Bengali Forum Latest Questions

  1. মুক্ত গণতন্ত্র - শঙ্খ ঘোষ সবাই শুধু মিথ্যে রটায় পথগুলি সব দেদার খোলা যার খুশি আয় বিরুদ্ধতায় যথার্থ এই বীরভূমি উত্তাল ঢেউ পেরিয়ে এসে পেয়েছি শেষ তীরভূমি দেখ খুলে তোর তিন নয়ন রাস্তা জুড়ে খড়্গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন সবাই আমায় কর তোয়া ছড়িয়ে যাবে দিগ্বিদিকে মুক্ত গণতন্ত্র আজ।   English transliteratiRead more

    মুক্ত গণতন্ত্র – শঙ্খ ঘোষ

    সবাই শুধু মিথ্যে রটায়
    পথগুলি সব দেদার খোলা
    যার খুশি আয় বিরুদ্ধতায়

    যথার্থ এই বীরভূমি
    উত্তাল ঢেউ পেরিয়ে এসে
    পেয়েছি শেষ তীরভূমি

    দেখ খুলে তোর তিন নয়ন
    রাস্তা জুড়ে খড়্গ হাতে
    দাঁড়িয়ে আছে উন্নয়ন

    সবাই আমায় কর তোয়া
    ছড়িয়ে যাবে দিগ্বিদিকে
    মুক্ত গণতন্ত্র আজ।

     

    English transliteration:

    Mukta Gantantra

    Shobai shudu mithya rotai
    pothguli shob dedar khola
    Jar khushi aay biruddotay

    Jothartho ei birbhumi
    Utthal dheu periye eshe
    Peyechi shesh tirbhumi

    Dekh khule tor tin nayan
    rasta jure khargo hate
    dariye aache unnoyon

    Shobai amay kor toya
    choriye jabe dikbidike
    mukto ganatantra aaj

    See less
  1. আড়ালে (শঙ্খ ঘোষ দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে- তোমাকে বকব, ভীষণ বকব আড়ালে । যখন যা চাই তখুনি তা চাই । তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে, আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে- তাহলে শুকনো জীবনের মূলে বিশ্বাস নেই, সে জীবন ছাই! মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালRead more

    আড়ালে (শঙ্খ ঘোষ

    দুপুরে রুক্ষ গাছের পাতার
    কোমলতাগুলি হারালে-
    তোমাকে বকব, ভীষণ বকব
    আড়ালে ।
    যখন যা চাই তখুনি তা চাই ।
    তা যদি না হবে তাহলে বাঁচাই
    মিথ্যে, আমার সকল আশায়
    নিয়মেরা যদি নিয়ম শাসায়
    দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে-
    তাহলে শুকনো জীবনের মূলে
    বিশ্বাস নেই, সে জীবন ছাই!
    মেঘের কোমল করুণ দুপুর
    সূর্যে আঙুল বাড়ালে-
    তোমাকে বকব, ভীষণ বকব
    আড়ালে ।।

    English Transliteration:

    Dupure rukko gacher patar
    komolotaguli harale
    tomake bokbo, vishon bokbo
    aarale.
    Jokhon ja chai takhon e ta chai
    ta jodi na hobe tahole bachai
    mitthe, Amar shokol aashay
    Niyomera jodi niyom shashay
    Dogdo hawar kripon aangule
    tahole shukno jiboner mule
    bishash nei, she jibon cai.
    Megher komol karun dupur
    Shurje aangul barale
    tomake bokbo, vishon bokbo
    aarale

    See less
  1. This answer was edited.

    সঙ্গিনী - শঙ্খ ঘোষ হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয় | পায়ের ভিতর মাতাল, আমার পায়ের নিচে মাতাল, এই মদের কাছে সবাই ঋণী –-- ঝলমলে ঘোর দুপুরবেলাও সঙ্গে থাকে হাঁ-করা ওই গঙ্গাতীরের চণ্ডালিনী | সেই সনাতন ভরসাহীন অশ্রুহীনা তুমিRead more

    সঙ্গিনী – শঙ্খ ঘোষ

    হাতের উপর হাত রাখা খুব সহজ নয়
    সারা জীবন বইতে পারা সহজ নয়
    এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে
    সহজ কথা ঠিক ততটা সহজ নয় |

