1. আমার নাম ভারতবর্ষ -অমিতাভ দাশগুপ্ত স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র— তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা-বাগিচায় কফি খেতে, কয়লা-খাদানে, পাহাড়ে-অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা— তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেট-এ খুনীর চেয়েও রুকRead more

    আমার নাম ভারতবর্ষ -অমিতাভ দাশগুপ্ত

    স্টেন গানের বুলেটে বুলেটে
    আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র—
    তার নাম ভারতবর্ষ।

    আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে
    চা-বাগিচায় কফি খেতে,
    কয়লা-খাদানে, পাহাড়ে-অরণ্যে
    লেখা হয়েছে যে ভালোবাসা—
    তার নাম ভারতবর্ষ।

    আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেট-এ
    খুনীর চেয়েও রুক্ষ কঠোর মাটিতে
    বোনা হয়েছে যে-অন্তহীন ধান ও গানের স্বপ্ন—
    তার নাম ভারতবর্ষ।

    আমার ঠাণ্ডা মুখের ওপর
    এখন গাঢ় হয়ে জমে আছে
    ভাক্ রা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া।
    ডিগবয়ের বুক থেকে
    মায়ের দুধের মত উঠে আসা তোলো ভেসে যাচ্ছে
    আমার সারা শরীর।

    কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে
    আমাকে বুকে ক’রে তুলে নিতে এসেছে
    আমেদাবাদের সুতোকলের জঙ্গী মজুর।
    আমার মৃতদেহের পাহারাদার আজ
    প্রতিটি হাল বহনকারী বলরাম।
    প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর
    শোক নয় ক্রোধের আগুনে
    দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা।

    ভরাট গর্ভের মত
    আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ।
    বৃষ্টি আসবে।
    ঘাতকের স্টেনগান আর আমার মাঝবরাবর
    ঝরে যাবে বরফ-গলা গঙ্গোত্রী।
    আর একটু পরেই প্রতিটি মরা খাল-বিল-পুকুর
    কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মত।
    প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুদ চুম্বনে।

    ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায়
    সাঁওতালী মাদলে আর ভাঙরার আলোড়নে
    জেগে উঠবে তুমুল উৎসবের রাত।
    সেই রাতে
    সেই তারায় ফেটে পরা মেহফিলের রাতে
    তোমরা ভুলে যেও না আমাকে
    যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কল্ জে,
    ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম
    মাইল-মাইল অভিমান আর ভালোবাসার নাম
    .             স্বদেশ
    .                স্বাধীনতা
    .                   ভারতবর্ষ॥

     

    English Transliteration:

    Sten guner bullete bullete
    Amar jhajhra buker upor fute uthche je manchitro
    tar naam bharatbarsha

    Amar proto ti rokter futa diye
    Cha bagichar coffe khete,
    Koyla khadane pahare oronne
    Lekha hoyeche bhalobhasha
    tar naam bharatbarsha

    Amar osrur jolseche aar harer fosfet e
    Khunir cheye o rukkho kothur matite
    Bona hoyeche je-ontoheen dhan o ganeer shopno
    tar naam bharatbarsha

    Amar thanda mukher upor
    Ekhon garo hoye jome aache
    Bhak ra nangaler pathure badher gombir chaya
    Digboi er bukh theke
    mayer dudher moto uthe aasha tolo bheshe jacche
    amar shara shorir

    Kpal theke dangar rokto muche fele
    amake buke kore tule nite esheche
    Ahmedabader sutokoler jongi majur
    Amar mritodeher paharadar aaj
    Protiti haal bohonkari boloram
    protiti dorshita aadhibashi jubotir
    shok noy krudher aagune
    Dhau dhau jole jacche amar shesh shojjya

    Vorat gorter moto
    Akashe akashe kep utche megh
    bristi aashbe.
    Ghatoker sten gun ar amar majhborabar
    jhore jabe borof gola gongetri
    Ar ektu porei protiti mora khal-bill-pukhur
    kanay kanay bhore uthbe amar mayer chokher moto
    Proti ti pathor deke jabe udbider shabuj chumbone

    orishir chonde bharatnatyamer mudray
    Shaotali madole aar bhangbar aaloron
    Jege uthbe tumul utshober raat
    Shei raat e
    Shei taray fete pora mehfil er raat e
    Tumara bhule jeyo na amake
    jar chera haat,Fasha jothor, upre ana kolje
    Futa futa osru, rokto, gham
    Mile mile obhiman ar valobhashar naam

    shadesh
    shadinota
    bharatbarsha

    See less
  2. ভারতবর্ষ - দেবেশ ঠাকুর ভারতবর্ষ মানে কোন আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয়বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয়সিংহের সিংহল জয়ের ফ্যাসিষ্ট গৌরবগাথা নয় ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্নাসাহেবেরRead more

