Bengali Forum Latest Questions

  1. গায়ক-আশা ভুষলে ভেবেছি ভুলে যাব পারিনা যে ভুলিতে যে বাঁধনে বেঁধেছ পারিনা তো খুলিতে। ভেবেছি ভুলে যাব পারিনা যে ভুলিতে যে বাঁধনে বেঁধেছ পারিনা তো খুলিতে।। ওগো আমি জানি তুমি যে গোপনে ছুঁয়ে যাও আমাকে শয়নে স্বপনে ওগো আমি জানি তুমি যে গোপনে ছুঁয়ে যাও আমাকে শয়নে স্বপনে... তোমারই ছবি আঁকি বেদনারই তুলিতেRead more

    গায়ক-আশা ভুষলে

    ভেবেছি ভুলে যাব
    পারিনা যে ভুলিতে
    যে বাঁধনে বেঁধেছ
    পারিনা তো খুলিতে।
    ভেবেছি ভুলে যাব
    পারিনা যে ভুলিতে
    যে বাঁধনে বেঁধেছ
    পারিনা তো খুলিতে।।
    ওগো আমি জানি
    তুমি যে গোপনে
    ছুঁয়ে যাও আমাকে
    শয়নে স্বপনে
    ওগো আমি জানি
    তুমি যে গোপনে
    ছুঁয়ে যাও আমাকে
    শয়নে স্বপনে…
    তোমারই ছবি আঁকি
    বেদনারই তুলিতে
    যে বাঁধনে বেঁধেছ
    পারিনা তো খুলিতে…
    আমারই হৃদয়ে
    আছ যে জড়িয়ে
    তোমারই স্মৃতি সবই
    আছে যে ছড়িয়ে
    আমারই হৃদয়ে
    আছ যে জড়িয়ে
    তোমারই স্মৃতি সবই
    আছে যে ছড়িয়ে
    সকলই চিহ্ন তোমার
    পড়ে আছে ধুলিতে
    যে বাঁধনে বেঁধেছ
    পারিনা তো খুলিতে।।
    পেয়েছি তোমাকে
    আরও কাছে পাবো
    বুঝিতে পারিনি
    পেয়ে যে হারাবো
    পেয়েছি তোমাকে
    আরও কাছে পাবো
    বুঝিতে পারিনি
    পেয়ে যে হারাবো…
    বিরহ ঢেলে দিলে
    প্রেমেরই এই ঝুলিতে
    যে বাঁধনে বেঁধেছ
    পারিনা তো খুলিতে।
    ভেবেছি ভুলে যাব
    পারিনা যে ভুলিতে
    যে বাঁধনে বেঁধেছ
    পারিনা তো খুলিতে।

    English

    Bhebhechi bhule jabo

    pari na je bhulite

    je bhadhon bedhecho

    pari na to khulite

    bhebhechi bhule jabo

    pari na je bhulite

    je bhadhon bedhecho

    pari na to khulite

     

    ogo aami jani

    tumi je gupone

    chuye jao aamake

    Shoyone shopone

    ogo aami jani

    tumi je gupone

    chuye jao aamake

    Shoyone shopone

     

    Tumar e chobi aaki

    Bedonar e tulite

    je bhadhon bedhecho

    pari na to khulite

     

    Amar e hridoy

    Aacho je judiye

    Tumar e sriti shob

    Aache je choriye

    Amar e hridoy

    Aacho je choriye

    Tumar e sriti shob

    Aache je choriye

     

    Shokol e chinno tumar

    pode aache dhulite

    je bhadhon bedhecho

    pari na to khulite

     

    peyechi tumake

    Aaro kache pabo

    Bujite parini

    peye je harabo

    peyechi tumake

    Aaro kache pabo

    Bujite parini

    peye je harabo

     

    Biroho dele dile

    Premer e jhulite

    je bhadhon bedhecho

    pari na to khulite

    bhebhechi bhule jabo

    pari na je bhulite

    je bhadhon bedhecho

    pari na to khulite

     

    English Translation:

    I thought I would forget

    But I could not.

    The bonding that you made

    I couldn’t break.

     

    Oh dear! I know

    You touch me

    Secretly

    In my dream.

     

     

     

     

     

    See less
  1. Bangla lyrics by Nish তোর ভালোবাসা উড়ে গেছে আমাকে তাই যদি কিছু চাও আমাকে জানিয়ে প্রতিদিন আমি বলিনি তুই আমার জীবন স্বপ্ন পূরণ করে দিব যে কোন রকম যতক্ষণ তুমি আমার সাথে আর কেউ জানিনা যতক্ষণ তুমি নাই আর কিছু পারি না Girl, I Just Want Your Lovin All The Time And Everyday... তোর মনে যত বাধা থাকিস সব ছেডRead more

    Bangla lyrics by Nish

    তোর ভালোবাসা উড়ে গেছে আমাকে
    তাই যদি কিছু চাও আমাকে জানিয়ে
    প্রতিদিন আমি বলিনি তুই আমার জীবন
    স্বপ্ন পূরণ করে দিব যে কোন রকম
    যতক্ষণ তুমি আমার সাথে আর কেউ জানিনা
    যতক্ষণ তুমি নাই আর কিছু পারি না

    Girl, I Just Want Your Lovin
    All The Time And Everyday…
    তোর মনে যত বাধা থাকিস সব ছেড়ে দেয়

    Bulaave Tujhe Yaar Aaj Meri Galiyaan
    Basau Tere Sang Main Alag Duniyaa
    Na Aaye Kabhi Dono Mein Jara Bhi Faasle
    Bas Ek Tu Ho, Ek Main Hu Aur Koi Na

    Hai Mera Sab Kuch Tera Tu Samajh Le
    Tu Chahe Mere Haq Ki Zameen Rakh Le
    Tu Saason Pe Bhi Naam Tera Likh De
    Main Jiyu Jab Jab Tera Dil Dhadke

    Pyaar Di Rawaa Utte Yaar Tu Le Aya…
    Mainu Jeene Da Matlab Aaj Samajh Aya…
    Paraya Mainu Kar Na… Na Tu Sohniya…
    Channa Main Tu Rull Jaana…

    তোর ভালোবাসা উড়ে গেছে আমাকে
    তাই যদি কিছু চাও আমাকে জানিয়ে
    প্রতিদিন আমি বলিনি তুই আমার জীবন
    স্বপ্ন পূরণ করে দিব যে কোন রকম
    যতক্ষণ তুমি আমার সাথে আর কেউ জানিনা
    যতক্ষণ তুমি নাই আর কিছু পারি না

