Discy Latest Questions

  1. বিরহ - রবীন্দ্রনাথ ঠাকুর | Biroho By RabindraNath Tagore আমি      নিশি - নিশি কত রচিব শয়ন                    আকুলনয়ন রে !      কত       নিতি - নিতি বনে করিব যতনে                    কুসুমচয়ন রে !      কত       শারদ যামিনী হইবে বিফল ,                    বসন্ত যাবে চলিয়া !      কত       উদিবে তপন আশারRead more

    বিরহ – রবীন্দ্রনাথ ঠাকুর | Biroho By RabindraNath Tagore

    আমি      নিশি – নিশি কত রচিব শয়ন
                       আকুলনয়ন রে !
         কত       নিতি – নিতি বনে করিব যতনে
                       কুসুমচয়ন রে !
         কত       শারদ যামিনী হইবে বিফল ,
                       বসন্ত যাবে চলিয়া !
         কত       উদিবে তপন আশার স্বপন ,
                        প্রভাতে যাইবে ছলিয়া !
         এই       যৌবন কত রাখিব বাঁধিয়া ,
                       মরিব কাঁদিয়া রে !
         সেই      চরণ পাইলে মরণ মাগিব
                       সাধিয়া সাধিয়া রে ।
         আমি      কার পথ চাহি এ জনম বাহি ,
                       কার দরশন যাচি রে !
         যেন      আসিবে বলিয়া কে গেছে চলিয়া ,
                       তাই আমি বসে আছি রে ।
         তাই      মালাটি   গাঁথিয়া পরেছি মাথায়
                       নীলবাসে তনু ঢাকিয়া ,
         তাই      বিজন আলয়ে প্রদীপ জ্বালায়ে
                       একেলা রয়েছি জাগিয়া ।
         ওগো     তাই কত নিশি চাঁদ ওঠে হাসি ,
                       তাই কেঁদে যায় প্রভাতে ।
         ওগো     তাই ফুলবনে মধুসমীরণে
                       ফুটে ফুল কত শোভাতে !

         ওই       বাঁশিস্বর তার আসে বার বার ,
                       সেই   শুধু কেন আসে না !
         এই       হৃদয় – আসন শূন্য যে থাকে ,
                       কেঁদে মরে শুধু বাসনা ।
         মিছে     পরশিয়া কায় বায়ু বহে যায় ,
                       বহে যমুনার লহরী ,
         কেন      কুহু কুহু পিক কুহরিয়া ওঠে —
                        যামিনী যে ওঠে শিহরি ।
         ওগো     যদি নিশিশেষে আসে হেসে হেসে ,
                        মোর হাসি আর রবে কি !
         এই       জাগরণে ক্ষীণ বদন মলিন
                       আমারে হেরিয়া কবে কী !
         আমি      সারা রজনীর গাঁথা ফুলমালা
                       প্রভাতে চরণে ঝরিব ,
         ওগো     আছে সুশীতল যমুনার জল —
                       দেখে তারে আমি মরিব ।

    See less
    • 0
  1. This answer was edited.

    স্বাধীনতা তুমি – শামসুর রাহমান | shadhinota tumi স্বাধীনতা তুমি রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা- স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালোRead more

    স্বাধীনতা তুমি – শামসুর রাহমান | shadhinota tumi

    স্বাধীনতা তুমি
    রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
    স্বাধীনতা তুমি
    কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
    মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
    স্বাধীনতা তুমি
    শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
    স্বাধীনতা তুমি
    পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
    স্বাধীনতা তুমি
    ফসলের মাঠে কৃষকের হাসি।
    স্বাধীনতা তুমি
    রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
    স্বাধীনতা তুমি
    মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
    স্বাধীনতা তুমি
    অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
    স্বাধীনতা তুমি
    বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
    শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
    স্বাধীনতা তুমি
    চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
    স্বাধীনতা তুমি
    কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
    স্বাধীনতা তুমি
    শ্রাবণে অকূল মেঘনার বুক
    স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
    স্বাধীনতা তুমি
    উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
    স্বাধীনতা তুমি
    বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
    স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
    স্বাধীনতা তুমি
    গৃহিণীর ঘন খোলা কালো চুল,
    হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
    স্বাধীনতা তুমি
    খোকার গায়ের রঙিন কোর্তা,
    খুকীর অমন তুলতুলে গালে
    রৌদ্রের খেলা।
    স্বাধীনতা তুমি
    বাগানের ঘর, কোকিলের গান,
    বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
    যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।

