“আইলারে নয়া দামান” গানটি সিলেটের উদীয়মান শিল্পী মুজা ও তসিবার গাওয়ার পর থেকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সামান্য ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, এটি সিলেট অঞ্চলের কোনও এক অজানা লোককবি রচিত বহুল প্রচলিত একটি প্রসিদ্ধ লোকগীতি বা বিয়ের গীত।
১৯৭২/৭৩ সালে সিলেট বেতারে সংগীতজ্ঞ ওস্তাদ আলী আকবর খানের সুরে (কথা সংগ্রহ) প্রথমে ইয়ারুন্নেছা খানম এবং পরে সমবেতকণ্ঠে গীত হয়। পরবর্তীকালে ১৯৮০/৮৫ সালের কোনও এক সময় এটি ওস্তাদ আলী আকবর খানের সুর ও সংগীত পরিচালনায় বেতারে ধারন করা হয়।
আইলারে – এসেছেন, দামান – জামাই, আসমানেরও তেরা – আকাশের তারা, নেরা – ধান কাটার পর জমিনে থেকে যাওয়া অংশ বিশেষ
অর্থাৎ নতুন জামাই শ্বশুর বাড়িতে এসেছে। তাঁর চেহারা আকাশের উজ্জল তারকার মত। তাই তাকে আদর আপ্যায়ন করে বসতে দেয়া হয়েছে। কনের আত্মীয়রা কৌতুক করে ‘শাইল ধানের নেরা’ দিয়ে বিছানা তৈরি করে দিয়েছে।
বও দামান কওরে কথা, খাওরে বাটার পান,
যাইবার কথা কও যদি কাইট্যা রাখমু কান ।
ও দামান বও, দামান বও ॥
বও -বস, কওরে কথা – কথা বল/গল্প কর, খাওরে বাটার পান – পান খাও
নতুন জামাইকে পেয়ে সবাই খুশি তাই তাকে আদর আপ্যায়ন করে নিয়ে সবাই গল্প করতে বসেছে। কিন্তু জামাইকে সতর্ক করা হচ্ছে সে যেন যাওয়ার কথা না বলে। যাওয়ার কথা বললে তাঁর কান কেটে রাখা হবে (কৌতুক করে)।
.
আইলারে দামান্দর ভাই হিজলেরও মোড়া
ঠুনকি দিলে মাটিত পড়ইন, ষাইট/সত্তইরের বুড়া ।
ও দামান বও, দামান বও ॥
নতুন জামাইয়ের বড় ভাইয়ের বউ সঙ্গে এসেছেন। তিনি আবার দেখতে মোটা, বটবৃক্ষের গুঁড়ির মত মনে হয় অর্থাৎ তাঁর শরীর ভারী তাই উঠতে বসতে উনার অনেক সময় লাগে। তাঁর কাজগুলোও কেমন উল্টাপাল্টা, একটা করতে আরেকটা করে বসেন।
Ailare Noya Daman Song:
Ailare Noya Daman Lyrics in English:
Ailare noya daman
Ashmanero tera
Bisana bisaiyya dilam
Shail dhaner nera
Daman bo Daman bo
Bo daman ko reh khotha
Khaw re batar pan
Jaibar khotha kou jodi
Kaitta rakhmu kan
Daman bo Daman bo
Aila re Damdor Bhai
Hijolero Mura
Thunki dile matit poroin
Shait sottoiror bura
Daman bo Daman bo
Aila re Damdor Boin
Koita ekhan kotha
Koinar bhair chera dekhiya
Hoiya gela boba
Daman bo Daman bo
Aila re Damdor Bhair Bou
Dekhte Botor Ghail
Uthle boite shomoy lage
Koroin aail zail
Daman bo Daman bo
Nibedita Paul
Noya Daman Song Lyrics with Meaning:
“আইলারে নয়া দামান” গানটি সিলেটের উদীয়মান শিল্পী মুজা ও তসিবার গাওয়ার পর থেকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সামান্য ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, এটি সিলেট অঞ্চলের কোনও এক অজানা লোককবি রচিত বহুল প্রচলিত একটি প্রসিদ্ধ লোকগীতি বা বিয়ের গীত।
১৯৭২/৭৩ সালে সিলেট বেতারে সংগীতজ্ঞ ওস্তাদ আলী আকবর খানের সুরে (কথা সংগ্রহ) প্রথমে ইয়ারুন্নেছা খানম এবং পরে সমবেতকণ্ঠে গীত হয়। পরবর্তীকালে ১৯৮০/৮৫ সালের কোনও এক সময় এটি ওস্তাদ আলী আকবর খানের সুর ও সংগীত পরিচালনায় বেতারে ধারন করা হয়।
আইলারে নয়া দামান লিরিক্স
আইলারে নয়া দামান, আসমানেরও তেরা
বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা
ও দামান বও, দামান বও॥
বও দামান কওরে কথা, খাওরে বাটার পান,
যাইবার কথা কও যদি কাইট্যা রাখমু কান ।
ও দামান বও, দামান বও ॥
.
আইলারে দামান্দর ভাই হিজলেরও মোড়া
ঠুনকি দিলে মাটিত পড়ইন, ষাইট/সত্তইরের বুড়া ।
ও দামান বও, দামান বও ॥
.
আইলারে দামান্দর বইন, কইতা একখান কথা
কইনার ভাইর ছে’রা দেইখা, হইয়া গেলা বোবা ।
ও দামান বও, দামান বও ॥
.
আইলারে দামান্দর ভাইর বউ, দেখতে বটর ঘাইল
উঠতে বইতে সময় লাগে, করইন আইল-জাইল ।
ও দামান বও, দামান বও ॥
Ailare Noya Daman Song:
Ailare Noya Daman Lyrics in English:
Ailare noya daman
Ashmanero tera
Bisana bisaiyya dilam
Shail dhaner nera
Daman bo Daman bo
Bo daman ko reh khotha
Khaw re batar pan
Jaibar khotha kou jodi
Kaitta rakhmu kan
Daman bo Daman bo
Aila re Damdor Bhai
Hijolero Mura
Thunki dile matit poroin
Shait sottoiror bura
Daman bo Daman bo
Aila re Damdor Boin
Koita ekhan kotha
Koinar bhair chera dekhiya
Hoiya gela boba
Daman bo Daman bo
Aila re Damdor Bhair Bou
Dekhte Botor Ghail
Uthle boite shomoy lage
Koroin aail zail
Daman bo Daman bo