In: ব্যাকরণ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও? দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও? Somas Bangla Grammarসমাস 1 Answer Hridoy 16 Questions 418 Answers 14 Best Answers 2,117 Points View Profile Hridoy 2022-01-24T02:18:58+05:30Added an answer on January 24, 2022 at 2:18 am দ্বন্দ্ব সমাস ও তার উদাহরণ যে সমাসে দুই বা ততােধিক পদ মিলে একপদ হয় এবং উভয়পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমনঃ কাগজ ও পত্র = কাগজপত্র। ভাই ও বােন = ভাইবােন। ফল ও মূল = ফলমূল। রাজা ও প্রজা = রাজাপ্রজা লাভ ও লােকসান = লাভলােকসান জমা ও খরচ = জমা খরচ দেব ও দ্বিজ = দেবদ্বিজ মাতা ও পিতা = মাতাপিতা গুরু ও শিষ্য = গুরুশিষ্য খােকা ও খুক = খােকা খুকু গােলা ও গুলি = গােলাগুলি কানা ও ঘুষা = কানাঘুষা 0 You must login to add an answer.Continue with FacebookContinue with GoogleContinue with Twitteror use Username or email* Password* Captcha* Remember Me! Forgot Password?
Hridoy
দ্বন্দ্ব সমাস ও তার উদাহরণ
যে সমাসে দুই বা ততােধিক পদ মিলে একপদ হয় এবং উভয়পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমনঃ
কাগজ ও পত্র = কাগজপত্র।
ভাই ও বােন = ভাইবােন।
ফল ও মূল = ফলমূল।
রাজা ও প্রজা = রাজাপ্রজা
লাভ ও লােকসান = লাভলােকসান
জমা ও খরচ = জমা খরচ
দেব ও দ্বিজ = দেবদ্বিজ
মাতা ও পিতা = মাতাপিতা
গুরু ও শিষ্য = গুরুশিষ্য
খােকা ও খুক = খােকা খুকু
গােলা ও গুলি = গােলাগুলি
কানা ও ঘুষা = কানাঘুষা