ভগ্নহৃদয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য আকারে লিখিত গীতিকাব্য। ১২৮৭ সালে ভারতী’র কার্তিক হইতে ফাগুন সংখ্যায় ভগ্ন হৃদয়ের প্রথম সর্গ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ও শেষে ১২৮৮ সালের প্রথম দিকে পুস্তকাকারে মুদ্রিত হইয়া প্রকাশিত হয়।
‘ভগ্নহৃদয়’ গ্রন্থের প্রথমে নাটকের মতো পাত্রপাত্রীগণের নামোল্লেখ করা আছে, কিন্তু মুদ্রিত গ্রন্থের নাম পৃষ্ঠায় ইহাকে গীতিকাব্য বলিয়া উল্লেখ করা হইয়াছে। ভুমিকায় কবি লিখিয়াছেন,
“এই কাব্যটিকে কেহ যেন নাটক মনে না করেন। নাটক ফুলের গাছ। তাহাতে ফুল ফুটে বটে, কিন্তু সেই সঙ্গে মূল, কাণ্ড, শাখা, পত্র, এমন কি কাটাটি পর্যন্ত থাকা চাই। বর্তমান কাব্যটি ফুলের মালা, ইহাতে কেবল ফুলগুলি মাত্র সংগ্রহ করা হইয়াছে। বলা বাহুল্য, যে, দৃষ্টান্ত স্বরূপেই ফুলের উল্লেখ করা হইল”
এই কাব্য টি তে মোট ১৪ টি স্বর্গ রহিয়াছে।
বইটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন Download
Leave a comment