয়া'। বিস্তারিতভাবে SOP মানে একপ্রকার লিখিত দস্তাবেজ যেখানে কোন কাজ করার নিয়ম, প্রক্রিয়া ও বিধিনিষেধ লেখা থাকে। কোন কাজ কিভাবে এবং কোন সময় করা হবে তার নিয়মাবলীকে SOP বলে। যেমনঃ ভারত সরকার করোনার মহামারীর জRead more

    SOP পূর্ণ রূপ হল Standard Oparating Procedure. বাংলাতে এর সোজা অর্থ হবে ‘পরিচালনার আদর্শ প্রক্রিয়া’। বিস্তারিতভাবে SOP মানে একপ্রকার লিখিত দস্তাবেজ যেখানে কোন কাজ করার নিয়ম, প্রক্রিয়া ও বিধিনিষেধ লেখা থাকে। কোন কাজ কিভাবে এবং কোন সময় করা হবে তার নিয়মাবলীকে SOP বলে।

    যেমনঃ

    • ভারত সরকার করোনার মহামারীর জন্য স্কুল কলেজে পড়ানোর নতুন SOP এনেছে।
    See less
    • 1