    ভারতবর্ষ – দেবেশ ঠাকুর

    ভারতবর্ষ মানে কোন
    আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয়
    ভারতবর্ষ মানে শুধু
    হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয়বার্তা নয়
    ভারতবর্ষ মানে
    বিজয়সিংহের সিংহল জয়ের ফ্যাসিষ্ট গৌরবগাথা নয়
    ভারতবর্ষ মানে শুধু
    মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়
    ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি
    কিংবা জিন্নাসাহেবের অলিখিত শ্বেতপত্র নয়

    ভারতবর্ষ মানে এক ভালবাসা
    আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির
    আমাদের প্রাইমারি স্কুলে
    কলু খাঁ সাহেব
    সাদা দাড়ি মাথায় ফেজ
    ড্রিল করাতেন আমাদের – ডান বাঁ – ডান বাঁ-
    সস্নেহে সতর্ক করতেন, বাপা সকল
    পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেল
    কলু খাঁ সাহেবের গোরের মাটিতে
    আজ ফেরেস্তার হাসি
    ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে

    বদ্রু মিঞার হাতের কর্ণিকে
    শিবমন্দিরের গায়ে কত ফুল কাটা
    আর তার জোগাড়ে হয়ে
    মশলা মাখছে ঈশান বাউরি
    নিয়ামত সেখ আর গোকুল মাহাতো
    এক পাটাতনে ধান ঝাড়ে
    সোনালি গোবিন্দভোগে
    খামারে ঠিকরে পরে সোনালি আলো

    পদন মাঝি দাঁড় টানতো যুবতী গঙ্গায়
    বৈঠা ধরত হোসেনুর মাঝি
    -সামলে চলো মাঝি,ছামুতে কাঁচা খাকির গাঙ
    চো্রাবালির চর আর
    ঘূর্ণিজলার ঘাট
    আমার ভারতবর্ষে কোন গেরুয়া রাজনীতিবিদ কিংবা
    ইমামের নির্দেশিকা নেই
    এখানে কোন সংহিতা – হাদিশ ছাড়াই
    কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ইদগা-র উপর
    আর রমজানী চাঁদ তুলসিমঞ্চের গায়ে
    পূর্ণ আলো দেয়

    আমার ভারতবর্ষ মানে
    রবি ঠাকুরের মধ্যে নজরুল
    রবিশঙ্কর আর আলি আকবের যুগলবন্দি
    গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি
    আমার ভারতবর্ষ মানে
    লালন ফকিরের গান
    আমার ভারতবর্ষে আমি শুনেছি
    মহম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট
    দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড়
    খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি
    নঈমউদ্দিনের তদারকি চিৎকার-
    ‘বিজয়ন- আকিল- কুলজিৎ – বাইচুং-
    মাঠটাকে আরও বড়ো কর’ –

    মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে
    মাঠটাকে আরও বড়ো করা দরকার

    অনেক অনেক বড়ো…

    English Transliteration:

    Bharatbarsha mane kuno
    Art paper e aaka jolronger manchitro noy
    Bharatbarsha mane shudhu
    harshabordhon kingba babarer bijoybarta noy
    Bharatbarsha mane
    Bijoy shingher shinghol joyer fascist gaurav gatha noy
    Bharatbarsha mane shudhu
    Meenakhhimpur kingba jama masjid noy
    Bharatbarsha mane Nehrujir bongshanubritti
    Kingba Jinnah Shaheber olikhito Shetpatra noy

    Bharatbarsha mane ek Bhalobhasha
    Amar Tumar shobder songeeter jiboner akasher matir
    Amader primary school e
    Kul Kha Shaheb
    Shada dari mathay fej
    Drill koraten amader_Dan ba_Dan ba
    Shosnehe shotorko korten, bapa shokol
    Pa ar haat miliye fel
    Kul kha Shaheber gorer matite
    Aaj ferestar hashi
    Bharatbarsha cherag hoye jolche

