তালগাছ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম রচনা।কবিতাটি কবির মুক্ত কল্পনার এক অনবদ্য বহিঃপ্রকাশ । তালগাছ নিয়ে এমন কল্পনা সত্যিই অতুলনীয়।
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়,
একেবারে উড়ে যায়;
কোথা পাবে পাখা সে?
তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার, –
মনে মনে ভাবে, বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার।
সারাদিন ঝরঝর থত্থর
কাঁপে পাতা-পত্তর,
ওড়ে যেন ভাবে ও,
মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
যেন কোথা যাবে ও।
তার পরে হাওয়া যেই নেমে যায়,
পাতা কাঁপা থেমে যায়,
ফেরে তার মনটি
যেই ভাবে, মা যে হয় মাটি তার
ভালো লাগে আরবার
পৃথিবীর কোণটি।
Tal gach Poem by Rabindranath Tagore Recitation:
English Transliteration of the Poem Talgach by Rabindranath Tagore
Talgach ek paye dariye
Shob gach chariye
Uki mare akashe.
Mone sadh, kalo megh fure jaai,
Ekebare ure jaai;
kotha pabe pakha shey?
Tai to shey thik tar mathate
Gol gol patate
Icchati mele tar,
Mone mone bhabe, bujhi dana ei,
Ure jete mana nei
Basakhani fele tar.
Saradin jharjhar thar thar
kape pata-pottor,
Ore jeno bhabe o,
Mone mone akashete beriye
Taarader eriye
Jeno kotha jabe o.
Taar pore hawa jei neme jaai,
Pata kapa theme jaai,
Fere taar monti
Jei bhabe, maa hoy je mati taar
Bhalo lage arabar
Prithibir konti.
Nibedita Paul
তালগাছ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থঃ শিশু ভোলানাথ
তালগাছ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম রচনা।কবিতাটি কবির মুক্ত কল্পনার এক অনবদ্য বহিঃপ্রকাশ । তালগাছ নিয়ে এমন কল্পনা সত্যিই অতুলনীয়।
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়,
একেবারে উড়ে যায়;
কোথা পাবে পাখা সে?
তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার, –
মনে মনে ভাবে, বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার।
সারাদিন ঝরঝর থত্থর
কাঁপে পাতা-পত্তর,
ওড়ে যেন ভাবে ও,
মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
যেন কোথা যাবে ও।
তার পরে হাওয়া যেই নেমে যায়,
পাতা কাঁপা থেমে যায়,
ফেরে তার মনটি
যেই ভাবে, মা যে হয় মাটি তার
ভালো লাগে আরবার
পৃথিবীর কোণটি।
Tal gach Poem by Rabindranath Tagore Recitation:
English Transliteration of the Poem Talgach by Rabindranath Tagore
Talgach ek paye dariye
Shob gach chariye
Uki mare akashe.
Mone sadh, kalo megh fure jaai,
Ekebare ure jaai;
kotha pabe pakha shey?
Tai to shey thik tar mathate
Gol gol patate
Icchati mele tar,
Mone mone bhabe, bujhi dana ei,
Ure jete mana nei
Basakhani fele tar.
Saradin jharjhar thar thar
kape pata-pottor,
Ore jeno bhabe o,
Mone mone akashete beriye
Taarader eriye
Jeno kotha jabe o.
Taar pore hawa jei neme jaai,
Pata kapa theme jaai,
Fere taar monti
Jei bhabe, maa hoy je mati taar
Bhalo lage arabar
Prithibir konti.