In: সাহিত্য কবিতা : ঠিকানা | Thikana Poem By Sukumar Roy কবিতা : ঠিকানা | Thikana Poem By Sukumar Roy Bangla KobitaSukumar Roy Poemবাংলা কবিতাসুকুমার রায় 1 Answer Hridoy 16 Questions 418 Answers 14 Best Answers 2,117 Points View Profile Hridoy 2021-04-18T04:49:26+05:30Added an answer on April 18, 2021 at 4:49 am ঠিকানা সুকুমার রায় আরে আরে জগমোহন- এস, এস, এস- বলতে পার কোথায় থাকে আদ্যানাথের মেসো ? আদ্যানাথের নাম শোননি ? খগেনকে তো চেনো ? শ্যাম বাগ্চি খগেনেরই মামাশ্বশুর জেনো । শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়ীওলা- (কি যেন নাম ভুলে গেছি), তারই মামার শালা ; তারই পিশের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো- লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো । ঠিকানা চাও ? বলছি শোন ; আমড়াতলার মোড়ে তিন-মুখো তিন রাস্তা গেছে তারি একটা ধ’রে, চলবে সিধে নাকবরাবর ডানদিকে চোখ রেখে ; চল্তে চল্তে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে । দেখ্বে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত , তারি ভিতর ঘুরবে খানিক গোলকধাঁধার মত । তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে, ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে । তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে- তারপরে যাও ঝেথায় খুশী- জ্বালিও নাকো মোরে । Poem: Thikana By: Sukumar Roy Aare aare jagmohon- esho, esho, esho- Bolte paro kothay thake adyonather mesho Adyonather naam shononi? Khogenke to cheno? Shyam bagchi Khogeneri mama shashur jeno Shyamer jamai kostomohon, tar je bariwala (Ki jeno naam bhule gechi) Taroi mamar shala; Taroi pisher khartuto bhai Adyonather mesho Lokkhi dada, thikana tar ektu jene esho Thikana chao? Bolchi shuno; amratolar more Tin-mukho tin rasta geche tari ekta dhore Cholbe shidhe naak borabor, dan dike chokh rekhe; Cholte cholte dekhbe sheshe rasta geche beke Dekhbe shetay daibe baye poth giyache koto, Tari bhitor ghurbe khanik golokdhadhar moto Tarporete hothat beke daine muchor mere Firbe abar bayer dike tinte goli chere Tobei abar porbe eshe amra tolar more Tarpore jao jethay khushi – jalio nako more 0 You must login to add an answer.Continue with FacebookContinue with GoogleContinue with Twitteror use Username or email* Password* Captcha* Remember Me! Forgot Password?
Hridoy
ঠিকানা
সুকুমার রায়
আরে আরে জগমোহন- এস, এস, এস-
বলতে পার কোথায় থাকে আদ্যানাথের মেসো ?
আদ্যানাথের নাম শোননি ? খগেনকে তো চেনো ?
শ্যাম বাগ্চি খগেনেরই মামাশ্বশুর জেনো ।
শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়ীওলা-
(কি যেন নাম ভুলে গেছি), তারই মামার শালা ;
তারই পিশের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো-
লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো ।
ঠিকানা চাও ? বলছি শোন ; আমড়াতলার মোড়ে
তিন-মুখো তিন রাস্তা গেছে তারি একটা ধ’রে,
চলবে সিধে নাকবরাবর ডানদিকে চোখ রেখে ;
চল্তে চল্তে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে ।
দেখ্বে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত ,
তারি ভিতর ঘুরবে খানিক গোলকধাঁধার মত ।
তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে,
ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে ।
তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে-
তারপরে যাও ঝেথায় খুশী- জ্বালিও নাকো মোরে ।
Poem: Thikana
By: Sukumar Roy
Aare aare jagmohon- esho, esho, esho-
Bolte paro kothay thake adyonather mesho
Adyonather naam shononi? Khogenke to cheno?
Shyam bagchi Khogeneri mama shashur jeno
Shyamer jamai kostomohon, tar je bariwala
(Ki jeno naam bhule gechi) Taroi mamar shala;
Taroi pisher khartuto bhai Adyonather mesho
Lokkhi dada, thikana tar ektu jene esho
Thikana chao? Bolchi shuno; amratolar more
Tin-mukho tin rasta geche tari ekta dhore
Cholbe shidhe naak borabor, dan dike chokh rekhe;
Cholte cholte dekhbe sheshe rasta geche beke
Dekhbe shetay daibe baye poth giyache koto,
Tari bhitor ghurbe khanik golokdhadhar moto
Tarporete hothat beke daine muchor mere
Firbe abar bayer dike tinte goli chere
Tobei abar porbe eshe amra tolar more
Tarpore jao jethay khushi – jalio nako more