     

     

    See less
  3. Movie          : Hemlock Society Song Title   : Ekhon Onek Raat Singer          : Anupam Roy Lyrics By     : Anupam Roy   Ekhon onek raat tomar kadhe amar nishash ami benche achi tomar bhalobasay Chuye dile haath amar briddho buke tomar matha chepe dhore toolchi kemon neshay (x2) (This is too lRead more

    Movie          : Hemlock Society
    Song Title   : Ekhon Onek Raat
    Singer          : Anupam Roy
    Lyrics By     : Anupam Roy

     

    Ekhon onek raat
    tomar kadhe amar nishash
    ami benche achi tomar bhalobasay
    Chuye dile haath
    amar briddho buke tomar matha
    chepe dhore toolchi kemon neshay (x2)

    (This is too late night
    I am breathing on your shoulder
    I am surviving on your love
    You touched my arms
    Your head is on my old chest
    I am Trembling while cuddling with such passion (x2))

    Keno je osongkoche ondho ganer koli
    Pakhar blade er tole soja suji kotha boli

    (Why there is some dark melody in such closeness
    Lets talk with honesty under the electric fan)

    Ami bhabte pari ni
    Tumi buker vitor faatcho amar
    Shorir jure tomar premer biij
    Ami thamte parini
    Tomar gaale norom dukkho
    Amay duhaat diye muchte dio please

    (I failed to figure out
    You are just making storm in my heart
    The presence of you love throughout my whole body
    I failed to stop.
    The soft pain on your cheek,
    Let me remove it with my hand please.)

    Tomar ganer sur
    Amar poket bhora sotti mitthe
    rekhe dilam tomar bag-er nile
    Jani torke bohudur
    Tao amay tumi akde dhoro
    amar vetor baarcho tile tile

    (The melody of your music
    My pocketful truths and falses
    I just put it in front of you
    Though it’s far debatable
    But please hold me
    You are just growing inside me moments after moments )

    Keno je osongkoche ondho ganer koli
    Pakhar bleder tale soja suji kotha boli

    (Why there is some dark melody in such closeness
    Lets talk with honesty under the electric fan)

    Ami bhabte pari ni
    Tumi buker vitor faatcho amar
    Shorir jure tomar premer biij
    Ami thamte parini
    Tomar gaale norom dukkho
    Amay duhaat diye muchte dio please

    (I failed to figure out
    You are just making storm in my heart
    The presence of you love throughout my whole body
    I failed to stop.
    The soft pain on your cheek,
    Let me remove it with my hand please.)

    Ekhon onek raat
    tomar kadhe amar nishash
    ami benche achi tomar bhalobasay
    Chuye dile haath
    amar briddho buke tomar matha
    chepe dhore toolchi kemon neshay

    (This is too late night
    I am breathing on your shoulder
    I am surviving on your love
    You touched my arms
    Your head is on my old chest
    I am Trembling while cuddling with such passion)

     

     

    Meaning of this Song : Here both the lover in a state of some vagueness trying to understand what is wrong with their relationship. They are so close to each other but still felling a kind of gap. And the lover is confessing his love his beloved and convincing her to hold hid hand because he loves her from his heart and this is getting intense moment after moment.

    See less
  4. This answer was edited.

    মেঘ (শঙ্খ ঘোষ) ও আমার মেঘলা আকাশ এতো দিন কোথায় ছিলে ! এতো যে রাত্র দিনে ডাকছি সবাই মিলে। চোখে জল ছুটছে নোনা কিছু কি তাই মান না। দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতো দিন কোথায় ছিলে ! ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘলা ঝরাতে সেই পদ্দায় জল , ভরাতে যেই মেঘনা। সেই ধারা কোথায় গেলো তRead more

    মেঘ (শঙ্খ ঘোষ)

