শুধু তোমার জন্য নির্মলেন্দু গুণ কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগRead more
শুধু তোমার জন্য
নির্মলেন্দু গুণ
কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ
‘এই ওঠো,
আমি, আ…মি…।‘
আর অমি এ-কী শুনলাম
এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে
কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা আমার ঈশ্বর জানেন।
আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।
Sudhu Tomar Jonno
Nirmalendu Goon
Kotobar je ami tomake sporsho korte giye
Gutiye niyechi hath-se kotha isshor janen
Tomake bhalobashar kotha bolte giyeo
Kotobar je ami se kotha bolini
Se kotha amar isshor janen
Tumar hater mridu kora narar shobdo shune jege uthbar jonno
Dorjar shonge chumboker moto ami gethe rekhechilam
Amar kornojugol; tumi eshe amake deke bolbe:
Ei utho,
Ami Aa..mi..!
Ar ami ki shunlam
Emot ullashe nijeke nikkhep korbo tumar uddeshe
Kotobar je erokom ekti drisher kotha ami mone mone
kolpona koerchi, se kotha amar isshor janen
Amar chul pekeche tumar jonno,
Amar gaye jor eseche tumar jonno
Amar isshor janen- Amar mrityo hobe tomar jonno
Tarpor onekdin por ekdin tumi o janbe,
Ami jonmechilam Tomar jonno. Sudhu tomar jonno
Hridoy
তোমার চোখ এত লাল কেন নির্মলেন্দু গুণ আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরোজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক।আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি নাRead more
তোমার চোখ এত লাল কেন
নির্মলেন্দু গুণ
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরোজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক।আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেক্ট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায় থেকে।
আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক:
আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা।
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না।
এঁটো বাসন গেজ্ঞি-রুমাল আমি নিজেই ধুতে পারি।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক।কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক: ’তোমার চোখ এত লাল কেন?’
Poem
Tomar chokh eto lal keno
Nirmalendu Goon
Ami bolchi na valobashtei hobe, ami chai
keu ekjon amar jonno opekkha karuk,
Sudhu ghorer vitor theke dorja khule debar jonno
Baire theke dorja khulte khulte ami ekhon klanto
Ami bolchi na valobashtei hobe, ami chai
Keu amake khete dik. ami hathpakha niye
Kauke amar pashe thakte bolchi na,
Ami jani, ei electric er jug
Narike mukti diyeche shami sebar day theke
Ami chai keu ekjon amake jiggesh koruk:
Amar jol lagbe ki na, nun lagbe ki na.
Patshak vajar shonge aro ekta
Tele bhaja shukno morich lagbe ki na
Eto bashon genji romal ami nijei dhute pari
Ami bolchi na valobashtei hobe, ami chai
See lessKeu ekjon vitor theke amar ghorer dorja khule dik
Keu amake kichu khete boluk
Kam-bashonar shongi na houk, keu antoto amake
Jiggesh koruk: Tomar chokh ato lal keno?