Bengali Forum Latest Questions

  1. আমার পরিবার: আমাদের পরিবার একটি ছিমছাম পরিবার। আমাদের পরিবারের প্রধান আমার ঠাকুরদা। আমার পরিবারে আমি, আমার ভাই, মা-বাবা,ঠাকুরদা, ও ঠাকুমা সর্বমোট ছয় জন বাস করি। আমার বাবা একজন স্কুল শিক্ষক এবং আমার মা একজন গৃহিণী। আমার বাবা পরিবারের সব দায়িত্ব পালন করেন। তিনি আমাকে খুব আদর করেন। আমার মা বাসার সম্পRead more

    আমার পরিবার: আমাদের পরিবার একটি ছিমছাম পরিবার। আমাদের পরিবারের প্রধান আমার ঠাকুরদা। আমার পরিবারে আমি, আমার ভাই, মা-বাবা,ঠাকুরদা, ও ঠাকুমা সর্বমোট ছয় জন বাস করি।

    আমার বাবা একজন স্কুল শিক্ষক এবং আমার মা একজন গৃহিণী। আমার বাবা পরিবারের সব দায়িত্ব পালন করেন। তিনি আমাকে খুব আদর করেন। আমার মা বাসার সম্পূর্ণ কাজ করেন। মা খুব ভালো রান্না করেন। আমাদেরকে খাওয়ান এবং আমাদের পড়াশোনায় সাহায্য করেন।

    আমি আমার ভাইয়ের সাথে খেলা করি। পরিবারের সবাই আমাকে খুব ভালোবাসে। গরমের ছুটিতে আমরা সবাই বেড়াতে যাই। ঠাকুরমা আমাকে গল্প শোনান। ঠাকুরদা আমাকে ভালো হয়ে চলার উপদেশ দেন। আমি আমার পরিবারকে ভালোবাসি। আমাদের পরিবার একটি সুখী পরিবার।

    See less
  1. English Translation - Mone rekho amar a gan Singer- Suno Nigam & Shreya Ghoshal Remember my song Just remember my song Just remember my song So many hidden words of my heart Still I unable to tell you Still I unable to tell you My song tells Today my song tells Remember my song Just remember myRead more

    English Translation – Mone rekho amar a gan

    Singer- Suno Nigam & Shreya Ghoshal

    Remember my song
    Just remember my song
    Just remember my song
    So many hidden words of my heart
    Still I unable to tell you
    Still I unable to tell you

    My song tells
    Today my song tells
    Remember my song
    Just remember my song
    Just remember my song

    Do you know someone from distant,
    Do you know someone from distant
    Love you with all his heart

    All the whisper of his heart
    The pain of his hidden love
    All the whisper of his heart
    The pain of his hidden love
    My song tells
    Today my song tells
    Just remember my song
    Just remember my song

    If I tell you his name
    Would you love him?
    Would you recognize him?
    If I tell you his name
    Would you love him?
    Would you recognize him?

    My heart crumbles with so many hopes,
    With so many silent emotions
    My heart crumbles with so many hopes,
    With so many silent emotions

    My song tells
    Today my song tells
    Remember my song
    Just remember my song
    Just remember my song

    So many hidden words of my heart
    Still I unable to tell you
    Still I unable to tell you
    My song tells
    today my song tells

    Just remember my song
    Just remember my song
    Just remember my song
    Just remember my song

    See less
  1. This answer was edited.

    আমাদের গ্রাম- বন্দে আলী মিঞা আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর থাকি সেথা সবে মিলে কেহ নাহি পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোটো গ্রামে মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠভরা ধান আর জলভরা দিRead more

    আমাদের গ্রাম- বন্দে আলী মিঞা

    আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর
    থাকি সেথা সবে মিলে কেহ নাহি পর।
    পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
    একসাথে খেলি আর পাঠশালে যাই।
    হিংসা ও মারামারি কভু নাহি করি,
    পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি।

    আমাদের ছোটো গ্রামে মায়ের সমান,
    আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
    মাঠভরা ধান আর জলভরা দিঘি,
    চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
    আমগাছ জামগাছ বাঁশ ঝাড় যেন,
    মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
    সকালে সোনার রবি পূব দিকে ওঠে
    পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে।

     

    About the poem :

    The poem as the title suggests, is about a village. The harmonious and beautiful character of a Bengal village has been portrayed in these lines. Here the villagers lives in harmony, they support each other. And moreover the village is fully blessed with natural delight. it seems that even the plants and trees lives in harmony. To conclude it could be said that Bande Ali miyan the poet tried to portray a beautiful and harmonious image of Bengal village.