    Girl, I Just Want Your Lovin
    All The Time And Everyday…
    তোর মনে যত বাধা থাকিস সব ছেড়ে দেয়

    Bulaave Tujhe Yaar Aaj Meri Galiyaan
    Basau Tere Sang Main Alag Duniyaa
    Na Aaye Kabhi Dono Mein Jara Bhi Faasle
    Bas Ek Tu Ho, Ek Main Hu Aur Koi Na

    Hai Mera Sab Kuch Tera Tu Samajh Le
    Tu Chahe Mere Haq Ki Zameen Rakh Le
    Tu Saason Pe Bhi Naam Tera Likh De
    Main Jiyu Jab Jab Tera Dil Dhadke

     

    See less
  1. উড়ে যায়, উড়ে যায় (love lust confusion উড়ে যায়, উড়ে যায় কাছে থেকেও কেন দূরে যায়। ফিরে যায়, ঘুরে ফিরে যায় পাস্ট কখন, কখন ধীরে যায়। মন তো আর মনের কথা কিভাবে বুঝে যখন সকালে চোখ খুলি, মন তাকে খুঁজে। উড়ে যায়, উড়ে যায় কাছে থেকেও কেন দূরে যায়। ফিরে যায়, ঘুরে ফিরে যায় পাস্ট কখন, কখন ধীরে যায়।Read more

    উড়ে যায়, উড়ে যায় (love lust confusion

    উড়ে যায়, উড়ে যায়
    কাছে থেকেও কেন দূরে যায়।
    ফিরে যায়, ঘুরে ফিরে যায়
    পাস্ট কখন, কখন ধীরে যায়।

    মন তো আর মনের কথা কিভাবে বুঝে
    যখন সকালে চোখ খুলি, মন তাকে খুঁজে।

    উড়ে যায়, উড়ে যায়
    কাছে থেকেও কেন দূরে যায়।
    ফিরে যায়, ঘুরে ফিরে যায়
    পাস্ট কখন, কখন ধীরে যায়।

    ভরদুপুরে চুপটি করে
    ঠুটের ফাঁকে পেন্সিল ধরে
    বড় বড় চোখ করে
    যখন তাকায়।
    রেস্টুরেন্টে শহরের প্রান্তে
    কোথাও যদি পাই একান্তে,
    তার ব্যাপারে জানতে জানতে
    দিন চলে যায়।
    রেস্টুরেন্টে শহরের প্রান্তে
    কোথাও যদি পাই একান্তে,
    তার ব্যাপারে জানতে জানতে
    দিন চলে যায়।

    উড়ে যায় উড়ে যায়
    শুধু উড়ে যায়
    যত কাছে চাই আরো দূরে যায়
    ফিরে যায় ঘুরে ফিরে যায়
    পাস্ট কখন, কখন ধীরে যায়।

    কোন একদিন, হয়তো কোন একদিন
    পারবে কি আসতে ভালবাসতে
    কোন একদিন, হয়তো কোন একদিন
    পারবে না দূরে থাকতে, দূরে রাখতে
    আরো একটা দিন আরো একটা রাত
    পাশাপাশি যদি রয়ে যায়।

    কিছু কথা আরো কিছু গান
    যদি একসাথে হয়ে যায়
    কারো চোখে চোখ রেখে
    সময় কেন বয়ে যায়।

    থেমে যায় রাত থেমে যায়
    একটা স্টোরি হয়ে যায়
    উড়ে যায় উড়ে যায়
    কাছে আসে দূরে যায়
    একটা স্টোরি হয়ে যায়

    ফিরে যায়, ঘুরে ফিরে যায়
    একটা স্টোরি হয়ে যায়
    পড়ে যায় পড়ে যায়
    একটা স্টোরি হয়ে যায়

    Ude jay ude jay

    kache thekeo keno dure jay

    Fire jay, Ghure fire jay

    Past kokhon, Kokhon dhire jay

    See less
  1. দূর্গা পূজা বা দুর্গোৎসব ভূমিকাঃ দুর্গোৎসব বা দুর্গাপূজা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় বাংলার অন্যতম ধর্মীয় উৎসব। দুর্গোৎসব নিয়ে আসে বাংলার জীবনে এক নতুন মাত্রা, বাংলার মানুষ মেতে উঠে খুশিতে আনন্দে। ভারতের অন্যান্য রাজ্যের খুব কম উৎসবের সঙ্গেই তার তুলনা চলে। যদিও এটি মূলত: ধর্মীয় অনুষ্ঠান তবুও সকল শ্রেRead more

    দূর্গা পূজা বা দুর্গোৎসব

    ভূমিকাঃ দুর্গোৎসব বা দুর্গাপূজা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় বাংলার অন্যতম ধর্মীয় উৎসব। দুর্গোৎসব নিয়ে আসে বাংলার জীবনে এক নতুন মাত্রা, বাংলার মানুষ মেতে উঠে খুশিতে আনন্দে। ভারতের অন্যান্য রাজ্যের খুব কম উৎসবের সঙ্গেই তার তুলনা চলে। যদিও এটি মূলত: ধর্মীয় অনুষ্ঠান তবুও সকল শ্রেণীর জনসাধারণের আন্তরিক মিলনের ফলে এক উদারতর সামাজিক ব্যপ্তি লাভ করেছে। সর্বমানবের মিলনই যদি জাতীয় উৎসবের বৈশিষ্ট্য হয়, তবে দুর্গোৎসবকে নিঃসন্দেহে বাংলা ও বাঙালী জাতির জাতীয় উৎসবরূপে স্বীকার করতে হবে।

    সময় ও প্রস্তুতি : বৎসরের সুন্দরতম ঋতুতে বাংলার নিসর্গ-প্রকৃতি যখন সুস্নিগ্ধ লাবণ্যে অপরূপ হয়ে ওঠে, তখনই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। শারদ এই শুভলগ্নে প্রকৃতিই প্রকৃতি হয়ে উঠে নির্মেঘ আকাশ হয়ে উঠে সুনীল এরইমধ্যে প্রকৃতি তাঁর স্বর্ণোজ্জ্বল রৌদ্রের প্রদীপালােকে জগন্মাতার বন্দনার আয়ােজন করে। শরৎ ঋতুর আগমনে মৃৎ-শিল্পীর দিবারাত্রির পরিশ্রমে দেবী দুর্গা মৃন্ময়ীরূপে দৃষ্টিগােচর হয়ে ওঠেন, বিপণিতে নয়নলােভন পণ্য আনন্দোচ্ছল ক্রেতার জন্য অপেক্ষা করতে থাকে। প্রবাসী কর্মীর দিন কাটে প্রিয়জনের সঙ্গে মিলনের প্রতীক্ষায়। অবশেষে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতিথির পুণ্যলগ্নে কল্যাণী জননী-রূপে দেবী দুর্গা তাঁর মর্তের সন্তানদের সম্মুখে আবির্ভূত হন। গ্রাম-বাঙলার শারদ আকাশে বাজতে থাকে আগমনীর সুর।