    পায়ের ভিতর মাতাল, আমার পায়ের নিচে
    মাতাল, এই মদের কাছে সবাই ঋণী ––
    ঝলমলে ঘোর দুপুরবেলাও সঙ্গে থাকে
    হাঁ-করা ওই গঙ্গাতীরের চণ্ডালিনী |

    সেই সনাতন ভরসাহীন অশ্রুহীনা
    তুমিই আমার সব সময়ের সঙ্গিনী না ?
    তুমি আমায় সুখ দেবে তা সহজ নয়
    তুমি আমায় দুঃখ দেবে সহজ নয় |

    English Transliteration:

    Hater upore haat rakha khub shohoj noy
    Shara jibon boite para shohoj noy
    E kotha khub shohoj, Kintu ke na jane
    Shohoj kotha thik totota shohoj noy.

    payer vitor matal, amar payer niche
    matal, Ei moder kache shobai rini
    Jholmole ghur dupur bela o shonge thake
    Ha kora oi ganga tirer chondalini.

    Shei shonaton bhoroshahin osruhina
    tumi e amar shob shomoyer shongi na?
    Tumi amay shukh debe ta shohoj noy
    Tumi amay dukkho debe shohoj noy.

    See less
  1. This answer was edited.

    মেঘ (শঙ্খ ঘোষ) ও আমার মেঘলা আকাশ এতো দিন কোথায় ছিলে ! এতো যে রাত্র দিনে ডাকছি সবাই মিলে। চোখে জল ছুটছে নোনা কিছু কি তাই মান না। দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতো দিন কোথায় ছিলে ! ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘলা ঝরাতে সেই পদ্দায় জল , ভরাতে যেই মেঘনা। সেই ধারা কোথায় গেলো তRead more

    মেঘ (শঙ্খ ঘোষ)

    ও আমার মেঘলা আকাশ
    এতো দিন কোথায় ছিলে !
    এতো যে রাত্র দিনে
    ডাকছি সবাই মিলে।
    চোখে জল ছুটছে নোনা
    কিছু কি তাই মান না।
    দিয়ে যাও এক ঘটি জল
    আমাদের শুকনো বিলে
    ও আমার মেঘলা আকাশ
    এতো দিন কোথায় ছিলে !
    ও আমার মেঘলা আকাশ
    তুমি কি সেই মেঘলা
    ঝরাতে সেই পদ্দায় জল ,
    ভরাতে যেই মেঘনা।
    সেই ধারা কোথায় গেলো
    তুমি কি অন্ধ হলে
    আমাদের ত্যাগ করেছো
    আমরা মন্দ হলে ,
    ভালো আর হই কি করে
    দু ফুটা জল না পেলে।
    ও আমার মেঘলা আকাশ
    এতো দিন কোথায় ছিলে

     

    See less
  1. মিথ্যে কথা - শঙ্খ ঘোষ লোকে আমায় ভালোই বলে দিব্যি চলনসই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন-ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক একরকম ভঙ্গি ফোটে এক একরকম নাচে। “ওমা , দেখো নৃত্যনাট্য” -যেই বলেছি আমি মা বকে দেয় , “বড্ড তোমার বRead more

    মিথ্যে কথা – শঙ্খ ঘোষ

    লোকে আমায় ভালোই বলে দিব্যি চলনসই
    দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই।
    ঘাটশিলাতে যাবার পথে ট্রেন-ছুটছে যখন
    মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম।

    হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে
    এক একরকম ভঙ্গি ফোটে এক একরকম নাচে।
    “ওমা , দেখো নৃত্যনাট্য” -যেই বলেছি আমি
    মা বকে দেয় , “বড্ড তোমার বেড়েছে ফাজলামি।”

    চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেসোর
    আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর।
    ক’দিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কী
    ঠিক অবিকল সেইরকমই মূর্তি যেন দেখি ?

    ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে
    “জানিস ? আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে !”
    শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন “শোন ,
    এসব কথা আবার যেন না শুনি কখনো।”

    বলি না তাই সে সব কথা সামলে থাকি খুব
    কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব-
    আকাশপারে আবার ও চোখ গিয়েছে আটকে
    শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।

     

    English transliteration:

    Loke Amay valoi bole dibbi cholonshoi
    Dosher moddhe ektu naki mithye kotha koi
    Ghatshilate jawar pothe train chutche jokhon
    Mayer kache babar kache korchi bokom bokom

    hothath deki mather moddhe cholonto shob gache
    Ek rokom vongi fute ek rokom nache
    O maa, dekho nrityo nattyo- jei bolechio aami
    Ma boke de, “boddo tumare bereche fajlami”.

