গাছপালা রক্ষা বা গাছের প্রয়োজনীয়তা রচনা
সৃষ্টির সবচেয়ে অমূল্য দান হল গাছ।গাছ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জীবনের উৎস কারন গাছ বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন প্রদান করে যা প্রশ্বাস রূপে জীবজন্তুর ফুসফুসে গিয়ে তাদের জীবন প্রদান করে।
গাছ থেকে মানুষ শাক সব্জি এবং ফলমুল আহোরণ করে এবং তৃনভোজী জীবজন্তু গাছের ডাল ও পাতা খাদ্য হিসাবে ভক্ষন করে। গাছ বায়ুমণ্ডলে থাকা দূষিত বায়ু কণিকাকে শোষন করে পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করে। গাছ বায়ুমণ্ডলের তাপমানের ভারসাম্য বজায় রেখে তাকে জীবজন্তুর বাসযোগ্য করে রাখে।
গাছপালা থাকার দরুনই পৃথিবীতে বৃষ্টি হয় যা মানুষ ও জীবজন্তুর জীবনের চাবিকাঠি। শুধু তাই নয়, গাছের সবুজ রঙের পাতার দিকে তাকালেই মানুষের দৃষ্টিশক্তির উপকার হয়। গাছ প্রচুর মাত্রায় শব্দ চলাচলকে আটকাতে পারে যার জন্য গাছ আমাদের শব্দদূষণ থেকেও রক্ষা করে।
গাছ ছাড়া পৃথিবীতে জীবন বিপন্ন হয়ে যাবে জেনেও শহুরেকরণ ও ঔদ্যগিকরণের নামে মানুষ অনবরত গাছপালা ধ্বংস করে যাচ্ছে। বর্তমানে পৃথিবীর বনাঞ্চলের তিন ভাগের এক ভাগ গাছপালা ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে যা বিশ্ব উষ্ণায়নের একটি প্রাথমিক কারণ হয়ে দাড়িয়েছে। এই মর্মে গাছপালা বাঁচানো বর্তমান পৃথিবীর সবচেয়ে জরুরী পরিবেশগত আপাতকালীন সমস্যা হয়ে দাড়িয়েছে।
গাছপালা বাঁচানোর জন্য আন্তর্জাতিক পর্যায়ে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই বিষয়ে অনেক মানুষ আন্দোলন ও করছেন। তাই পৃথিবীকে ধ্বংসের হাথ থেকে বাঁচাতে আমাদের গাছপালা রক্ষা করা ও গাছ লাগানোর একান্ত প্রয়োজন।
Leave a comment