“সব দুর্গাই থাকুক সুখে” কবি ভবানীপ্রসাদ মজুমদারের চমৎকার একটি কবিতা। কবিতায় কবি সাধারন মানুষ যাহারা খেঁটে খায়, পরিশ্রম করে প্রতিদিন, প্রতিনিয়ত ব্যস্ত থাকে মনবসেবায় তাহাদের কথা উল্লেখ করে বলেছেন যে তাহারা তাঁদের প্রাপ্য সুখ থেকে, সম্মান থেকে বঞ্ছিত। এদের দুঃখ কষ্ট কাহারও চোখে পড়েনা, হয়না তাঁদের কাজের কোন প্রসংশা। তাই তিনি দুর্গা মাকে আহ্বান করেছেন যাহাতে তিনি তাহাদের সুখ দুখের খেয়াল করেন। এবং যেই দিন এই মানুষগুলির অবস্থার পরিবর্তন আসবে সেদিন মায়ের পূজো সত্যি সফল হবে ।
সব দুর্গাই থাকুক সুখে-
ভবানীপ্রসাদ মজুমদার
এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে
এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে |
এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে
এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে – খালে।
এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ
এক দুর্গা খিদেয় কাঁদে, পায়নি খেতে আজ।
সবাই জানি, এদের কারো হয়না কোনও পূজো
এরা তো মা তোমার মতো নয়কো দশভুজো।
সব দুর্গার চোখে-মুখেই ফুটবে হাসি কবে?
মাগো, তোমার পুজো সেদিন সত্যি সফল হবে।
এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে
এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে।
এক দুর্গা সাত-আট বাড়ি কষ্টে বাসন মাজে
এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে।
এক দুর্গা চা-বাগানে তোলে চায়ের পাতা
এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা।
সবাই জানি, এদের কারো হয়না কোনও পুজো
তাই বলি মা, এদের চোখেও পূজোর খুশি খুঁজো।
সব দুর্গার চোখে-মুখেই ফুটবে হাসি যবে
মাগো, তোমার পূজো সেদিন সত্যি সফল হবে।
এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া
এক দুর্গা, নার্সদিদি তাঁর মনে ভীষণ মায়া।
এক দুর্গা সবজি বেঁচে নিজের পায়ে দাঁড়ায়
এক দুর্গা মুরগি কাটে, নিজেই পালক ছাড়ায় |
এক দুর্গা হোটেল চালায়, বানায় মাংস-ভাত
এক দুর্গা বুট-পালিশে জোরসে চালায় হাত |
এমনি হাজার দুর্গা যারা পায় না কোনও পূজো
এদের দুঃখ-কষ্ট তুমিই দরদ দিয়ে বুঝো |
সব দুর্গার চোখে-মুখে ফুটলে হাসি তবে
মাগো, তোমার পূজো সেদিন সত্যি সফল হবে |
Sob Durgai thakuk sukhe
Bhabaniprashad Mazumdar
Ek Durga rikshaw chalay kuchbiharer hate
Ek Durga eksho diner kaje mati kate
Ek Durga rasta banay pich o pathor dale
Ek Durga roj chuno mas dhorche bile-khale
Ek Durga korche mathe dinmajurer kaj
Ek Durga Khideo kade, payni khete aaj
sobai jani, eder karo hoyna kuno pujo
Era to maa noyto tumar moto dashbhuja
Sob Durgar chokhe mukhe futbe hashi kobe?
Mago, tumar pujo sedin shotti sofol hobe
Ek Durga pathor vange roj-e asanchole
Ek Durga peter jalay khanite koyla tule
Ek Durga saath aat bari koste basan maje
Ek Durga karkhanate besto nanan kaje
Ek Durga cha bagane tule chayer pata
Ek Durga parai parai ghure sharay chata
sobai jani, eder karo hoyna kuno pujo
Tai boli maa, eder choke o pujor hashi khujo
Sob Durgar chokhe mukhe futbe hashi jobe
Mago, tumar pujo sedin shotti sofol hobe
Ek Durga haspatale sobar chena aaya
Ek Durga nurse didi tar mone vishon maya
Ek Durga shobji beche nijer paye daray
Ek Durga murgi kate, nijei palok charay
Ek Durga hotel chala, banay mangsho bhat
Ek Durga boot polishe jorse chalay hat
Emni hajar durga jara pay na kuno pujo
Eder dukko kosto tumi dorod diye bujo
Sob durgar chokhe mukhe futle hashi tobe
Mago, tumar pujo sedin shotti sofol hobe.
Leave a comment