    দুর্গাপূজার ইতিহাস : ইতিহাস পুরাণে বিধৃত। গিরিরাজ হিমালয় ও তদীয় পত্রী মেনকার কন্যা এই দুর্গা, দেবাদিদেব মহাদেব তাঁর স্বামী। সত্যযুগে সুরথ নামক জনৈক নরপতি শহস্তে পরাজিত হয়ে হতাশচিত্তে মেধস্ মুনির আশ্রমে যান। এই মুনির উপদেশেই তিনি সর্বপ্রথম দুর্গাপূজা করেন এবং দেবীর কৃপায় শত্রুকবলিত রাজ্য পুনরুদ্ধার করেন। রাজা সুরথ বসন্তঋতুতে দুর্গাপূজা করেছিলেন বলে এই পূজা বাসন্তী পূজা’ নামে অভিহিত হয় । বাঙালী দেবী দুর্গার আরাধনায় রামচন্দ্রের শারদীয় অনুষ্ঠানকে গ্রহণ করেছে। তাহেরপুরের রাজা কংসনারায়ণ প্রায় সাড়ে তিনশত বৎসর পূর্বে সর্বপ্রথম বাঙলাদেশে জগজ্জননীর পূজায় ব্রতী হন, এরূপ মত প্রচলিত আছে।

    দুর্গা দশভুজা : তার দশটি হাতে শাণিত প্রহরণ। সিংহপৃষ্ঠে আরােহণ করে তিনি ভীষণদর্শন মহিষাসুর নিধনে উদ্যত। শক্তিরূপিণী জননী দুর্গার দক্ষিণে শােভা পান ঐশ্বর্যের দেবী কমলাসনা লক্ষ্মী, বামভাগে অবস্থান করেন বাণী বিদ্যাদায়িনী সর্বশুক্লা সরস্বতী। দুই পুত্র দেবসেনাপতি কার্তিকেয় এবং সিদ্ধিদাতা গণেশও একই সঙ্গে পূজিত হন । গণেশের পার্শ্বে প্রকৃতি-জননীর সৃষ্টির প্রতীক নবপত্রিকা অবস্থান করেন । অসুররূপী অশুভ শক্তিকে বিনাশ করে বিশ্ববাসীকে শাস্তি ও কল্যাণে প্রতিষ্ঠিত করবার জন্যই আদ্যাশক্তি মহামায়া দশপ্রহরণ ধারিণী দুর্গারূপে আত্মপ্রকাশ।

    মূল উৎসব : আলােকোজ্জ্বল আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বােধন করে দুর্গাপুজার অনুষ্ঠান শুরু হয়। পুণ্য ষষ্ঠী তিথিতেই দেবীর আবাহন ও অধিবাসের কার্যটি সম্পন্ন করা হয়। সপ্তমী, অষ্টমী ও নবমী–পরবর্তী এই তিনটি দিন ধরে মহাসমারােহে অগণিত ভক্তের সম্মিলনে পূজা চলতে থাকে। অষ্টম ও নবমী তিথির সন্ধিক্ষণে যে পূজা অনুষ্ঠিত হয়, তার নাম ‘সন্ধিপূজা’ । চতুর্থ দিন দশমী তিথিতে পূজা সমাপন করে দেবীকে বিসর্জন দেওয়া হয় । বিসর্জনের পরবর্তী কৃত্যই হল প্রতিমা। নিরঞ্জন—অর্থাৎ বাদ্যভাণ্ড ও শোভাযাত্রা সহকারে দেবী প্রতিমাকে নদী-গর্ভে অথবা অন্য কোন জলাশয়ে নিমজ্জিত করা হয়। ভক্ত-পূজকদের দেহে নামে ক্লান্তির ভার, মন আচ্ছন্ন হয়ে থাকে প্রিয়জন বিচ্ছেদের বিষাদে। প্রতিমা নিরঞ্জনের পরে প্রতিটি বাঙালী আত্মীয় প্রিয়জনের সঙ্গে স্নেহালিঙ্গনে আবদ্ধ হয়ে পরস্পরকে ভক্তি শ্রদ্ধা ও শুভেচ্ছাজ্ঞাপন করে, এই অনুষ্ঠানটির নাম ‘বিজয়া।

    বাংলার জীবনে দুর্গ উৎসবের মাহাত্ম্য : শুধু যে ধর্মীয় গুরুত্বেই জগন্মাতা দুর্গার আরাধনা বাঙালী হিন্দুর জীবনে প্রধানতম স্থান গ্রহণ করেছে তাই নয়, মানবিক সম্পর্কের সহজ আন্তরিকতার স্পশে এ উৎসবটি অনন্য। হিমালয়-দুহিতা উমা পুত্র-কন্যা সঙ্গে নিয়ে মাত্র তিনটি দিনের জন্য পিতৃগৃহে ফিরে আসেন, চতুর্থ দিনেই আবার মাতা মেনকাকে অশ্রু সাগরে ভাসিয়ে স্বামী মহেশ্বরের আলয়ে প্রত্যাবর্তন করেন । মর্ত্য-পৃথিবীতে দেবী দুর্গার আবির্ভাবের এই লৌকিক কাহিনীটি বাঙালীর পারিবারিক জীবনে একটি বিষন্ন-মধুর অভিজ্ঞতার সমান্তরালে চলে আসছে। বিবাহিতা কন্যার পিত্রালয়ে আগমন এবং বিদায়ে বাঙালী জননী বা মেনকার আনন্দোৎকণ্ঠা ও অশ্রুঘন বেদনার মর্মস্পর্শিতা অনুভব করেন। কাজেই, বাঙালী জননীর নিকট তখন দেবী দুর্গা আর স্বীয় কন্যা একই স্নেহবাৎসল্যের স্পর্শে দ্রবীভূত হয়ে একাত্মতা লাভ করেন। মাতৃসাধন বাঙালী সঙ্গীতের সুরে বিবাহিত কন্যার সঙ্গে মিলনপ্রত্যাশী বাঙালী মাতার অন্তরবেদনাকেই মুক্তি দিয়েছে : “যাও যাও গিরি, আনিতে গৌরী, উমা আমার কত কেঁদেছে।