    Chiriyakhanar naam jano to amar shejmeshor
    Aador kore dekiye diler pashu rajer keshor
    Kodin pore chun koshano dewal jude e ki
    thik obicall shei rokom murti jeno deki?

    Classer moddhe jei bolechi suronjonar kache
    Janish? Amar ghorer moddhe shingho badha aache
    shunte peye didimoni omni bolen “shon,
    Eshob kotha amay jeno na shuni khokhono”.

    Boli na tai she shob kotha shamle thaki khub
    kintu shedin hoyeche ki emni beyakub
    akashpare abar o chok giyeche aatke
    Shorot meghe dekte pelam rabindranathke.

    See less
  1. বাবরের প্রার্থনা – শঙ্খ ঘোষ এই তো জানু পেতে বসেছি, পশ্চিম আজ বসন্তের শূন্য হাত— ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক। . কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন কোথায় কুরে খায় গোপন ক্ষয়! চোখের কোণে এই সমূহ পরাভব বিষায় ফুসফুস ধমনী শিরা! . জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান ; পাথর করেRead more

    বাবরের প্রার্থনা
    – শঙ্খ ঘোষ

    এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
    আজ বসন্তের শূন্য হাত—
    ধ্বংস করে দাও আমাকে যদি চাও
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    .
    কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন
    কোথায় কুরে খায় গোপন ক্ষয়!
    চোখের কোণে এই সমূহ পরাভব
    বিষায় ফুসফুস ধমনী শিরা!
    .
    জাগাও শহরের প্রান্তে প্রান্তরে
    ধূসর শূন্যের আজান গান ;
    পাথর করে দাও আমাকে নিশ্চল
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    .
    না কি এ শরীরের পাপের বীজাণুতে
    কোনোই ত্রাণ নেই ভবিষ্যের?
    আমারই বর্বর জয়ের উল্লাসে
    মৃত্যু ডেকে আনি নিজের ঘরে?
    .
    না কি এ প্রাসাদের আলোর ঝলসানি
    পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়
    এবং শরীরের ভিতরে বাসা গড়ে
    লক্ষ নির্বোধ পতঙ্গের?
    .
    আমারই হাতে এত দিয়েছ সম্ভার
    জীর্ণ করে ওকে কোথায় নেবে?
    ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর
    আমার সন্ততি স্বপ্নে থাক।

    English Transliteration:

    Ei to janu pete boshechi, poshim
    aaj boshonter shonno haat
    Dhongsho kore dao aamake jode chao
    Amar shontoti shopne thak

    Kuthay gelo or shoccho joubon
    Kuthay kure khay gupon khoy
    Choker kune ei shamuho poravoho
    bishay fushfush dhomoni shira

    Jagao shohorer pranthe pranthore
    Dhushar shonner ajan gaan
    Pathor kore dao amake nishol
    Amar shontoti shopne thak

    Na ki e shorirer bijanute
    Kunoi tran nei bhovisher?
    Amar borbor joyer ullashe
    Mrittu deke aani nijer ghore?

    Na ki e prashader aalor jolshani
    pudiye deye shob hridoy had
    Ebong shorirer vitore bhasha gode
    Lokkho nirbod potonger?

    Amaroi hate eto diyecho shombhar
    jirno kore oke kuthay nebe?
    Dhongsho kore dao amake isshar
    Amar shontoti shopne thak

    See less
  1. This answer was edited.