    See less
    • 1
  1. নারী – সুনীল গঙ্গোপাধ্যায় নাস্তিকেরা তোমায় মানে না, নারী দীর্ঘ-ঈ-কারের মতো তুমি চুল মেলে বিপ্লবের শত্রু হয়ে আছো ! এমনকি অদৃশ্য তুমি বহু চোখে কত লোক নামই শোনেনি যেমন জলের মধ্যে মিশে থাকে জল-রং-আলো— তারা চেনে প্রেমিকা বা সহোদরা জননী বা জায়া দুধের দোকানের মেয়ে, কিংবা যারা নাচে গায় রান্নাঘরে ঘামে শিশুকোRead more

    নারী – সুনীল গঙ্গোপাধ্যায়

    নাস্তিকেরা তোমায় মানে না, নারী
    দীর্ঘ-ঈ-কারের মতো তুমি চুল মেলে
    বিপ্লবের শত্রু হয়ে আছো !
    এমনকি অদৃশ্য তুমি বহু চোখে
    কত লোক নামই শোনেনি
    যেমন জলের মধ্যে মিশে থাকে
    জল-রং-আলো—

    তারা চেনে প্রেমিকা বা সহোদরা
    জননী বা জায়া
    দুধের দোকানের মেয়ে, কিংবা যারা
    নাচে গায়
    রান্নাঘরে ঘামে
    শিশুকোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত
    ফ্রক কিংবা শাড়ি পরে দু:খের ইস্কুলে যায়
    মিস্তিরির পাশে থেকে সিমেন্টে মেশায় কান্না
    কৌটো হাতে পরমার্থ চাঁদা তোলে
    কৃষকের পান্তাভাত পৌছে দেয় সূর্য ক্রুদ্ধ হলে
    শিয়রের কাছে রেখে উপন্যাস
    দুপুরে ঘুমোয়
    এরা সব ঠিকঠাক আছে
    এদের সবাই চেনে শয়নে, শরীরে
    দু:খ বা সুখের দিনে
    অচির সঙ্গিনী

    কিন্তু নারী? সে কোথায়?
    চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল
    যাকে নিয়ে এমন মেতেছে

    সে কোথায়? সে কোথায়?
    দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে
    সে কোথায় দাঁড়িয়ে রয়েছে?

    এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি
    যেমন জলের মধ্যে মিশে থাকে
    জল-রং-আলো —

    See less
    • 0
  1. Shubho Nabobarsho (Happy New Year) Poem এসো হে বৈশাখ এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে   মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি,   যাক ভুলে-যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। রসের আবেশরাশি   শুষ্ক করি দাও আসRead more

    Shubho Nabobarsho (Happy New Year) Poem

    এসো হে বৈশাখ
    এসো, এসো, এসো হে বৈশাখ।
    তাপসনিশ্বাসবায়ে   মুমূর্ষুরে দাও উড়ায়ে,
    বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
    যাক পুরাতন স্মৃতি,   যাক ভুলে-যাওয়া গীতি,
    অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
    অগ্নিস্নানে শুচি হোক ধরা।
    রসের আবেশরাশি   শুষ্ক করি দাও আসি,
    আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
    মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥- রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি হতে সংগ্রহীত)

    (গানের ঢং এ কলিগুলো)
    এসো হে বৈশাখ, এসো এসো
    তাপস নিঃশ্বাস বায়ে
    মুমূর্ষুরে দাও উড়ায়ে
    বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
    এসো এসো… যাক পুরাতন স্মৃতি
    যাক ভুলে যাওয়া গীতি
    যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক
    যাক যাক
    এসো এসো… মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
    অগ্নি স্নানে শুচি হোক ধরা
    রসের আবেশ রাশি
    শুষ্ক করি দাও আসি
    আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ
    মায়ার কুঁজঝটি জাল যাক, দূরে যাক যাক যাক
    এসো এসো…