    উপসংহার: শারদোৎসব প্রকৃতপক্ষে বাংলার পারিবারিক জীবনে মিলনােৎসবের মাধুর্য নিয়েই আবির্ভূত হয়। সুদীর্ঘে প্রবাসজীবনযাপন করে প্রিয়জন ফিরে আসে জননীর স্নেহাঞ্চলতলে, আনন্দ-হাসিতে মুখর হয় বাঙালীর গৃহ-প্রাঙ্গণ। ধরাতলে রচিত হয় গিরীশ মেনকার সুখতৃপ্ত সংসারের দ্বিতীয় রূপ। তাই বাঙালীই নিঃসঙ্কোচ সারল্যে বলতে পেরেছে-‘দেবতারে মােরা আত্মীয় জানি।

    See less
  1. This answer was edited.

    গান- মনে করি আসাম যাবো গায়ক- ইমন চক্রবর্তী আসামের গোয়ালপাড়া অঞ্চলের একটি জনপ্রিয় লোকগীতি। এই গানের মাধ্যমে আসামের সাঁওতালি মহিলাদের সরল জীবন কাহিনী তৎসঙ্গে আসামের চা বাগানের শ্রমিকদের শোষণের কথা তুলে ধরা হয়েছে। ইংরেজদের শ্রমিকদের প্রতি শোষণ ও অত্যাচারের কথা এই গানের মধ্যে ফুটে উঠেছে। মনে করি আসামRead more

    গান- মনে করি আসাম যাবো
    গায়ক- ইমন চক্রবর্তী

    আসামের গোয়ালপাড়া অঞ্চলের একটি জনপ্রিয় লোকগীতি। এই গানের মাধ্যমে আসামের সাঁওতালি মহিলাদের সরল জীবন কাহিনী তৎসঙ্গে আসামের চা বাগানের শ্রমিকদের শোষণের কথা তুলে ধরা হয়েছে। ইংরেজদের শ্রমিকদের প্রতি শোষণ ও অত্যাচারের কথা এই গানের মধ্যে ফুটে উঠেছে।

    মনে করি আসাম যাবো
    আসাম গেলে তোমায় পাবো
    বাবু বলে কাম কাম সাহেব বলে ধরে আন
    আর ওই সর্দার বলে লিবো পিঠের চাম
    হে জদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম।

    (Mone kori Assam jabo,
    Assam gele tumay pabo.
    Babu bole kam kam, shaheb bole dhore aane
    Aar oi shordar bole libo pither cham
    He jaduram, faki diya cholaili Assam)

    আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল
    ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল,
    গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান
    সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম,
    গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান
    সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম।

    (Aal kinare nahor gache boga boga ful
    Ful ke dekia chudi dhachake chamdailo
    Gacher mode tulshi, batar mode paan
    Shada shaheb falki diya chalaili Assam
    Gacher mode tulshi, batar mode paan
    Shada shaheb falki diya chalaili Assam)

    মনে করি আসাম যাবো
    আসাম গেলে তোমায় পাবো,
    মনে করি আসাম যাব
    জোড়া পাঙ্খা টঙাইবো,
    বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন
    সর্দার বলে লিবো পিঠের চাম,
    হে জদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম।

    (Mone kori Assam jabo,
    Assam gele tumay pabo
    Mone kori Assam jabo,
    Jora pankha tangaibo,
    Babu bole kam kam, shaheb bole dhore aane
    Aar oi shordar bole libo pither cham
    He jaduram, faki diya cholaili Assam)

    আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল,
    ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল।

    (All kinare nahor gache boga boga ful
    Ful ke dekia chudi dhachake chamdailo)

    আর চিঠি তে কি ভুলে মন বিনা দরিশনে
    বিথিরে কি ফুটে ফুল বিনা বরিখনে,
    চিঠি তে কি ভুলে মন বিনা দরিশনে
    বিথিরে কি ফুটে ফুল বিনা বরিখনে,

    (Aar chitite ki bhule mon bina dorishone
    Bithire ki fute ful bina borikhone
    Aar chitite ki bhule mon bina dorishone
    Bithire ki fute ful bina borikhone)

    মনে করি আসাম যাবো
    আসামে তে নোকরি লিবো,
    মনে করি আসাম যাবো
    আসামে তে নোকরি লিবো,
    বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন
    সরদার বলে লিবো পিঠের চাম,
    হে জদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম।

    (Mone kori Assam jabo,
    Assame te nokri libo
    Mone kori Assam jabo,
    Assame te nokri libo
    Babu bole kam kam, shaheb bole dhore aane
    Aar oi shordar bole libo pither cham
    He jaduram, faki diya cholaili Assam)

    আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল
    ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল।

    (Aal kinare nahor gache boga boga ful
    Ful ke dekia chudi dhachake chamdailo)

    বানাই দিলি কামিন কুলি
    টাংগাইলে দিলি পিঠে ঝুলি
    ঝুলি টাংগাইল ভিখারি বানাইলি,
    নিঠুরোসাম জনমে জনমে কাদাইলি
    বানাই দিলি কামিন কুলি
    টাংগাইলে দিলি পিঠে ঝুলি
    ঝুলি টাংগাইল ভিখারি বানাইলি
    নিঠুরোসাম জনমে জনমে কাঁদাইলি।

    (Banai dili kamin kuli
    Tangaile dili Pithe puli
    Jhuli tangailo bhikhari banaili

    Nithurosam jonome jonome kadaili
    Banai dili kamin kuli
    Tangaile dili Pithe puli
    Jhuli tangailo bhikhari banaili
    Nithurosam jonome jonome kadaili)

    আম পাতার সিরে সিরে কাজলেরই রেখা
    কোন পথে গেলে বন্ধু পাবো তোমার দেখা,
    মনে করি আসাম যাবো
    আসামে তে নোকরি লিবো,
    মনে করি আসাম যাবো
    জোড়া পাঙ্খা টঙাইবো,
    বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন
    সরদার বলে লিবো পিঠের চাম
    এ জদুরাম ফাকি দিয়া চলাইলি আসাম।

    (Aam patar shire shire kajoler i rekha
    Kun pothe gele bandhu pabo tumar dekha
    Mone kori Assam jabo,
    Assame te nokri libo
    Mone kori Assam jabo,
    Jora pankha tangaibo,
    Babu bole kam kam, shaheb bole dhore aane
    Aar oi shordar bole libo pither cham
    He jaduram, faki diya cholaili Assam)

    আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল
    ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল,
    গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান
    সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম,
    মনে করি আসাম যাবো
    জোড়া পাঙ্খা টঙাইবো,
    বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন
    সর্দার বলে লিবো পিঠের চাম
    হে জদুরাম ফাকি দিয়া চলাইলি আসাম ..