    English translation
    There are small small houses at our small village
    We live together, where no one is ‘others’
    All boys here treat each other like brothers
    We play and go to school together.
    We don’t hate we don’t fight
    We obey our parents and teachers

    Our small village is like our mother
    Saves our life by light and air.
    Fields are full of paddy, Lakes are full of water
    get shine with moonlight
    Here even Mango, berry and bamboo
    are lives like relatives
    Every morning the golden sun rises in the east
    Birds sing, air flows and flowers get bloom.

    https://www.youtube.com/watch?v=J468uCt-3vI

    See less
  1. আমাদের গ্রাম ভূমিকা : আমাদের গ্রামের নাম চন্দনপুর । গ্রামখানি নদিয়া জেলার উত্তর পশ্চিম দিকে আবহনী অঞ্চলে অবস্থিত। গ্রামের পাশে ই রয়েছে একটি বড় ঝিল। আমাদের গ্রামটি শষ্য শ্যামলে ভরপুর, গ্রামের চারিদিকে সবুজের মেলা। গ্রামে বিভিন্ন ফল মূলের গাছ, শাক সবজি, সকালের পাখির ডাক, বিকালের গুধূলি গ্রামটিকে করে তRead more

    আমাদের গ্রাম

    ভূমিকা : আমাদের গ্রামের নাম চন্দনপুর । গ্রামখানি নদিয়া জেলার উত্তর পশ্চিম দিকে আবহনী অঞ্চলে অবস্থিত। গ্রামের পাশে ই রয়েছে একটি বড় ঝিল। আমাদের গ্রামটি শষ্য শ্যামলে ভরপুর, গ্রামের চারিদিকে সবুজের মেলা। গ্রামে বিভিন্ন ফল মূলের গাছ, শাক সবজি, সকালের পাখির ডাক, বিকালের গুধূলি গ্রামটিকে করে তোলেছে এক শান্তির দ্বীপ।

    আয়তন ও লোকসংখ্যা : আমাদের গ্রামটি নাদিয়া জেলার সর্ব বৃহৎ গ্রাম। গ্রামটি উত্তর-দক্ষিণে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এবং পূর্ব-পশ্চিমে এক কিলোমিটার প্রস্থ। গ্রামে লোকসংখ্যা প্রায় পাঁচ হাজার দুই শত। আমদের গ্রামটি মিলনের অনন্য নাজির এখানে বিভিন্ন ধর্মের লোকই মিলেমিশে শান্তিতে বসবাস করে।

    ভূ-প্রকৃতি : আমাদের গ্রামটি গ্রাম বাংলার এক সুন্দর্যের প্রতীক । গ্রামের সম্পূর্ণ জমিই সমতল। মাঝেমধ্যে বসতবাড়ি ও তার চারপাশে বিভিন্ন ফলজ গাছপালা, ছোট-বড় বাঁশঝাড় গ্রামটিকে ঘিরে রেখেছে। গ্রামে পাশে থাকে ঝিল বেশিরভাগ গ্রামের মানুষের জীবনের মূল উৎস। এদের জীবনযাপন ঝিল থেকে পাওয়া মৎস্যের উপর নির্ভরশীল।

    যাতায়াত ব্যবস্থা : যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে আমাদের গ্রাম অনেক উন্নত।পঞ্চায়েত রাস্তার মাধ্যমে গ্রামটি পাশের জাতীয় সড়কের সাথে যুক্ত। গ্রামের প্রধান সড়কগুলি পাকা এবং প্রশস্ত । তাই জেলার মহকুমার সঙ্গে যোগাযোগ ব্যবস্তা খুব ই সুন্দর । মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে। তা ছাড়া সরকারের প্রচেষ্টায় যোগাযোগ ব্যবস্তা সহজ করার জন্য গ্রামের পাশ থেকে সরকারী বাস চালু করা হয়েছে।

