রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য ছন্দে লেখা কাব্যগ্রন্থ হল পুনশ্চ। ইহা ১৯৩২ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যে সর্বমোট ৫০ টি কবিতা রয়েছে। ইহা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য রচনার “অন্ত্যপর্ব”-এর অন্তর্গত অন্যতম একটি সৃষ্টি। এতে ।এই কাব্যগ্রন্থটি কবি নীতুকে উৎসর্গ করেন। কাব্যটির উল্লেখযোগ্য ও অন্যতম কবিতাগুলির মধ্যে রয়েছে ছেলেটা, শেষ চিঠি, বালক, ক্যামেলিয়া, সাধারণ মেয়ে, তীর্থযাত্রী, মানবপুত্র, শিশুতীর্থ, বাঁশি ইত্যাদি।
পুনশ্চ কাব্যটি PDF আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। পুনশ্চ PDF Download
পুনশ্চ কাব্যটির মূল বৈশিষ্ট্য হল পদ্যের নিরূপিত ছন্দের ভাঙ্গন। তাই কবি কাব্যটির ভূমিকায় লিখলেন “গদ্যকাব্যে অতিনিরূপিত ছন্দের বন্ধন ভাঙাই যথেষ্ট নয়, পদ্যকাব্যে ভাষায় ও প্রকাশরীতিতে যে একটি সসজ্জ সলজ্জ অবগুণ্ঠনপ্রথা আছে তাও দূর করলে তবেই গদ্যের স্বাধীন ক্ষেত্রে তার সঞ্চরণ স্বাভাবিক হতে পারে। অসংকুচিত গদ্যরীতিতে কাব্যের অধিকারকে অনেক দূর বাড়িয়ে দেওয়া সম্ভব, এই আমার বিশ্বাস এবং সেই দিকে লক্ষ রেখে এই গ্রন্থে প্রকাশিত কবিতাগুলি লিখেছি। এর মধ্যে কয়েকটি কবিতা আছে তাতে মিল নেই, পদ্যছন্দ আছে, কিন্তু পদ্যের বিশেষ ভাষারীতি ত্যাগ করবার চেষ্টা করেছি। যেমন, তরে, সনে, মোর, প্রভৃতি যে-সকল শব্দ গদ্যে ব্যবহার হয় না সেগুলিকে এই-সকল কবিতায় স্থান দিই নি।”
Leave a comment