আগমনী (প্রেমেন্দ্র মিত্র)
বর্ষা করে যাব, যাব,
শীত এখনও দূর,
এরই মধ্যে মিঠে কিন্তু
হয়েছে রােদ্দুর!
মেঘগুলাে সব দূর আকাশে
পারছে না ঠিক বুঝতে,
ঝরবে, নাকি যাবে উড়ে
অন্য কোথাও খুঁজতে!
থেকে থেকে তাই কি শুনি
বুক-কাপানাে ডাক?
হাঁকটা যতই হােক না জবর
মধ্যে ফাঁকির ফাক!
আকাশ বাতাস আনমনা আজ
শুনে এ কোন ধ্বনি,
চিরনতুন হয়েও অচিন
এ কার আগমনী।
আরও কয়েকটি দুর্গাপূজা সম্বন্ধীয় কবিতা (দুর্গাপূজা কবিতা) :
Leave a comment