    উৎপন্ন দ্রব্য : মূলতঃ আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ মৎস বিক্রি করে জীবিকা উপার্জন করে। তাছাড়া উৎপন্ন দ্রব্যের মধ্যে ধান, পাট, গম, ডাল, সরিষা, আখ ও পাট ইত্যাদি প্রধান। জমি উর্বর হওয়ার দরুন বিশেষ কোনো আধুনিক টেকনোলজি না থাকা সত্ত্বেও কৃষকেরা ভালো ফসল পেয়ে থাকে।গ্রামের কৃষকরা খুবই পরিশ্রমী বলে জমি কখনোই পতিত ফেলে রাখে না। বছর জুড়ে নানা সময়ে নানা ফসল ফলানো হয় ।

    বিভিন্ন প্রতিষ্ঠান : আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ,একটি দাতব্য চিকিৎসালয়, একটি পোস্ট অফিস, একটি ডাকঘর রয়েছে । তাছাড়া সপ্তাহে দুই দিন হাট বাজার বসে । গ্রামবাসীরা এই বাজারে তাদের পণ্য ক্রয় বিক্রয় করে।

    গ্রামের আবহাওয়া : আমাদের গ্রামের আবহাওয়া খুব মলিন ও সুন্দর। বিন্দুমাত্র কোনো শব্দদূষণ নেই। তাছাড়া গ্রামের মানুষ নিরীহ ও প্রকৃতি প্রিয়।গরম ঠান্ডা উভয় ঋতুতে গ্রাম ভিন্ন ভিন্ন রূপে পরিণত হয়।

    উপসংহার : আমাদের গ্রাম আমাদের জেলার মধ্যে একটি আদর্শ গ্রাম।আমাদের গ্রাম দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ার ফলে সবাই পড়াশুনার দিকে অগ্রসর হচ্ছে এবং অনেক ছেলে মেয়েরা বাহিরে গিয়ে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের গ্রামের প্রতি গর্ব অনুভব করি এবং ভালোবাসি।

    See less
  1. This answer was edited.

    ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কী যাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে। (২) . বসে ভাবি নিরালায়, আগে তো জানি নাই বন্দের পিরিতের জ্বালা, হায়রে ইটের ভাটায় দিয়া কয়লা আগুন লাগাইছে, হায়রে ইটের ভাটায় দিয়া কয়লা আগুন জ্বালাইছে. দেওয়ানা বানাইছে, কী যাদু করRead more

    ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে,
    বন্দে মায়া লাগাইছে,
    পিরিতি শিখাইছে,
    দেওয়ানা বানাইছে,
    কী যাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে। (২)
    .
    বসে ভাবি নিরালায়,
    আগে তো জানি নাই বন্দের পিরিতের জ্বালা,
    হায়রে ইটের ভাটায় দিয়া কয়লা
    আগুন লাগাইছে,
    হায়রে ইটের ভাটায় দিয়া কয়লা
    আগুন জ্বালাইছে.
    দেওয়ানা বানাইছে,
    কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। (২)
    .
    বাউল আব্দুল করিম গায়,
    ভূলিতে পারি না আমার মনে যারে চায়,
    হয়রে কূলনাশা পিরীতের নেশায়
    কূলমান গেছে,
    হায়রে কূলনাশা পিরীতের নেশায়
    কূলমান গেছে,
    দেওয়ানা বানাইছে,
    কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে,
    কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। (২)
    .
    ও বন্দে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে,
    আমায় মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে,
    দেওয়ানা বানাইছে,
    কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।

    See less
  1. কাজলা দিদি  (যতীন্দ্রমোহন বাগচী) বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো, আমার শোলক-বলা কাজলা দিদি কই? পুকুর ধারে, নেবুর গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই; মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই ? (Bash baganer mathar upor chad uteche oi Mago, amar shulok-bola kajla didi koi? Pukur dhare, Nebur gondhe ghRead more

    কাজলা দিদি  (যতীন্দ্রমোহন বাগচী)

    বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই
    মাগো, আমার শোলক-বলা কাজলা দিদি কই?
    পুকুর ধারে, নেবুর গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই;
    মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই ?