    See less
    • 0
  1. Article 370 embodied six special provisions for Jammu and Kashmir: It exempted the State from the complete applicability of the Constitution of India. The State was allowed to have its own Constitution. Central legislative powers over the State were limited, at the time of framing, to the three subjRead more

    Article 370 embodied six special provisions for Jammu and Kashmir:

    1. It exempted the State from the complete applicability of the Constitution of India. The State was allowed to have its own Constitution.
    2. Central legislative powers over the State were limited, at the time of framing, to the three subjects of defence, foreign affairs and communications.
    3. Other constitutional powers of the Central Government could be extended to the State only with the concurrence of the State Government.
    4. The ‘concurrence’ was only provisional. It had to be ratified by the State’s Constituent Assembly.
    5. The State Government’s authority to give ‘concurrence’ lasted only until the State Constituent Assembly was convened. Once the State Constituent Assembly finalised the scheme of powers and dispersed, no further extension of powers was possible.
    6. The Article 370 could be abrogated or amended only upon the recommendation of the State’s Constituent Assembly.
    See less
    • 0
  1. সরাসরি ইন্দ্রিয়গোচর বস্তু বা ব্যাপার, বাহ্যমূর্তি বা চেহারা, অনন্যসাধারণ ব্যক্তি বা বস্তু বা আকৃতি

    সরাসরি ইন্দ্রিয়গোচর বস্তু বা ব্যাপার, বাহ্যমূর্তি বা চেহারা, অনন্যসাধারণ ব্যক্তি বা বস্তু বা আকৃতি

    See less
    • 0
  1. কেন যে মন খারাপের নেমেছে রাত পাড়াতে বসেছি সব হারাতে খুঁজে দাও খুঁজে দাও যে পথে এগিয়েছে পা সেও আমায় চেনে না আমি তো ফিরে যেতে চাই আমাকে ফিরিয়ে নাও আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও ও... আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও আমি চিরদিন তোমারই তো থাকবো না জানিয়ে লোক, দেখা দিবে চোখ বলোনা এ কেমন বাতাস না পাড়িয়েRead more

    কেন যে মন খারাপের
    নেমেছে রাত পাড়াতে
    বসেছি সব হারাতে
    খুঁজে দাও খুঁজে দাও
    যে পথে এগিয়েছে পা
    সেও আমায় চেনে না
    আমি তো ফিরে যেতে চাই
    আমাকে ফিরিয়ে নাও

    আমি যে কে তোমার
    তুমি তা বুঝে নাও
    ও… আমি যে কে তোমার
    তুমি তা বুঝে নাও
    আমি চিরদিন তোমারই তো
    থাকবো

    না জানিয়ে লোক, দেখা
    দিবে চোখ
    বলোনা এ কেমন বাতাস
    না পাড়িয়ে ঘুম, হয়ে যাবে
    চুপ
    তুমি কি এতোই উদাস
    আমি যে কে তোমার
    তুমি তা বুঝে নাও
    ও… আমি যে কে তোমার
    তুমি তা বুঝে নাও
    আমি চিরদিন তোমারই তো
    থাকবো

    তোমাকেই রাত তোমাকেই
    ভোর
    প্রতিদিন ফিরে ফিরে চাই
    তোমাকেই সুর তোমাকেই
    গান
    বলো কেন একে একে যায়
    আমি যে কে তোমার
    তুমি তা বুঝে নাও
    ও… আমি যে কে তোমার
    তুমি তা বুঝে নাও
    আমি চিরদিন তোমারই তো
    থাকবো

    কেন যে মন খারাপের
    নেমেছে রাত পাড়াতে
    বসেছি সব হারাতে
    খুঁজে দাও খুঁজে দাও
    আমি যে কে তোমার
    তুমি তা বুঝে নাও
    ও… আমি যে কে তোমার
    তুমি তা বুঝে নাও
    আমি চিরদিন তোমারই তো
    থাকবো

    See less
    • 0