    শঙ্খ ঘষে তাঁর জীবনে রচনা করেছেন অনেক কবিতা। তারমধ্যে কয়েকটি বাছাই করা কবিতা নিচে দেয়া হলো। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে শূন্যের ভিতরে ঢেঊ ছুটি সবিনয় নিবেদন বাবরের প্রার্থনা যমুনাবতী জন্মদিন   মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে - শঙ্খ ঘোষ কলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাব মুখ ঢেকে যায় বRead more

    শঙ্খ ঘষে তাঁর জীবনে রচনা করেছেন অনেক কবিতা। তারমধ্যে কয়েকটি বাছাই করা কবিতা নিচে দেয়া হলো।

    1. মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
    2. শূন্যের ভিতরে ঢেঊ
    3. ছুটি
    4. সবিনয় নিবেদন
    5. বাবরের প্রার্থনা
    6. যমুনাবতী
    7. জন্মদিন

     

    মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
    – শঙ্খ ঘোষ

    কলা হয়ে দাঁড়িয়ে আছি
    তোমার জন্য গলির কোণে
    ভাবি আমার মুখ দেখাব
    মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।

    একটা দুটো সহজ কথা
    বলব ভাবি চোখের আড়ে
    জৌলুশে তা ঝলসে ওঠে
    বিজ্ঞাপনে, রংবাহারে।

    কে কাকে ঠিক কেমন দেখে
    বুঝতে পারা শক্ত খুবই
    হা রে আমার বাড়িয়ে বলা
    হা রে আমার জন্মভূমি!

    বিকিয়ে গেছে চোখের চাওয়া
    তোমার সঙ্গে ওতপ্রোত
    নিওন আলোয় পণ্য হলো
    যা-কিছু আজ ব্যক্তিগত।

    মুখের কথা একলা হয়ে
    রইল পড়ে গলির কোণে
    ক্লান্ত আমার মুখোশ শুধু
    ঝুলতে থাকে বিজ্ঞাপনে।

     

    শূন্যের ভিতরে ঢেঊ
    – শঙ্খ ঘোষ

    বলিনি কখনো?
    আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
    এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে
    সেই এক বলা
    কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো
    কোনো ভাষা নেই
    কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে
    যতদূর মুছে নিতে জানে
    দীর্ঘ চরাচর
    তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই।
    কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ ট্রাম
    সকলেই চেয়েছে আশ্রয়
    সেকথা বলিনি? তবে কী ভাবে তাকাল এতদিন
    জলের কিনারে নিচু জবা?
    শুন্যতাই জানো শুধু? শুন্যের ভিতরে এত ঢেউ আছে
    সেকথা জানো না?

     

    ছুটি

    – শঙ্খ ঘোষ

    হয়তো এসেছিল | কিন্তু আমি দেখিনি |
    এখন কি সে অনেক দূরে চ’লে গেছে?
    যাব | যাব | যাব |

    সব তো ঠিক করাই আছে | এখন কেবল বিদায় নেওয়া,
    সবার দিকে চোখ,
    যাবার বেলায় প্রণাম, প্রণাম!

    কী নাম?
    আমার কোনো নাম তো নেই, নৌকো বাঁধা আছে দুটি,
    দুরে সবাই জাল ফেলেছে সমুদ্রে—

     

    সবিনয় নিবেদন
    – শঙ্খ ঘোষ

    আমি তো আমার শপথ রেখেছি
    অক্ষরে অক্ষরে
    যারা প্রতিবাদী তাদের জীবন
    দিয়েছি নরক করে |
    দাপিয়ে বেড়াবে আমাদের দল
    অন্যে কবে না কথা
    বজ্র কঠিন রাজ্যশাসনে
    সেটাই স্বাভাবিকতা |
    গুলির জন্য সমস্ত রাত
    সমস্ত দিন খোলা
    বজ্র কঠিন রাজ্যে এটাই
    শান্তি শৃঙ্খলা |
    যে মরে মরুক, অথবা জীবন
    কেটে যাক শোক করে—
    আমি আজ জয়ী, সবার জীবন
    দিয়েছি নরক করে |

     