    (Aal kinare nahor gache boga boga ful
    Ful ke dekia chudi dhachake chamdailo
    Gacher mode tulshi, batar mode paan
    Shada shaheb falki diya chalaili Assam
    Mone kori Assam jabo,
    Jora pankha tangaibo,
    Babu bole kam kam, shaheb bole dhore aane
    Aar oi shordar bole libo pither cham
    He jaduram, faki diya cholaili Assam)

     

     

    My little effort to translate the first stanza of the song for the non-Bengali speaker to understand essence of this song. This is a song About the tea worker of Assam and their plight they had to face in the hand of Tea garden owner here it’s refer to the British East India company. This song also represent the simple and daily life of Santhali women.

    I thought I would go to Assam
    I will find you over there
    But my Boss says do your work, The owner didn’t spare me
    And the contractor threat me to beat
    O Jaduram, lets escape to Assam

    See less
  1. গান-মেঘ পিওনের ব্যাগের ভেতর গায়ক-শ্রীকান্ত আচার্য সিনেমা-তিতলি মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা , মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা । মন খারাপের খবর আসে বনপাহাড়ের দেশে , চৌকোণও সব বাক্সে যেথায় যেমন থাক সে মন খারাপের খবর পরে দারুণ ভালোবেসে । মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে মেঘ পিRead more

    গান-মেঘ পিওনের ব্যাগের ভেতর
    গায়ক-শ্রীকান্ত আচার্য
    সিনেমা-তিতলি

    মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
    মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।

    মন খারাপের খবর আসে বনপাহাড়ের দেশে ,
    চৌকোণও সব বাক্সে
    যেথায় যেমন থাক সে
    মন খারাপের খবর পরে দারুণ ভালোবেসে ।

    মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে মেঘ পিওনের পারি
    পাগদন্দি পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি ,
    বাগান শেষে সদর দোয়ার বারান্দাতে আরাম চেয়ার
    গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি ,
    সেথায় এসে মেঘ পিওনের সমস্ত ব্যাগ খালি ।

    মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
    মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।

    দেয়াল জুরে ছোট্ট রোদের ছায়া বিশাল কায়
    নিস্পলকে ব্যকুল চোখে তাকিয়ে আছে ঠায়
    কীসের অপেক্ষায় ।

    মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
    মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।

    আষাঢ় মেঘে বৃষ্টি এল আকাশ জুড়ে গাড়ও ,
    রোদের সাথে ছায়ার আড়ি মুখ দেখেনা কারও ।

    মেঘ করেছে পড়ার ঘরে বিছানাটা জুড়ে ,
    উথাল পাথাল মেঘ করেছে নিজুম হৃদয়পুরে ।

    রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত
    রোদের বুকের ভিতর ক্ষত ।
    সেই বুকের থেকে টুপ টুপ টুপ নীল কুয়াশা ঝরে ,
    আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে
    সারা আকাশ জুড়ে ।

    মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
    মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।

    মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারায় ,
    যদি মেঘ পিওনের ডাকে সেই ছায়ার হদিশ থাকে
    রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্খায় ।
    কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায় ।
    ছোট্ট বাগানটায় ।

    মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
    মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।

    বুঝি হটাত করে মেঘ পিওনের ক্ষণেক অসাবধানে ,
    তার চিঠির গোছা উরে গেছে কখন দূরের বনে ।

    গড়িয়ে গেছে ঝর্না জলে ছড়িয়ে গেছে গাছের ডালে ,
    মন খারাপের পাতা গুলো গাছের পাতার মতো ,
    নীল পাহাড়ে পরছে ঝরে ঝরছে অবিরত।

    মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
    মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।

    মন খারাপের মেঘে গেল সারাটা বন ঢেকে ,
    মেঘের ডাকে গুমরে ওঠা কষ্ট থেকে থেকে ।
    ছায়া যেন ছায়ার মতো মেলায় পাহাড় বনে ,
    ছায়াটি তার ফেলে গেছে কখন মনের কনে ।

    এপাশ ওপাশ রাত্রি ফুরায় মন খারাপের ভোরে
    পশলা মেঘে বৃষ্টি পরে বৃষ্টি পরে ঝরে ।
    আয়ে বৃষ্টি টাপুর টুপুর আয়ে বৃষ্টি ঝেঁপে ,
    মন খারাপের বৃষ্টি তোকে দুঃখ দেবো মেপে ।

    মেঘ পিওনের কোথায় বাড়ি কোথায় সে কোন দূরে ,
    আষাঢ় হলেই কোথা থেকে আসে আকাশ জুরে ।
    মন খারাপের দিস্তেগুলি কখন বিলি করে ,
    রাত জাগা কোন ভোরে মেঘের দ্বিপ্রহরে ।
    বাগদন্দি পথের ধারে বাগান ঘেরা ঘরে ,
    এখন রোদ উঠেছে মেঘ পিওনের যাবার সময় প্রায় ,
    যেসব চিঠি হয়নি বিলি পরেছে ঝরনায় ।

    গড়িয়ে গেছে নদীর জলে ছড়িয়ে আছে গাছের ডালে ,
    টুপ টুপ টুপ পরবে ঝরে পাহাড়তলির পথে ।
    ধীরে ধীরে শুকিয়ে যাবে শুকনো পাতার সাথে ।

    মন খারাপের সজলটুকু শুকিয়ে গিয়ে শেষে ,
    মিলিয়ে যাবে তিরতিরে এক মন কেমনের রেশে ।

    মেঘ পিওনের ব্যাগের এবার মন কেমনের দিস্তা ,
    সেই মন কেমনের মনের টানে চলছে বয়ে তিস্তা ।
    চলছে বয়ে তিস্তা ।

