সিংহ এর সমার্থক শব্দ: পশুরাজ, অতিবলশালী, সিংস্র, কেশরী, হরি, পশুরাজ - সিংহ পশুর রাজা বলেই সিংহকে পশুরাজ বলা হয়। কেশরী - সিংহের আরেক নাম কেশরী। অতিবলশালী - সিংহের বল অনেক বেশি, তাই সিংহকে অতিবলশালী ও বলা হয়।
সিংহ এর সমার্থক শব্দ:
পশুরাজ, অতিবলশালী, সিংস্র, কেশরী, হরি,
পশুরাজ – সিংহ পশুর রাজা বলেই সিংহকে পশুরাজ বলা হয়।
কেশরী – সিংহের আরেক নাম কেশরী।
অতিবলশালী – সিংহের বল অনেক বেশি, তাই সিংহকে অতিবলশালী ও বলা হয়।
See less
Jakir Hussain
অন্ধকার এর সমার্থক শব্দ: আঁধারি, তম, তমসা, তমিস্রা, তিমির, শর্বর, আলোকহীনতা, তমস, আলোকশূন্যতা, আঁধার, নভাক, তমিস্র, তিমির - তিমির রাত্রিতে একটি চোর এসেছিল। আঁধার - সূর্য্য ডুবার সঙ্গে সঙ্গে পৃথিবীতে আঁধার নেমে আসে। আলোকশূন্যতা - বিদ্যুৎ যাওয়ার পর ঘরটি আলোকশূন্য হয়ে গেল।
অন্ধকার এর সমার্থক শব্দ:
See lessআঁধারি, তম, তমসা, তমিস্রা, তিমির, শর্বর, আলোকহীনতা, তমস, আলোকশূন্যতা, আঁধার, নভাক, তমিস্র,
তিমির – তিমির রাত্রিতে একটি চোর এসেছিল।
আঁধার – সূর্য্য ডুবার সঙ্গে সঙ্গে পৃথিবীতে আঁধার নেমে আসে।
আলোকশূন্যতা – বিদ্যুৎ যাওয়ার পর ঘরটি আলোকশূন্য হয়ে গেল।