    ও আমার মেঘলা আকাশ
    এতো দিন কোথায় ছিলে !
    এতো যে রাত্র দিনে
    ডাকছি সবাই মিলে।
    চোখে জল ছুটছে নোনা
    কিছু কি তাই মান না।
    দিয়ে যাও এক ঘটি জল
    আমাদের শুকনো বিলে
    ও আমার মেঘলা আকাশ
    এতো দিন কোথায় ছিলে !
    ও আমার মেঘলা আকাশ
    তুমি কি সেই মেঘলা
    ঝরাতে সেই পদ্দায় জল ,
    ভরাতে যেই মেঘনা।
    সেই ধারা কোথায় গেলো
    তুমি কি অন্ধ হলে
    আমাদের ত্যাগ করেছো
    আমরা মন্দ হলে ,
    ভালো আর হই কি করে
    দু ফুটা জল না পেলে।
    ও আমার মেঘলা আকাশ
    এতো দিন কোথায় ছিলে

     

    See less
  5. মিথ্যে কথা - শঙ্খ ঘোষ লোকে আমায় ভালোই বলে দিব্যি চলনসই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন-ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক একরকম ভঙ্গি ফোটে এক একরকম নাচে। “ওমা , দেখো নৃত্যনাট্য” -যেই বলেছি আমি মা বকে দেয় , “বড্ড তোমার বRead more

    মিথ্যে কথা – শঙ্খ ঘোষ

    লোকে আমায় ভালোই বলে দিব্যি চলনসই
    দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই।
    ঘাটশিলাতে যাবার পথে ট্রেন-ছুটছে যখন
    মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম।

    হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে
    এক একরকম ভঙ্গি ফোটে এক একরকম নাচে।
    “ওমা , দেখো নৃত্যনাট্য” -যেই বলেছি আমি
    মা বকে দেয় , “বড্ড তোমার বেড়েছে ফাজলামি।”

    চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেসোর
    আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর।
    ক’দিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কী
    ঠিক অবিকল সেইরকমই মূর্তি যেন দেখি ?

    ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে
    “জানিস ? আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে !”
    শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন “শোন ,
    এসব কথা আবার যেন না শুনি কখনো।”

    বলি না তাই সে সব কথা সামলে থাকি খুব
    কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব-
    আকাশপারে আবার ও চোখ গিয়েছে আটকে
    শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।

     

    English transliteration:

    Loke Amay valoi bole dibbi cholonshoi
    Dosher moddhe ektu naki mithye kotha koi
    Ghatshilate jawar pothe train chutche jokhon
    Mayer kache babar kache korchi bokom bokom

    hothath deki mather moddhe cholonto shob gache
    Ek rokom vongi fute ek rokom nache
    O maa, dekho nrityo nattyo- jei bolechio aami
    Ma boke de, “boddo tumare bereche fajlami”.

    Chiriyakhanar naam jano to amar shejmeshor
    Aador kore dekiye diler pashu rajer keshor
    Kodin pore chun koshano dewal jude e ki
    thik obicall shei rokom murti jeno deki?

    Classer moddhe jei bolechi suronjonar kache
    Janish? Amar ghorer moddhe shingho badha aache
    shunte peye didimoni omni bolen “shon,
    Eshob kotha amay jeno na shuni khokhono”.

    Boli na tai she shob kotha shamle thaki khub
    kintu shedin hoyeche ki emni beyakub
    akashpare abar o chok giyeche aatke
    Shorot meghe dekte pelam rabindranathke.

    See less
  6. বাবরের প্রার্থনা – শঙ্খ ঘোষ এই তো জানু পেতে বসেছি, পশ্চিম আজ বসন্তের শূন্য হাত— ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক। . কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন কোথায় কুরে খায় গোপন ক্ষয়! চোখের কোণে এই সমূহ পরাভব বিষায় ফুসফুস ধমনী শিরা! . জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান ; পাথর করেRead more

    বাবরের প্রার্থনা
    – শঙ্খ ঘোষ

    এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
    আজ বসন্তের শূন্য হাত—
    ধ্বংস করে দাও আমাকে যদি চাও
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    .
    কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন
    কোথায় কুরে খায় গোপন ক্ষয়!
    চোখের কোণে এই সমূহ পরাভব
    বিষায় ফুসফুস ধমনী শিরা!
    .
    জাগাও শহরের প্রান্তে প্রান্তরে
    ধূসর শূন্যের আজান গান ;
    পাথর করে দাও আমাকে নিশ্চল
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    .
    না কি এ শরীরের পাপের বীজাণুতে
    কোনোই ত্রাণ নেই ভবিষ্যের?
    আমারই বর্বর জয়ের উল্লাসে
    মৃত্যু ডেকে আনি নিজের ঘরে?
    .
    না কি এ প্রাসাদের আলোর ঝলসানি
    পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়
    এবং শরীরের ভিতরে বাসা গড়ে
    লক্ষ নির্বোধ পতঙ্গের?
    .
    আমারই হাতে এত দিয়েছ সম্ভার
    জীর্ণ করে ওকে কোথায় নেবে?
    ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর
    আমার সন্ততি স্বপ্নে থাক।

