- মা দুর্গাকে আহ্বান (সৌম্যকান্তি চক্রবর্তী)
- আমার দুর্গোৎসব (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
- কন্যাশ্লোক (আমার দুর্গা) মল্লিকা সেনগুপ্ত
- শারদীয় (শুভ দাশগুপ্ত)
- সব দুর্গাই থাকুক সুখে (ভবানীপ্রসাদ মজুমদার)
- মা দুর্গা (সৌম্যকান্তি চক্রবর্তী)
- তোমার দুর্গা আমার দুর্গা (সুব্রত পাল)
- আনন্দময়ীর আগমনে (কাজী নজরুল ইসলাম)
বিভিন্ন কবিদের দুর্গাপূজা নিয়ে লেখা কবিতাঃ
মা দুর্গাকে আহ্বান (সৌম্যকান্তি চক্রবর্তী)
দেবী তোমার আগমনের ..
প্রস্তুতি তাই ,
মহেশ তোমায় দিলেন বিদায় ..
মহিষাসুরের নিধন করে ,
চলেই এসো পিত্রালয় …
দেবী তুমি আসবে বলে
শিশিরবিন্দু ঘাসে ,
মাঠে মাঠে শোভা বাড়ায় ,
শুভ্রবরণ কাশে …
আমার দুর্গোৎসব (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
জয় জয় জয় জয় জয়দাত্রি।
জয় জয় জয় বঙ্গজগদ্ধাত্রি।
জয় জয় জয় সুখদে অন্নদে ।
জয় জয় জয় বরদে শৰ্ম্মদে।
জয় জয় জয় শুভে শুভঙ্করি।
জয় জয় জয় শান্তি ক্ষেমঙ্করি।
দ্বেষকদলনি, সন্তানপালিনি।
জয় জয় দুর্গে দুর্গতিনাশিনি।
জয় জয় লক্ষ্মি বারীন্দ্ৰবালিকে।
জয় জয় কমলাকান্তপালিকে ।
কন্যাশ্লোক (মল্লিকা সেনগুপ্ত)
আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন
স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন
সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন।
তাঁর মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক
মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে।
হে মহামানবী, তোমাকে সালাম!
মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক
মায়ের ছিলনা অক্ষর জ্ঞান ছটেক।
সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি
দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি।
শারদীয় (শুভ দাশগুপ্ত)
গেরুয়া নদীর পাড় ঘেষে সেই ছোট্ট আমার গ্রাম
ছেলেবেলার ছেলেখেলার সেই আনন্দধাম।
আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান,
গেরুয়া নদীর পাড় ঘেষে সেই ছোট্ট আমার গ্রাম
গেরুয়া নদীর পাড় ঘেষে সেই গ্রামের শেষ পাড়া,
নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হত গড়া।
সাত পাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালেবর,
নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর।
সব দুর্গাই থাকুক সুখে (ভবানীপ্রসাদ মজুমদার)
এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে
এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে |
এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে
এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে – খালে।
এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ
এক দুর্গা খিদেয় কাঁদে, পায়নি খেতে আজ।
সবাই জানি, এদের কারো হয়না কোনও পূজো
এরা তো মা তোমার মতো নয়কো দশভুজো।
সব দুর্গার চোখে-মুখেই ফুটবে হাসি কবে?
মাগো, তোমার পুজো সেদিন সত্যি সফল হবে।
দুর্গাপূজা কবিতা – Durga puja Poem in Bengali
মা দুর্গা (সৌম্যকান্তি চক্রবর্তী)
নরম ঘাসে ভোরের শিশিরাঘাতে ,
মেঘেদের ঐ ভেলা ভেসে যাওয়া প্রাতে ;
আকাশ বাতাস হয় যেন সুরভিত ,
মধুর হাসির মা আমার আসছেন তো !
শিউলি ফুলের গন্ধে আকুল মন ,
আগমনী সুর কানে ভেসে আসে ঐ ;
শঙ্খ কাঁসর ঢাকের শব্দ পাই ,
সপরিবারে মা আসছেন কই ?
তোমার দুর্গা আমার দুর্গা কবিতা (সুব্রত পাল)
তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাখছে গায়
আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়।
তোমার দুর্গা অকালবোধন একশো আটটা ফুল
আমার দুর্গা দূর থেকে দ্যাখে খিচুড়ির ইস্কুল।
তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার
আমার দুর্গা ঘর দোর ভাসা বাঁধ ভাঙা বন্যার।
আনন্দময়ীর আগমনে (কাজী নজরুল ইসলাম)
আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেব–শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী?
মাদীগুলোর আদি দোষ ঐ অহিংসা বোল নাকি-নাকি
খাঁড়ায় কেটে কর মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি।
We found these 8 best Durga puja Poem in Bengali. If you found any other please share in comment box.
Leave a comment