দ্বিতীয়া তৎপুরুষ সমাসে ও তার উদাহরণ ব্যাপ্তি অর্থে কালবাচক পদের সাথে দ্বিতীয়া তৎপুরুষ হয়। যেমনঃ চিরকাল ব্যাপিয়া সুখ=চিরসুখ ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী চিরদিন ধরিয়া শত্রু = চিরশত্রু সাহায্যকে প্রাপ্ত = সাহায্যপ্রাপ্ত
দ্বিতীয়া তৎপুরুষ সমাসে ও তার উদাহরণ
ব্যাপ্তি অর্থে কালবাচক পদের সাথে দ্বিতীয়া তৎপুরুষ হয়।
যেমনঃ
চিরকাল ব্যাপিয়া সুখ=চিরসুখ
ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
চিরদিন ধরিয়া শত্রু = চিরশত্রু
সাহায্যকে প্রাপ্ত = সাহায্যপ্রাপ্ত
See less
Hridoy
তৃতীয়া তৎপুরুষ সমাস ও তার উদাহরণ পূর্বপদে তৃতীয়া বিভক্তি (দ্বারা, দিয়া, কর্তৃক) লােপ পেয়ে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমনঃ মন দিয়ে গড়া = মনগড়া ঘি দিয়ে ভাজা = ঘিভাজা মধু দিয়ে মাখা = মধুমাখা শান দিয়ে বাঁধানো = শান-বাঁধানাে মোহের দ্বারা অন্ধ = মােহান্ধ জুতা দিয়ে পেটা = জুতাে-পেRead more
তৃতীয়া তৎপুরুষ সমাস ও তার উদাহরণ
পূর্বপদে তৃতীয়া বিভক্তি (দ্বারা, দিয়া, কর্তৃক) লােপ পেয়ে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।
যেমনঃ
মন দিয়ে গড়া = মনগড়া
ঘি দিয়ে ভাজা = ঘিভাজা
মধু দিয়ে মাখা = মধুমাখা
শান দিয়ে বাঁধানো = শান-বাঁধানাে
মোহের দ্বারা অন্ধ = মােহান্ধ
জুতা দিয়ে পেটা = জুতাে-পেটা
See less