    English Transliteration:

    Ei to janu pete boshechi, poshim
    aaj boshonter shonno haat
    Dhongsho kore dao aamake jode chao
    Amar shontoti shopne thak

    Kuthay gelo or shoccho joubon
    Kuthay kure khay gupon khoy
    Choker kune ei shamuho poravoho
    bishay fushfush dhomoni shira

    Jagao shohorer pranthe pranthore
    Dhushar shonner ajan gaan
    Pathor kore dao amake nishol
    Amar shontoti shopne thak

    Na ki e shorirer bijanute
    Kunoi tran nei bhovisher?
    Amar borbor joyer ullashe
    Mrittu deke aani nijer ghore?

    Na ki e prashader aalor jolshani
    pudiye deye shob hridoy had
    Ebong shorirer vitore bhasha gode
    Lokkho nirbod potonger?

    Amaroi hate eto diyecho shombhar
    jirno kore oke kuthay nebe?
    Dhongsho kore dao amake isshar
    Amar shontoti shopne thak

    See less
  7. This answer was edited.

    শঙ্খ ঘষে তাঁর জীবনে রচনা করেছেন অনেক কবিতা। তারমধ্যে কয়েকটি বাছাই করা কবিতা নিচে দেয়া হলো। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে শূন্যের ভিতরে ঢেঊ ছুটি সবিনয় নিবেদন বাবরের প্রার্থনা যমুনাবতী জন্মদিন   মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে - শঙ্খ ঘোষ কলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাব মুখ ঢেকে যায় বRead more

    শঙ্খ ঘষে তাঁর জীবনে রচনা করেছেন অনেক কবিতা। তারমধ্যে কয়েকটি বাছাই করা কবিতা নিচে দেয়া হলো।

    1. মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
    2. শূন্যের ভিতরে ঢেঊ
    3. ছুটি
    4. সবিনয় নিবেদন
    5. বাবরের প্রার্থনা
    6. যমুনাবতী
    7. জন্মদিন

     

    মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
    – শঙ্খ ঘোষ

    কলা হয়ে দাঁড়িয়ে আছি
    তোমার জন্য গলির কোণে
    ভাবি আমার মুখ দেখাব
    মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।

    একটা দুটো সহজ কথা
    বলব ভাবি চোখের আড়ে
    জৌলুশে তা ঝলসে ওঠে
    বিজ্ঞাপনে, রংবাহারে।

    কে কাকে ঠিক কেমন দেখে
    বুঝতে পারা শক্ত খুবই
    হা রে আমার বাড়িয়ে বলা
    হা রে আমার জন্মভূমি!

    বিকিয়ে গেছে চোখের চাওয়া
    তোমার সঙ্গে ওতপ্রোত
    নিওন আলোয় পণ্য হলো
    যা-কিছু আজ ব্যক্তিগত।

    মুখের কথা একলা হয়ে
    রইল পড়ে গলির কোণে
    ক্লান্ত আমার মুখোশ শুধু
    ঝুলতে থাকে বিজ্ঞাপনে।

     

    শূন্যের ভিতরে ঢেঊ
    – শঙ্খ ঘোষ

    বলিনি কখনো?
    আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
    এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে
    সেই এক বলা
    কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো
    কোনো ভাষা নেই
    কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে
    যতদূর মুছে নিতে জানে
    দীর্ঘ চরাচর
    তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই।
    কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ ট্রাম
    সকলেই চেয়েছে আশ্রয়
    সেকথা বলিনি? তবে কী ভাবে তাকাল এতদিন
    জলের কিনারে নিচু জবা?
    শুন্যতাই জানো শুধু? শুন্যের ভিতরে এত ঢেউ আছে
    সেকথা জানো না?

