নদীর সমার্থক শব্দ : তরঙ্গিনী, প্রবাহিনী, তটিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, কল্লোলিনী, কূলবতী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, গিরি নিঃস্রাব, মন্দাকিনী, সমুদ্রকান্তা, স্রোতোবহা, সমুদ্রবল্লতা তরঙ্গিনী - নদীর ওপর নাম তরঙ্গিনী। প্রবাহিনী - নদীর অন্যতম বৈশিষ্ট্য হল প্রবাহ হওয়া বা বয়ে যাওয়া তাই প্Read more
নদীর সমার্থক শব্দ :
তরঙ্গিনী, প্রবাহিনী, তটিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, কল্লোলিনী, কূলবতী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, গিরি নিঃস্রাব, মন্দাকিনী, সমুদ্রকান্তা, স্রোতোবহা, সমুদ্রবল্লতা
তরঙ্গিনী – নদীর ওপর নাম তরঙ্গিনী।
প্রবাহিনী – নদীর অন্যতম বৈশিষ্ট্য হল প্রবাহ হওয়া বা বয়ে যাওয়া তাই প্রবাহিনী।
তটিনী – তট শব্দের অর্থ পার তাই নদীর পার আছে বলিয়াই নদীর অন্য নাম তটিনী।
See less
Hridoy
বাড়ি এর সমার্থক শব্দঃ - ঘর, গৃহ, আবাস, আশ্রয়, নিবাস, ধাম, ভবন, আলয়, নিলয়, আশ্রয়, নিকেতন, সদন, বাড়ি, বাটী, আগার। উদাহরনঃ - আবাসঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা অধীনে অনেক লোক লাভবান হয়েছে। - নিবাসঃ মন্ত্রী সাহেবের ঘরের নাম ব্রাহ্মণ নিবাস। - ধামঃ আমি কাল মাধব ধাম মন্দির গিয়েছিলাম। - নিকেতনঃ শান্তিনিকেতন পশRead more
বাড়ি এর সমার্থক শব্দঃ
– ঘর, গৃহ, আবাস, আশ্রয়, নিবাস, ধাম, ভবন, আলয়, নিলয়, আশ্রয়, নিকেতন, সদন, বাড়ি, বাটী, আগার।
উদাহরনঃ
– আবাসঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা অধীনে অনেক লোক লাভবান হয়েছে।
– নিবাসঃ মন্ত্রী সাহেবের ঘরের নাম ব্রাহ্মণ নিবাস।
– ধামঃ আমি কাল মাধব ধাম মন্দির গিয়েছিলাম।
– নিকেতনঃ শান্তিনিকেতন পশ্চিমবঙ্গে অবস্থিত।
See less