তুমি গেছো, স্পর্ধা গেছে, বিনয় এসেছে …
স্পর্ধা, আমি দেখাই
কারণ ওটা আমার আসে।
স্পর্ধা দেখিয়েছি আমি বারবার।
স্পর্ধা দেখিয়েছি আমি খাদের কিনারে দাঁড়িয়ে,
স্পর্ধা দেখিয়েছি আমি বাধ ভাঙ্গা প্লাবন-এর মুখে দাঁড়িয়ে,
স্পর্ধা দেখিয়েছি আমি উন্মত্ততার রণাঙ্গনে,
সারা গায়ে হাতে মুখে মাথায় রক্ত মেখে।
স্পর্ধা আমি দেখাই
কারণ ওটা আমার আসে।
তোমাদের মতো শালীনতার বোরখা আমি পড়িনা,
তোমাদের মতো সূক্ষ্ম ভাষা-র জাল-এ
আমার তেতো কাঁটা-ওয়ালা জিভ-টা
আমি লুকোইনা।
শিক্ষিত আমি নই,
তোমাদের মতো মোটামোটা বই গুলো
আমি পড়িনি …
আমি শিখেছি মাঠেঘাটে পথেপ্রান্তরে
এক হাঁটু ধুলো মেখে,
আমি শিখেছি উদ্দাম নদি-মাঝে
এক দেহ কাদা-জল মেখে।
গ্রীষ্মের সূর্য চোখ রাঙিয়ে শিখিয়েছে স্পর্ধা,
বর্ষার কালো মেঘ ঝড়ে দুমড়িয়ে-মুচড়িয়ে
উড়িয়ে নিয়ে গেছে মনের কপাট,
বিদ্যুতের চাবুকে বুক-পীঠ চিড়ে শিখিয়েছে স্পর্ধা।
তাই স্পর্ধা আমার রক্তে,
স্পর্ধা আমার হাড়ে-মজ্জায়
তাই স্পর্ধা আমি দেখাই
কারণ ওটা আমার আসে।
English transliteration:
Spordha
Shakti Chottopadhay
Tumi gecho, spordha geche, binoy esheche
Spordha, ami dekhai
Karon ota amar aashe
Spordha dekiyechi ami barbar
Spordha dekiyechi ami khader kinare dariye
spordha dekiyechi ami badh bhanga plabon er mukhe dariye
spordha dekiyechi ami ummottotar ronangone
Sara gaye hate mukhe mathay rokto mekhe
Spordha, ami dekhai
Karon ota amar aashe
Tumader moto shainotar burkha ami pori na
Tumader moto sukkho bhashar jae
Amar teto kata waa jibta
Ami lukoin-na
Hridoy
স্পর্ধা
শক্তি চট্টোপাধ্যায়।
তুমি গেছো, স্পর্ধা গেছে, বিনয় এসেছে …
স্পর্ধা, আমি দেখাই
কারণ ওটা আমার আসে।
স্পর্ধা দেখিয়েছি আমি বারবার।
স্পর্ধা দেখিয়েছি আমি খাদের কিনারে দাঁড়িয়ে,
স্পর্ধা দেখিয়েছি আমি বাধ ভাঙ্গা প্লাবন-এর মুখে দাঁড়িয়ে,
স্পর্ধা দেখিয়েছি আমি উন্মত্ততার রণাঙ্গনে,
সারা গায়ে হাতে মুখে মাথায় রক্ত মেখে।
স্পর্ধা আমি দেখাই
কারণ ওটা আমার আসে।
তোমাদের মতো শালীনতার বোরখা আমি পড়িনা,
তোমাদের মতো সূক্ষ্ম ভাষা-র জাল-এ
আমার তেতো কাঁটা-ওয়ালা জিভ-টা
আমি লুকোইনা।
শিক্ষিত আমি নই,
তোমাদের মতো মোটামোটা বই গুলো
আমি পড়িনি …
আমি শিখেছি মাঠেঘাটে পথেপ্রান্তরে
এক হাঁটু ধুলো মেখে,
আমি শিখেছি উদ্দাম নদি-মাঝে
এক দেহ কাদা-জল মেখে।
গ্রীষ্মের সূর্য চোখ রাঙিয়ে শিখিয়েছে স্পর্ধা,
বর্ষার কালো মেঘ ঝড়ে দুমড়িয়ে-মুচড়িয়ে
উড়িয়ে নিয়ে গেছে মনের কপাট,
বিদ্যুতের চাবুকে বুক-পীঠ চিড়ে শিখিয়েছে স্পর্ধা।
তাই স্পর্ধা আমার রক্তে,
স্পর্ধা আমার হাড়ে-মজ্জায়
তাই স্পর্ধা আমি দেখাই
কারণ ওটা আমার আসে।
English transliteration:
Spordha
Shakti Chottopadhay
Tumi gecho, spordha geche, binoy esheche
Spordha, ami dekhai
Karon ota amar aashe
Spordha dekiyechi ami barbar
Spordha dekiyechi ami khader kinare dariye
spordha dekiyechi ami badh bhanga plabon er mukhe dariye
spordha dekiyechi ami ummottotar ronangone
Sara gaye hate mukhe mathay rokto mekhe
Spordha, ami dekhai
Karon ota amar aashe
Tumader moto shainotar burkha ami pori na
Tumader moto sukkho bhashar jae
Amar teto kata waa jibta
Ami lukoin-na