     

    ছুটি

    – শঙ্খ ঘোষ

    হয়তো এসেছিল | কিন্তু আমি দেখিনি |
    এখন কি সে অনেক দূরে চ’লে গেছে?
    যাব | যাব | যাব |

    সব তো ঠিক করাই আছে | এখন কেবল বিদায় নেওয়া,
    সবার দিকে চোখ,
    যাবার বেলায় প্রণাম, প্রণাম!

    কী নাম?
    আমার কোনো নাম তো নেই, নৌকো বাঁধা আছে দুটি,
    দুরে সবাই জাল ফেলেছে সমুদ্রে—

     

    সবিনয় নিবেদন
    – শঙ্খ ঘোষ

    আমি তো আমার শপথ রেখেছি
    অক্ষরে অক্ষরে
    যারা প্রতিবাদী তাদের জীবন
    দিয়েছি নরক করে |
    দাপিয়ে বেড়াবে আমাদের দল
    অন্যে কবে না কথা
    বজ্র কঠিন রাজ্যশাসনে
    সেটাই স্বাভাবিকতা |
    গুলির জন্য সমস্ত রাত
    সমস্ত দিন খোলা
    বজ্র কঠিন রাজ্যে এটাই
    শান্তি শৃঙ্খলা |
    যে মরে মরুক, অথবা জীবন
    কেটে যাক শোক করে—
    আমি আজ জয়ী, সবার জীবন
    দিয়েছি নরক করে |

     

    বাবরের প্রার্থনা
    – শঙ্খ ঘোষ

    এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
    আজ বসন্তের শূন্য হাত—
    ধ্বংস করে দাও আমাকে যদি চাও
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    .
    কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন
    কোথায় কুরে খায় গোপন ক্ষয়!
    চোখের কোণে এই সমূহ পরাভব
    বিষায় ফুসফুস ধমনী শিরা!
    .
    জাগাও শহরের প্রান্তে প্রান্তরে
    ধূসর শূন্যের আজান গান ;
    পাথর করে দাও আমাকে নিশ্চল
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    .
    না কি এ শরীরের পাপের বীজাণুতে
    কোনোই ত্রাণ নেই ভবিষ্যের?
    আমারই বর্বর জয়ের উল্লাসে
    মৃত্যু ডেকে আনি নিজের ঘরে?
    .
    না কি এ প্রাসাদের আলোর ঝলসানি
    পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়
    এবং শরীরের ভিতরে বাসা গড়ে
    লক্ষ নির্বোধ পতঙ্গের?
    .
    আমারই হাতে এত দিয়েছ সম্ভার
    জীর্ণ করে ওকে কোথায় নেবে?
    ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর
    আমার সন্ততি স্বপ্নে থাক।

     

    যমুনাবতী

    – শঙ্খ ঘোষ

    ONE MORE UNFORTUNATE
    WEARY OF BREATH
    RASHLY IMPORTUNATE
    GONE TO HER DEATH. – THOMAS HOOD

    নিভন্ত এই চুল্লীতে মা
    একটু আগুন দে
    আরেকটু কাল বেঁচেই থাকি
    বাঁচার আনন্দে।
    নোটন নোটন পায়রাগুলি
    খাঁচাতে বন্দী
    দু’এক মুঠো ভাত পেলে তা
    ওড়াতে মন দি’।

    হায় তোকে ভাত দিই কী করে যে ভাত দিই হায়
    হায় তোকে ভাত দেব কী দিয়ে যে ভাত দেব হায়

    নিভন্ত এই চুল্লী তবে
    একটু আগুন দে –
    হাড়ের শিরায় শিখার মাতন
    মরার আনন্দে।
    দু’পারে দুই রুই কাৎলার
    মারণী ফন্দী
    বাঁচার আশায় হাত-হাতিয়ার
    মৃত্যুতে মন দি’।

    বর্গী না টর্গী না, যমকে কে সামলায়!
    ধার-চকচকে থাবা দেখছ না হামলায়?
    যাস্ নে ও-হামলায়, যাস্ নে।।

    কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে, জ্বলে না-
    মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না-
    চলল মেয়ে রণে চলল।
    বাজে না ডম্বরু, অস্ত্র ঝন্ ঝন্ করে না, জানল না কেউ তা
    চলল মেয়ে রণে চলল।
    পেশীর দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে
    চলল মেয়ে রণে চলল।

