জুঁই ফুলঃ - জুঁই ফুলকে ইংরাজিতে Jasmine বলা হয়। - ইহা বর্ষাকালে, আষাঢ় ও শ্রাবণ মাসে ফুটে। - জুঁই ফুল সাদা অথবা হলুদ রঙের হয়ে থাকে। - এটি তিউনিসিয়ার জাতীয় ফুল।
জুঁই ফুলঃ
– জুঁই ফুলকে ইংরাজিতে Jasmine বলা হয়।
– ইহা বর্ষাকালে, আষাঢ় ও শ্রাবণ মাসে ফুটে।
– জুঁই ফুল সাদা অথবা হলুদ রঙের হয়ে থাকে।
– এটি তিউনিসিয়ার জাতীয় ফুল।
See less
Hridoy
শাপলা ফুল: - শাপলা ফুল বর্ষা ঋতুতে ফুটে অর্থাৎ আষাঢ় ও শ্রাবণ মাসে শাপলা ফুল দেখা যায়।এই ফুল্ সাধারণত হাওড়-বিল বা দিঘিতে বেশি ফোটে। - ইংরেজিতে শাপলা ফুলক্ক Water Lily, White Water Lily বলা হয়। - শাপলা শ্রীলংকা ও বাংলাদেশের জাতীয় ফুল। এছাড়াও বাংলাদেশের পয়সা, টাকা, দলিলপত্রে জাতীয় ফুল শাপলা বা এRead more
শাপলা ফুল:
– শাপলা ফুল বর্ষা ঋতুতে ফুটে অর্থাৎ আষাঢ় ও শ্রাবণ মাসে শাপলা ফুল দেখা যায়।এই ফুল্ সাধারণত হাওড়-বিল বা দিঘিতে বেশি ফোটে।
– ইংরেজিতে শাপলা ফুলক্ক Water Lily, White Water Lily বলা হয়।
– শাপলা শ্রীলংকা ও বাংলাদেশের জাতীয় ফুল। এছাড়াও বাংলাদেশের পয়সা, টাকা, দলিলপত্রে জাতীয় ফুল শাপলা বা এর জলছাপ আঁকা থাকে।
See less