    Bangla phonetic

    Megh pioner bager bhetor mon kharaper dishta
    Mon kharap hole kuasha hoy byakul hole teesta

    Mon kharper khobor ashe bon paharer deshe
    Choukono shob bakshe jethaye je mon thak she
    Mon kharaper khobor pore darun bhalobeshe

    Megher bager bhetor map royeche megh pioner paari
    Pakdondi poth beye tar bagan ghera baari
    Bagan sheshe sodor duar baranda te aram chair
    Galche pata bichana te chhotto roder phali
    Shethaye eshe megh pioner shomosto bag khali…

    Megh pioner bager bhetor mon kharaper dishta
    Mon kharap hole kuasha hoy byakul hole teesta

    Dewal jure chotto roder chaya bishalkay
    Nishpoloke byakul chokhe takiye achhe thay
    Kisher opekhay?
    Roder chhoori chhayar shorir katchhe obiroto
    Roder buker bhetor khoto

    Sei buker theke toop toop toop neel kuasha jhore
    Aar mon kharper khobor ashe akashe megh kore
    Sara akash jure…

    Megh pioner bager bhetor mon kharaper dishta
    Mon kharap hole kuasha hoy byakul hole teesta

    Megher deshe roder bari pahar kinaraye
    Jodi megh pioner daake sei chhayar hodish thake
    Roder phali takiye thake akul akankhaye
    Kobe megher pithe ashbe khobor barir barandaye
    Chotto bagaan taye…

    Megh pioner bager bhetor mon kharaper dishta
    Mon kharap hole kuasha hoi byakul hole teesta…

    See less
  1. ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙীন (সুবীর সেন ) ঐ উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙীন ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন ওই যে তুলেছে তান - শোন ওই আহ্বান . তারি সুরে সুরে বাজে গুরু গুরু হোক গানে গানে পথ চলা শুরু আজ অন্তর অন্তরে প্রান্ত প্রান্তরে কন্ঠে ছড়াবো এই গান ছুটে আয় রে ... আয় আয় রে ছুটে, আয় বাঁধন টুটেRead more

    ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙীন (সুবীর সেন )

    ঐ উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙীন
    ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন
    ওই যে তুলেছে তান – শোন ওই আহ্বান .

    তারি সুরে সুরে বাজে গুরু গুরু
    হোক গানে গানে পথ চলা শুরু
    আজ অন্তর অন্তরে প্রান্ত প্রান্তরে
    কন্ঠে ছড়াবো এই গান
    ছুটে আয় রে …

    আয় আয় রে ছুটে, আয় বাঁধন টুটে আনি
    মুক্ত আলোর বন্যা
    আয় সুপ্তি ভাঙাই, আয় শান্তি জাগাই
    এই শ্যামলী ধরনী হবে ধন্যা

    ঐ আকাশে বাতাসে দোলা লাগলো
    আজ জীবনে জোয়ার বুঝি জাগলো
    নব উচ্ছ্বল উচ্ছাসে, উদ্দম উল্লাসে
    ছন্দে জাগাব এই গান
    ছুটে আয় রে .

    Bangla phonetic

    Oi ujjwalo din
    Dake swapno rangeen
    chute aay re lagan boye jay re milon bin
    oi to tuleche taan
    shono oi aahoban

    tari shure shure baje guru guru
    hok gane gane poth chola shuru
    aaj ontar ontare praan prantore
    konthe charbo ei gaan
    chute aaye re …

    aaye aaye re chute, aay badhon tite aani
    mukto aalor bonnya
    aay supti vangai, aay shanti jagaai
    ei shyamali dharani habe dhonna

    oi aakashe batashe dola laaglo
    aaj jibone juwar bujhi jaaglo
    naba uchchhala uchhashe, uddama ullashe
    chonde jagabo ei gaan
    chuTe aaye re…

    See less
  1. আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরনে মুক্তোর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে। ভালো আছি,Read more

    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে।

    ঢেকে রাখে যেমন কুসুম,
    পাপড়ির আবডালে ফসলের ঘুম
    তেমনি তোমার নিবিড় চলা
    মরমের মূল পথ ধরে।

    পুষে রাখে যেমন ঝিনুক,
    খোলসের আবরনে মুক্তোর সুখ
    তেমনি তোমার গভীর ছোঁয়া
    ভিতরের নীল বন্দরে।

    ভালো আছি, ভালো থেকো,
    আকাশের ঠিকানায় চিঠি লিখো
    দিও তোমার মালাখানি,
    বাউলের এই মনটা রে।

    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে ।

    Bangla Phonetic

    Amar bhitor o bahire ontore ontore
    Achho tumi hridoy jurey

    Dheke rakhe jemon kusum
    Paprir abdaale phosholer ghum
    Temni tomar nibir chola
    Moromer mul poth dhore.

    Amar bhitor o bahire ontore ontore
    Achho tumi hridoy jurey

    Pushe rakhe jemon jhinuk
    Kholosher aborone muktor sukh
    Temni tomar gobhir chhowa
    Bheetorer neel bondore

    Amar bhitor o bahire ontore ontore
    Achho tumi hridoy jurey

    Bhalo achhi, Bhalo theko
    Akasher thikanay chithi likho
    Dio tomar mala-khani
    Baul er ei mon ta re…

    Amar bhitor o bahire ontore ontore
    Achho tumi hridoy jurey

    Translation

    In my whole being, inside & outside
    deep in my heart entirely, you reside.

    As hides the flower
    in petals,its grain’s stupor;

    similarly you take a tender stroll
    along the highway of the soul.

    The way preserves the oyster
    the joys of pearl in its shell cover;

    similarly your deep touch sensitizes
    harbors of the blues of insides

    I’m fine, wish you to be better,
    addressing the skies, do write your letter.

    Do offer your garlands
    with the hymns of vagabonds.

    In my whole being, inside & outside
    deep in my heart entirely, you reside.

    See less
  1. আমরা করবো জয়! আমরা করবো জয়! আমরা করবো জয়! একদিন... আহা বুকের গভিরে আছে প্রত্যয় আমরা করবো জয়! একদিন... ।। (We shall overcome, we shall overcome, We shall overcome someday; Oh, deep in my heart, I do believe, We shall overcome someday.) একদিন সূর্যের ভোর একদিন স্বপ্নের ভোর একদিন সত্যের ভোর আসবেই... এইRead more

    আমরা করবো জয়!
    আমরা করবো জয়!
    আমরা করবো জয়!
    একদিন…
    আহা বুকের গভিরে আছে প্রত্যয়
    আমরা করবো জয়!
    একদিন… ।।

    (We shall overcome, we shall overcome,
    We shall overcome someday;
    Oh, deep in my heart, I do believe,
    We shall overcome someday.)