    নেকড়ে-ওজর মৃত্যু এল
    মৃত্যুরই গান গা-
    মায়ের চোখে বাপের চোখে
    দু-তিনটে গঙ্গা।
    দূর্বাতে তার রক্ত লেগে
    সহস্র সঙ্গী
    জাগে ধক্ ধক্, যজ্ঞে ঢালে
    সহস্র মণ ঘি।

    যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে
    যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে
    বিষের টোপর নিয়ে।
    যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে
    দিয়েছে পথ, গিয়ে।

    নিভন্ত এই চুল্লীতে বোন আগুন ফলেছে।

     

    জন্মদিন

    শঙ্খ ঘোষ

    মার জন্মদিনে কী আর দেব এই কথাটুকু ছাড়া
    আবার আমাদের দেখা হবে কখনো
    দেখা হবে তুলসীতলায় দেখা হবে বাঁশের সাঁকোয়
    দেখা হবে সুপুরি বনের কিনারে
    আমরা ঘুরে বেড়াবো শহরের ভাঙা অ্যাসফল্টে অ্যাসফল্টে
    গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে
    কিন্তু আমাদের ঘিরে থাকবে অদৃশ্য কত সুতনুকা হাওয়া
    ওই তুলসী কিংবা সাঁকোর কিংবা সুপুরির
    হাত তুলে নিয়ে বলব, এই তো, এইরকমই, শুধু
    দু-একটা ব্যথা বাকি রয়ে গেল আজও
    যাবার সময় হলে চোখের চাওয়ায় ভিজিয়ে নেবো চোখ
    বুকের ওপর ছুঁয়ে যাবো আঙুলের একটি পালক
    যেন আমাদের সামনে কোথাও কোনো অপঘাত নেই আর
    মৃত্যু নেই দিগন্ত অবধি
    তোমার জন্মদিনে কী আর দেবো শুধু এই কথাটুকু ছাড়া যে
    কাল থেকে রোজই আমার জন্মদিন।

    See less
  8. Song- Tumi amar Ghum Artist- T W Shoinik Album - Wind of Change তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত,Read more

    Song- Tumi amar Ghum
    Artist- T W Shoinik
    Album – Wind of Change

    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না

    তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না
    তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না

    আমি বৃষ্টি চাই অবিরত মেঘ,
    তবুও সমুদ্র ছোঁব না,
    মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না
    আমি বৃষ্টি চাই অবিরত মেঘ,
    তবুও সমুদ্র ছোঁব না,
    মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না
    তুমি আমার খোলা আকাশ,
    কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না

    ভালবাসা জলের মত, দু’হাত যেন ভরে না
    প্রিয় মুখ তারার মত, দু’চোখে গোনা যায় না
    ভালবাসা জলের মত, দু’হাত যেন ভরে না
    প্রিয় মুখ তারার মত, দু’চোখে গোনা যায় না
    তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না
    তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না
    তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না
    তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না

    English Translation:

    Despite you are my ease I don’t see any dream of you
    despite you are my happiness I don’t build any habitat along with you

    Despite you are my ease I don’t see any dream of you
    despite you are my happiness I don’t build any habitat along with you

    despite you are my open sky I never see the sunshine
    despite you are my day to night I don’t know the exact time…

    Despite you are my ease I don’t see any dream of you
    despite you are my happiness I don’t build any habitat along with you

    I need rains endless cloud
    Still I won’t touch Sea
    I will not only be the shadow but will be the sun in desert sky

    I need rains endless cloud
    Still I won’t touch Sea
    I will not only be the shadow but will be the sun in desert sky

    despite you are my open sky I never see the sunshine
    despite you are my day to night I don’t know the exact time…

    See less
  9. Song-Brishti dekhe onek kedechi Band -Souls Singer-Partho Barua বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কতই আর্তনাদ, দু: চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষা রাত! বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কতই আর্তনাদ, দু: চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে দক্ষিRead more

