শিক্ষক দিবস রচনা (Class 4/5/6)
ভারতবর্ষে পাঁচ সেপ্টেম্বরের দিনকে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়। শিক্ষক দিবস ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে উদযাপন করা হয়। ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন সমাজকর্মী, দার্শনিক, শিক্ষাবিদ ও শিক্ষক ছিলেন। তিনি একটি সুস্থ দেশ ও সমাজ গড়তে শিক্ষকের অবদানকে গুরুত্ব দিয়েছিলেন।
শিক্ষক ছাত্রদের শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয় বরং বিভিন্ন রকম সামাজিক ও মানসিক সমস্যায় ও সাহায্য করেন। তাই সমাজের ও দেশের ভবিষ্যৎ গড়তে শিক্ষকদের অজস্র পরিশ্রমকে সম্মান ও শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে শিক্ষক দিবসের পালন করা হয়।
শিক্ষক দিবসের দিন স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্টানগুলোকে সুন্দর করে সাজানো হয়। শিক্ষক এবং ছাত্র ছাত্রী সেদিন বিভিন্ন অনুষ্টান, প্রতিযোগিতা এবং খেলাধুলাতে অংশগ্রহন করেন। কোন কোন শিক্ষা প্রতিষ্টানে সেদিন ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষীকার চরিত্রে অভিনয় করে নিজের শিক্ষকদের সম্মান জানায়।
শিক্ষক দিবসের অনুষ্টানে গান, কবিতা, বক্তৃতা, শিক্ষকতা ইত্যাদির আয়োজন করা হয়। ছাত্র ছাত্রীরা সেদিন শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানোর জন্য উপহার ও দান করে। শিক্ষক দিবস শিক্ষক এবং শিষ্যের মধ্যে সুন্দর সম্পর্কের সৃষ্টি করে তাই গুরু শিষ্য দুজনের জন্যই শিক্ষক দিবস একটা খুবই আনন্দের দিন।
Leave a comment