    একদিন সূর্যের ভোর
    একদিন স্বপ্নের ভোর
    একদিন সত্যের ভোর
    আসবেই…
    এই মনে আছে বিশ্বাস
    আমরা করি বিশ্বাস
    সত্যের ভোর আসবে
    একদিন… ।।

    (The Lord will see us through, The Lord will see us through,
    The Lord will see us through someday;
    Oh, deep in my heart, I do believe,
    We shall overcome someday.)

    পৃথিবীর মাটি হবে মধুময়
    বাতাস হবে মধুময়
    আকাশ হবে মধুময়
    একদিন…
    এই মনে আছে বিশ্বাস
    আমরা করি বিশ্বাস
    আকাশ হবে মধুময়
    একদিন… ।।
    (We’re on to victory, We’re on to victory,
    We’re on to victory someday;
    Oh, deep in my heart, I do believe,
    We’re on to victory someday.)
    আর নয় ধ্বংশের গান
    জনতার ঐকতান
    সৃষ্টির সুরে হবে গান
    একদিন…
    এই মনে আছে বিশ্বাস
    আমরা করি বিশ্বাস
    সৃষ্টির সুরে হবে গান
    একদিন… ।।
    (We’ll walk hand in hand, we’ll walk hand in hand,
    We’ll walk hand in hand someday;
    Oh, deep in my heart, I do believe,
    We’ll walk hand in hand someday.)
    আমরা মানি নাকো বাঁধা বন্ধন
    হাতে বাধি রাঁখি বন্ধন
    সামনে সত্যের জয়
    একদিন…
    এই মনে আছে বিশ্বাস
    আমরা করি বিশ্বাস
    সামনে সত্যের জয়
    একদিন… ।।
    (The truth shall make us free, the truth shall make us free,
    The truth shall make us free someday;
    Oh, deep in my heart, I do believe,
    The truth shall make us free someday.)
    আমরা করবো জয়!
    আমরা করবো জয়!
    আমরা করবো জয়!
    একদিন…
    আহা বুকের গভিরে আছে প্রত্যয়
    আমরা করবো জয়!
    একদিন… ।।
    আমরা করবো জয়!
    একদিন… ।।
    (We shall overcome, we shall overcome,
    We shall overcome someday;
    Oh, deep in my heart, I do believe,
    We shall overcome someday.)

    This is an inspirational song that inspires people through the world. Its about to keep hope for life. It is about to keep people inspire from odd and difficult times. It is about to belive in bright and hopeful future.

    See less
  1. দূর্গা পূজা বা দুর্গোৎসব ভূমিকাঃ দুর্গোৎসব বা দুর্গাপূজা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় বাংলার অন্যতম ধর্মীয় উৎসব। দুর্গোৎসব নিয়ে আসে বাংলার জীবনে এক নতুন মাত্রা, বাংলার মানুষ মেতে উঠে খুশিতে আনন্দে। ভারতের অন্যান্য রাজ্যের খুব কম উৎসবের সঙ্গেই তার তুলনা চলে। যদিও এটি মূলত: ধর্মীয় অনুষ্ঠান তবুও সকল শ্রেRead more

    দূর্গা পূজা বা দুর্গোৎসব

    ভূমিকাঃ দুর্গোৎসব বা দুর্গাপূজা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় বাংলার অন্যতম ধর্মীয় উৎসব। দুর্গোৎসব নিয়ে আসে বাংলার জীবনে এক নতুন মাত্রা, বাংলার মানুষ মেতে উঠে খুশিতে আনন্দে। ভারতের অন্যান্য রাজ্যের খুব কম উৎসবের সঙ্গেই তার তুলনা চলে। যদিও এটি মূলত: ধর্মীয় অনুষ্ঠান তবুও সকল শ্রেণীর জনসাধারণের আন্তরিক মিলনের ফলে এক উদারতর সামাজিক ব্যপ্তি লাভ করেছে। সর্বমানবের মিলনই যদি জাতীয় উৎসবের বৈশিষ্ট্য হয়, তবে দুর্গোৎসবকে নিঃসন্দেহে বাংলা ও বাঙালী জাতির জাতীয় উৎসবরূপে স্বীকার করতে হবে।

    সময় ও প্রস্তুতি : বৎসরের সুন্দরতম ঋতুতে বাংলার নিসর্গ-প্রকৃতি যখন সুস্নিগ্ধ লাবণ্যে অপরূপ হয়ে ওঠে, তখনই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। শারদ এই শুভলগ্নে প্রকৃতিই প্রকৃতি হয়ে উঠে নির্মেঘ আকাশ হয়ে উঠে সুনীল এরইমধ্যে প্রকৃতি তাঁর স্বর্ণোজ্জ্বল রৌদ্রের প্রদীপালােকে জগন্মাতার বন্দনার আয়ােজন করে। শরৎ ঋতুর আগমনে মৃৎ-শিল্পীর দিবারাত্রির পরিশ্রমে দেবী দুর্গা মৃন্ময়ীরূপে দৃষ্টিগােচর হয়ে ওঠেন, বিপণিতে নয়নলােভন পণ্য আনন্দোচ্ছল ক্রেতার জন্য অপেক্ষা করতে থাকে। প্রবাসী কর্মীর দিন কাটে প্রিয়জনের সঙ্গে মিলনের প্রতীক্ষায়। অবশেষে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতিথির পুণ্যলগ্নে কল্যাণী জননী-রূপে দেবী দুর্গা তাঁর মর্তের সন্তানদের সম্মুখে আবির্ভূত হন। গ্রাম-বাঙলার শারদ আকাশে বাজতে থাকে আগমনীর সুর।