    (Bash baganer mathar upor chad uteche oi
    Mago, amar shulok-bola kajla didi koi?
    Pukur dhare, Nebur gondhe ghum aashe na, ekla jege roi
    Mago, amar shulok-bola kajla didi koi?)

    সেদিন হতে দিদিকে আর কেনই-বা না ডাকো,
    দিদির কথায় আচঁল দিয়ে মুখটি কেন ঢাকো ?

    (shedin hote didike aar kenoi ba dake
    Didir kothay aachol diye mukhti keno dhake?)

    খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন
    ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো,
    আমি ডাকি, – তুমি কেন চূপটি করে থাকো ?
    বল মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে ?
    কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে !
    দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে –
    তুমি তখন একলা ঘরে কেমন করে রবে ?
    আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে !

    (Khabar khete aashi jokhon didi bole daki, tokhon
    O ghor theke keno ma didi aar aashe nako
    Ami daki tumi keno chupti kore thako
    Bolo ma didi kuthay gese aashbe abar kobe?
    Kal je amar natun ghore putul biye hobe
    Didir moto faki diye ami jodi lukoi giye
    Tumi tokhon ekla ghore kemon ko0re robe?
    Amio nai didi o nai kemon moja hobe!)

    ভুঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল,
    মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল;
    ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে,
    দিস না তারে উড়িয়ে মা গো , ছিঁড়তে গিয়ে ফল;
    দিদি এসে শুনবে যখন, বলবে কী মা বল!

    (bhuichapate bhore gese shuili gacher tol,
    madash ne maa pukur theke aanbe jokhon jol
    Dalim gacher daler fake bulbuliti lukhiye thake,
    Dish na tare uriye mago, chirte giye fol;
    Didi eshe shunbe jokhon, bolbe ki ma bol!)

    বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই
    এমন সময়, মাগো, আমার কাজলা দিদি কই ?
    বেড়ার ধারে, পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোঁপে-ঝাড়ে;
    নেবুর গন্ধে ঘুম আসে না -তাইতো জেগে রই;
    রাত হলো যে, মাগো, আমার কাজলা দিদি কই ?

    (Bash baganer mathar upor chad uteche oi
    Emon shomoy mago, amar kajla didi koi?
    bedar dare, pukhur pare jhi jhi dake jhope-jhade
    Nebur gondhe ghum aashe na, taito jege roi
    Raat holo je, mago, amar kajla didi koi?)

    English Translation :

    The moon has risen above the Bamboo garden
    Mother, Where is my kajla sister who read poetry to me
    lemon smells from the side of pond, make me insomaniac
    Mother, Where is my Kajla sister?

    See less
  1. আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম ভুমিকা : আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম দেশে-বিদেশে বিদ্রোহী কবি, বুলবুল কবি বলে পরিচিত। তাঁর কাব্যে পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ এবং মানব মর্যাদা ও সৌন্দর্যচেতনা সমন্বিত হয়েছে। জন্ম : কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫শে মে (১১ই জ্যৈষ্ঠRead more

    আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম

    ভুমিকা : আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম দেশে-বিদেশে বিদ্রোহী কবি, বুলবুল কবি বলে পরিচিত। তাঁর কাব্যে পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ এবং মানব মর্যাদা ও সৌন্দর্যচেতনা সমন্বিত হয়েছে।

    জন্ম : কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫শে মে (১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসােল মহকুমার চুরুলিয়া গ্রামের কাজী পরিবারের জন্মগ্রহণ করেন।

