রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের তালিকা: This is the list of Rabindranath Tagore Drama from A to Z 1. রুদ্রচণ্ড - Rudrachanda (১৮৮১) 2. প্রকৃতির প্রতিশোধ - Prakritir Pratishodh (১৮৮৪) 3. নলিনী - Nalini (১৮৮৪) 4. রাজা ও রাণী - Raja o Rani (১৮৮৯) 5. তপতী - Tapashi (১৯২৯) 6. বিসর্জন - Bisharjan (১৮৯০) 7. মালRead more
রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের তালিকা:
This is the list of Rabindranath Tagore Drama from A to Z
1. রুদ্রচণ্ড – Rudrachanda (১৮৮১)
2. প্রকৃতির প্রতিশোধ – Prakritir Pratishodh (১৮৮৪)
3. নলিনী – Nalini (১৮৮৪)
4. রাজা ও রাণী – Raja o Rani (১৮৮৯)
5. তপতী – Tapashi (১৯২৯)
6. বিসর্জন – Bisharjan (১৮৯০)
7. মালিনী – Malini (১৮৯৬)
8. লক্ষ্মীর পরীক্ষা – Laxmir Parkkha (১৮৯৯)
9 শারদোৎসব – Sharoduthsob (১৯০৮)
10. মুকুট – Mukut (১৯০৮)
11. প্রায়শ্চিত্ত – Prayashchitta (১৯০৯)
12. রাজা – Raja (১৯১০)
13. ডাকঘর – Daakghar (১৯১২)
14. অচলায়তন – Achalayatan (১৯১২)
15. ফাল্গুনী – Falguni (১৯১৬)
16. গুরু – Guru (১৯১৮)
17. অরূপরতন – Arupartan (১৯২০)
18. ঋণশোধ – Rinshudh (১৯২১)
19. মুক্তধারা – Muktadhara (১৯২২)
20. গৃহপ্রবেশ – Grihoprobesh (১৯২৫)
21. চিরকুমার সভা – Chirakumar shova (১৯২৬)
22. শোধবোধ – Shodhbodh (১৯২৬)
23. নটীর পূজা – Natir Puja (১৯২৬)
24. রক্তকরবী – Raktakarabi (১৯২৬)
25. পরিত্রাণ – Paritran (১৯২৯)
26. কালের যাত্রা – Kaler Jatra (১৯৩২)
27. চণ্ডালিকা – Chandalika (১৯৩৩)
28. তাসের দেশ – Tasher Desh (১৯৩৩)
29. বাঁশরী – Bashari (১৯৩৩)
See less
Hridoy
শেষ খেয়া (Shesh Kheya) রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থঃ খেয়া দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ। ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্ মায়া গেয়ে গেল কাজ-ভাঙানো গান। নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চায়, তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়াRead more
শেষ খেয়া (Shesh Kheya)
রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থঃ খেয়া
দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া
ভুলালো রে ভুলালো মোর প্রাণ।
ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্ মায়া
গেয়ে গেল কাজ-ভাঙানো গান।
নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়,
তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া
সন্ধ্যা আসে দিন যে চলে যায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়।
সাঁজের বেলা ভাঁটার স্রোতে ও পার হতে একটানা
একটি-দুটি যায় যে তরী ভেসে।
কেমন করে চিনব ওরে ওদের মাঝে কোন্খানা
আমার ঘাটে ছিল আমার দেশে।
অস্তাচলে তীরের তলে ঘন গাছের কোল ঘেঁষে
ছায়ায় যেন ছায়ার মতো যায়,
ডাকলে আমি ক্ষণেক থামি হেথায় পাড়ি ধরবে সে
এমন নেয়ে আছে রে কোন্ নায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়।
ঘরেই যারা যাবার তারা কখন গেছে ঘরপানে,
পারে যারা যাবার গেছে পারে;
ঘরেও নহে, পারেও নহে, যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে।
ফুলের বার নাইকো আর, ফসল যার ফলল না
চোখের জল ফেলতে হাসি পায়–
দিনের আলো যার ফুরালো, সাঁজের আলো জ্বলল না,
সেই বসেছে ঘাটের কিনারায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
বেলাশেষের শেষ খেয়ায়।
Diner Seshe Ghumer Deshe Lyrics:
Diner seshe ghumer deshe ghumta-pora oi chaya,
See lessBhulalo re, bhulalo mor pran !
O parete sonar kule, adhar mule kon maya,
Geye gelo kaj-bhangano gaan.
Namiye mukh, chukiye sukh, jabar mukhe jay jara
Ferar pothe fireyo nahi chay,
Tader pane, bhatar tane, jabo re aj ghorchara –
Sondha aashe, din je chole jay.
Orey ay !
Amay niye jabi ke re
Dino sesher shesh kheyay.
Sajher bela bhatar srute o par hote ektana
Ekti-duti jaay je tori bhese.
Kemon kore chinbo ore oder majhe konkhana,
Amar Ghate chhilo amar deshe.
Ostachole tirer tole, ghano gacher kon gheshe,
Chaya jeno chayar moto jay.
Dakle ami khonek thami, jethay pari dhorbe se.
Emon neye kache re kon nay ?
Orey ay !
Amay niye jabi ke re
Dino sesher shesh kheyay.