    Song-Brishti dekhe onek kedechi
    Band -Souls
    Singer-Partho Barua

    বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
    করেছি কতই আর্তনাদ,
    দু: চোখের জলে ভাসাবো বলে
    তোমাকে আজ কাঁদাবো বলে
    মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
    আমি হাজার বর্ষা রাত!
    বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
    করেছি কতই আর্তনাদ,
    দু: চোখের জলে ভাসাবো বলে
    তোমাকে আজ কাঁদাবো বলে

    দক্ষিণা বাতাসে তোমার
    ভীরু দীর্ঘশ্বাস!
    আঁধার ছড়াবে আমার
    প্রিয় সর্বনাশ!
    দক্ষিণা বাতাসে তোমার
    ভীরু দীর্ঘশ্বাস!
    আঁধার ছড়াবে আমার
    প্রিয় সর্বনাশ!
    মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
    আমি হাজার বর্ষা রাত

    জানালার ওপাশে তোমার
    দৃষ্টি বহুদূর
    ছুঁয়েছে এ গান তোমায়
    কান্নার সাত সুর
    জানালার ওপাশে তোমার
    দৃষ্টি বহুদূর
    ছুঁয়েছে এ গান তোমায়
    কান্নার সাত সুর
    মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
    আমি হাজার বর্ষা রাত …

    বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
    করেছি কতই আর্তনাদ,
    দু: চোখের জলে ভাসাবো বলে
    তোমাকে আজ কাঁদাবো বলে
    মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
    আমি হাজার বর্ষা রাত!
    বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
    করেছি কতই আর্তনাদ,
    দু: চোখের জলে ভাসাবো বলে
    তোমাকে আজ কাঁদাবো বলে

    English Translation:

    I have cried abundantly by watching rain
    Lamented a lot,
    To float in tears
    To make you cry today
    On the wings of cloud; I have sent
    Thousands of rainy night
    I have cried abundantly by watching rain
    Lamented a lot,
    To float in tears
    To make you cry today

    In southern wind
    Your fearful sigh!
    The night will bring
    My destruction.
    In southern wind
    Your fearful sigh!
    The night will bring
    My destruction.
    On the wings of cloud; I have sent
    Thousands of rainy night

    On the other side of the window
    This song
    has touches you So far
    with the seven sound of cry.
    On the other side of the window
    This song
    has touches you So far
    with the seven sound of cry.
    On the wings of cloud; I have sent
    Thousands of rainy night

    See less
  10. শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি - এরিস্টটল জ্ঞানীরা ধনসঞ্চয় করেন অর্থপিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য - এরিস্টটল অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না। - শেখ সাদি যেই শিক্ষা গ্রহন করে যেই শিক্ষার গুণে গুনান্নিত হয়ে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছRead more

    • শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি
      – এরিস্টটল
    • জ্ঞানীরা ধনসঞ্চয় করেন অর্থপিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য
      – এরিস্টটল
    • অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।
      – শেখ সাদি
    • যেই শিক্ষা গ্রহন করে যেই শিক্ষার গুণে গুনান্নিত হয়ে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজতে পছন্দ করে, ঐ শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না জাতীর জন্য বিষ বলে গন্য করেছেন- আল্লামা ইকবাল
    • “জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক | জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মুল্য দিতে” – আব্দুল কালাম
    • “যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রুপান্তরিত করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে – বাবা,মা আর শিক্ষক” – আব্দুল কালাম
    • “যদি তুমি ব্যর্থ হও অর্থ্যাৎ FAIL করো, তাহলে মোটেই হাল ছেড়ে দিওনা | কারণ FAIL শব্দটার একটা অন্য মানে আছে First Attempt in Learning অর্থ্যাৎ শিক্ষার প্রথম ধাপ” – আব্দুল কালাম
    • “একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে” – আব্দুল কালাম
    • “একজন মহান শিক্ষক জ্ঞান,অদম্য ইচ্ছা আর করুনার দ্বারা নির্মিত হন” – আব্দুল কালাম
    • মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন- রবীন্দ্রনাথ ঠাকুর
    • শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ- স্বামী বিবেকানন্দ
    • মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম চারটিকে প্ররোচিত করে- সংগৃহীত
    • তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো- নেপোলিয়ন বোনাপার্ট
    • কেবল শিক্ষাই পারে দেশকে দারিদ্র মুক্ত করতে
      – সংগৃহীত
    See less