    কেন তিনি আমার প্রিয় : নজরুল ইসলামের ‘অগ্নিবীণা আমাকে মুগ্ধ ও আকর্ষণ করে। “বল বীর চির উন্নত মম শির’ একথা বলেই তাঁর ‘বিদ্রোহী’ নামক প্রসিদ্ধ কবিতা আরম্ভ। এ কথা কয়টি উচ্চারণ করার সাথে সাথে পাঠক ও শ্রোতা মাত্র যেন অন্য জগতে নীত হয়। আবার দুনিয়ায় অবিচার ও জুলুমবাজির প্রবাহ চলছে। মানুষের পরাধীনতা ও গােলামীর জিঞ্জির আজও ছিন্ন হয়নি। সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মক্ষেত্রের অবিচার-অনাচার আজ আকাশপর্শী হয়ে উঠেছে। মূর্তিমান অন্যায় ও অকল্যাণ জগদ্দল পাষাণের মত মানুষের বুকে চেপে আছে। মজলুম মানুষের কান্নার জলে আজ আকাশ-বাতাস আবিল হয়ে ওঠেছে। তার বিরুদ্ধে মানুষ বিদ্রোহ না করে থাকতে পারে না। যতদিন পৃথিবীর বুক হতে পাপ-তাপ দূর না হবে, ততদিন কোন সমাজ-সচেতন মানুষ শান্ত হতে পারে না। তাই কবির সাথে কণ্ঠ মিলিয়ে আমাকেও বলতে ইচ্ছা হয়
    “যবে উৎপীড়িতের ক্রন্দন-রােল আকাশে-বাতাসে ধ্বনিবে না,
    অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না-
    বিদ্রোহী রণ ক্লান্ত।
    আমি সেই দিন হবো শান্ত।”

    নজরুল ইসলামের বিদ্রোহের সুর তার প্রথম দিকের কাব্য রচনার প্রায় সবগুলােতেই অল্প-বিস্তর রয়েছে। তাঁর ‘অগ্নিবীণা, ‘ভাঙ্গার গান’ প্রভৃতি গ্রন্থে এর পরিচয় পাই। আগুনের মত উজ্জ্বল ও প্রােজ্জ্বল এসব বইয়ের কবিতাগুলােতে ভাবের সাথে। ভাষার সংগতি ও মিল অনবদ্য। মানুষের কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় আশা-আকাঙ্ক্ষার কথাকে কাব্য ও গানে রূপ দান করেছেন। তাঁর রচিত দেশাত্মবােধক গান আজ ভারত উপমহাদেশের মানুষের মুখে মুখে, সভায় সভায় , আসরে আসরে গীত হয়।

    ইসলামী ভাবধারা : নজরুল ইসলামের আর একটি বড় দান হল এই যে, তিনি ইসলামী ভাবধারাকে তাঁর কাব্য প্রথম সুন্দরভাবে রূপ দান করেছেন। তাঁর ‘জিঞ্জির’-এর বিভিন্ন কবিতায় এর অনবদ্য পরিচয় মিলে। তাঁর রচিত গজলেও ইসলামী ভাবধারার সুষ্ঠু প্রয়ােগ দেখতে পাই। এসব কারণেই নজরুল ইসলাম বাংলা ভাষার পাঠকদের মন জয় করেছেন। আর এজন্যই তাঁর কবিতা আমার খুব ভাল লাগে।

    মৃত্যু : ইংরেজি ১৯৪৫ সালের দিকে কবি কঠিন ব্যাধিতে আক্রান্ত হন। ১৯৭২ সালে কবিকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আনা হয় এবং নাগিরিকত্ব দেয়া হয়। ২৯শে আগস্ট ১৯৭৬ সালে (১২ই ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ) তিনি ঢাকায় শেষ নিস্বাশ ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তাকে সমাহিত করা হয়।

    উপসংহার : কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় শক্তি সাহস এবং চরিত্রের বাস্তব প্রতিমর্তি। আমাদের জাতীয় সমৃদ্ধিতে তার বহু অবদান রয়েছে। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তাঁর নামে ঢাকায় নজরুল ইনস্টিটিউট স্থাপন হয়েছে। আমাদের উচিত তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা।

    See less