    দুর্গাপূজার ইতিহাস : ইতিহাস পুরাণে বিধৃত। গিরিরাজ হিমালয় ও তদীয় পত্রী মেনকার কন্যা এই দুর্গা, দেবাদিদেব মহাদেব তাঁর স্বামী। সত্যযুগে সুরথ নামক জনৈক নরপতি শহস্তে পরাজিত হয়ে হতাশচিত্তে মেধস্ মুনির আশ্রমে যান। এই মুনির উপদেশেই তিনি সর্বপ্রথম দুর্গাপূজা করেন এবং দেবীর কৃপায় শত্রুকবলিত রাজ্য পুনরুদ্ধার করেন। রাজা সুরথ বসন্তঋতুতে দুর্গাপূজা করেছিলেন বলে এই পূজা বাসন্তী পূজা’ নামে অভিহিত হয় । বাঙালী দেবী দুর্গার আরাধনায় রামচন্দ্রের শারদীয় অনুষ্ঠানকে গ্রহণ করেছে। তাহেরপুরের রাজা কংসনারায়ণ প্রায় সাড়ে তিনশত বৎসর পূর্বে সর্বপ্রথম বাঙলাদেশে জগজ্জননীর পূজায় ব্রতী হন, এরূপ মত প্রচলিত আছে।

    দুর্গা দশভুজা : তার দশটি হাতে শাণিত প্রহরণ। সিংহপৃষ্ঠে আরােহণ করে তিনি ভীষণদর্শন মহিষাসুর নিধনে উদ্যত। শক্তিরূপিণী জননী দুর্গার দক্ষিণে শােভা পান ঐশ্বর্যের দেবী কমলাসনা লক্ষ্মী, বামভাগে অবস্থান করেন বাণী বিদ্যাদায়িনী সর্বশুক্লা সরস্বতী। দুই পুত্র দেবসেনাপতি কার্তিকেয় এবং সিদ্ধিদাতা গণেশও একই সঙ্গে পূজিত হন । গণেশের পার্শ্বে প্রকৃতি-জননীর সৃষ্টির প্রতীক নবপত্রিকা অবস্থান করেন । অসুররূপী অশুভ শক্তিকে বিনাশ করে বিশ্ববাসীকে শাস্তি ও কল্যাণে প্রতিষ্ঠিত করবার জন্যই আদ্যাশক্তি মহামায়া দশপ্রহরণ ধারিণী দুর্গারূপে আত্মপ্রকাশ।

    মূল উৎসব : আলােকোজ্জ্বল আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বােধন করে দুর্গাপুজার অনুষ্ঠান শুরু হয়। পুণ্য ষষ্ঠী তিথিতেই দেবীর আবাহন ও অধিবাসের কার্যটি সম্পন্ন করা হয়। সপ্তমী, অষ্টমী ও নবমী–পরবর্তী এই তিনটি দিন ধরে মহাসমারােহে অগণিত ভক্তের সম্মিলনে পূজা চলতে থাকে। অষ্টম ও নবমী তিথির সন্ধিক্ষণে যে পূজা অনুষ্ঠিত হয়, তার নাম ‘সন্ধিপূজা’ । চতুর্থ দিন দশমী তিথিতে পূজা সমাপন করে দেবীকে বিসর্জন দেওয়া হয় । বিসর্জনের পরবর্তী কৃত্যই হল প্রতিমা। নিরঞ্জন—অর্থাৎ বাদ্যভাণ্ড ও শোভাযাত্রা সহকারে দেবী প্রতিমাকে নদী-গর্ভে অথবা অন্য কোন জলাশয়ে নিমজ্জিত করা হয়। ভক্ত-পূজকদের দেহে নামে ক্লান্তির ভার, মন আচ্ছন্ন হয়ে থাকে প্রিয়জন বিচ্ছেদের বিষাদে। প্রতিমা নিরঞ্জনের পরে প্রতিটি বাঙালী আত্মীয় প্রিয়জনের সঙ্গে স্নেহালিঙ্গনে আবদ্ধ হয়ে পরস্পরকে ভক্তি শ্রদ্ধা ও শুভেচ্ছাজ্ঞাপন করে, এই অনুষ্ঠানটির নাম ‘বিজয়া।

    বাংলার জীবনে দুর্গ উৎসবের মাহাত্ম্য : শুধু যে ধর্মীয় গুরুত্বেই জগন্মাতা দুর্গার আরাধনা বাঙালী হিন্দুর জীবনে প্রধানতম স্থান গ্রহণ করেছে তাই নয়, মানবিক সম্পর্কের সহজ আন্তরিকতার স্পশে এ উৎসবটি অনন্য। হিমালয়-দুহিতা উমা পুত্র-কন্যা সঙ্গে নিয়ে মাত্র তিনটি দিনের জন্য পিতৃগৃহে ফিরে আসেন, চতুর্থ দিনেই আবার মাতা মেনকাকে অশ্রু সাগরে ভাসিয়ে স্বামী মহেশ্বরের আলয়ে প্রত্যাবর্তন করেন । মর্ত্য-পৃথিবীতে দেবী দুর্গার আবির্ভাবের এই লৌকিক কাহিনীটি বাঙালীর পারিবারিক জীবনে একটি বিষন্ন-মধুর অভিজ্ঞতার সমান্তরালে চলে আসছে। বিবাহিতা কন্যার পিত্রালয়ে আগমন এবং বিদায়ে বাঙালী জননী বা মেনকার আনন্দোৎকণ্ঠা ও অশ্রুঘন বেদনার মর্মস্পর্শিতা অনুভব করেন। কাজেই, বাঙালী জননীর নিকট তখন দেবী দুর্গা আর স্বীয় কন্যা একই স্নেহবাৎসল্যের স্পর্শে দ্রবীভূত হয়ে একাত্মতা লাভ করেন। মাতৃসাধন বাঙালী সঙ্গীতের সুরে বিবাহিত কন্যার সঙ্গে মিলনপ্রত্যাশী বাঙালী মাতার অন্তরবেদনাকেই মুক্তি দিয়েছে : “যাও যাও গিরি, আনিতে গৌরী, উমা আমার কত কেঁদেছে।

    উপসংহার: শারদোৎসব প্রকৃতপক্ষে বাংলার পারিবারিক জীবনে মিলনােৎসবের মাধুর্য নিয়েই আবির্ভূত হয়। সুদীর্ঘে প্রবাসজীবনযাপন করে প্রিয়জন ফিরে আসে জননীর স্নেহাঞ্চলতলে, আনন্দ-হাসিতে মুখর হয় বাঙালীর গৃহ-প্রাঙ্গণ। ধরাতলে রচিত হয় গিরীশ মেনকার সুখতৃপ্ত সংসারের দ্বিতীয় রূপ। তাই বাঙালীই নিঃসঙ্কোচ সারল্যে বলতে পেরেছে-‘দেবতারে মােরা আত্মীয় জানি।

    See less