    বাবরের প্রার্থনা
    – শঙ্খ ঘোষ

    এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
    আজ বসন্তের শূন্য হাত—
    ধ্বংস করে দাও আমাকে যদি চাও
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    .
    কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন
    কোথায় কুরে খায় গোপন ক্ষয়!
    চোখের কোণে এই সমূহ পরাভব
    বিষায় ফুসফুস ধমনী শিরা!
    .
    জাগাও শহরের প্রান্তে প্রান্তরে
    ধূসর শূন্যের আজান গান ;
    পাথর করে দাও আমাকে নিশ্চল
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    .
    না কি এ শরীরের পাপের বীজাণুতে
    কোনোই ত্রাণ নেই ভবিষ্যের?
    আমারই বর্বর জয়ের উল্লাসে
    মৃত্যু ডেকে আনি নিজের ঘরে?
    .
    না কি এ প্রাসাদের আলোর ঝলসানি
    পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়
    এবং শরীরের ভিতরে বাসা গড়ে
    লক্ষ নির্বোধ পতঙ্গের?
    .
    আমারই হাতে এত দিয়েছ সম্ভার
    জীর্ণ করে ওকে কোথায় নেবে?
    ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর
    আমার সন্ততি স্বপ্নে থাক।

     

    যমুনাবতী

    – শঙ্খ ঘোষ

    ONE MORE UNFORTUNATE
    WEARY OF BREATH
    RASHLY IMPORTUNATE
    GONE TO HER DEATH. – THOMAS HOOD

    নিভন্ত এই চুল্লীতে মা
    একটু আগুন দে
    আরেকটু কাল বেঁচেই থাকি
    বাঁচার আনন্দে।
    নোটন নোটন পায়রাগুলি
    খাঁচাতে বন্দী
    দু’এক মুঠো ভাত পেলে তা
    ওড়াতে মন দি’।

    হায় তোকে ভাত দিই কী করে যে ভাত দিই হায়
    হায় তোকে ভাত দেব কী দিয়ে যে ভাত দেব হায়

    নিভন্ত এই চুল্লী তবে
    একটু আগুন দে –
    হাড়ের শিরায় শিখার মাতন
    মরার আনন্দে।
    দু’পারে দুই রুই কাৎলার
    মারণী ফন্দী
    বাঁচার আশায় হাত-হাতিয়ার
    মৃত্যুতে মন দি’।

    বর্গী না টর্গী না, যমকে কে সামলায়!
    ধার-চকচকে থাবা দেখছ না হামলায়?
    যাস্ নে ও-হামলায়, যাস্ নে।।

    কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে, জ্বলে না-
    মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না-
    চলল মেয়ে রণে চলল।
    বাজে না ডম্বরু, অস্ত্র ঝন্ ঝন্ করে না, জানল না কেউ তা
    চলল মেয়ে রণে চলল।
    পেশীর দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে
    চলল মেয়ে রণে চলল।

    নেকড়ে-ওজর মৃত্যু এল
    মৃত্যুরই গান গা-
    মায়ের চোখে বাপের চোখে
    দু-তিনটে গঙ্গা।
    দূর্বাতে তার রক্ত লেগে
    সহস্র সঙ্গী
    জাগে ধক্ ধক্, যজ্ঞে ঢালে
    সহস্র মণ ঘি।

    যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে
    যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে
    বিষের টোপর নিয়ে।
    যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে
    দিয়েছে পথ, গিয়ে।

    নিভন্ত এই চুল্লীতে বোন আগুন ফলেছে।

     

    জন্মদিন

    শঙ্খ ঘোষ

    মার জন্মদিনে কী আর দেব এই কথাটুকু ছাড়া
    আবার আমাদের দেখা হবে কখনো
    দেখা হবে তুলসীতলায় দেখা হবে বাঁশের সাঁকোয়
    দেখা হবে সুপুরি বনের কিনারে
    আমরা ঘুরে বেড়াবো শহরের ভাঙা অ্যাসফল্টে অ্যাসফল্টে
    গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে
    কিন্তু আমাদের ঘিরে থাকবে অদৃশ্য কত সুতনুকা হাওয়া
    ওই তুলসী কিংবা সাঁকোর কিংবা সুপুরির
    হাত তুলে নিয়ে বলব, এই তো, এইরকমই, শুধু
    দু-একটা ব্যথা বাকি রয়ে গেল আজও
    যাবার সময় হলে চোখের চাওয়ায় ভিজিয়ে নেবো চোখ
    বুকের ওপর ছুঁয়ে যাবো আঙুলের একটি পালক
    যেন আমাদের সামনে কোথাও কোনো অপঘাত নেই আর
    মৃত্যু নেই দিগন্ত অবধি
    তোমার জন্মদিনে কী আর দেবো শুধু এই কথাটুকু ছাড়া যে
    কাল থেকে রোজই আমার জন্মদিন।

    See less