যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন,
দায় ছিলো যার গর্জে ওঠার! নিচু মাথায় সে পাঁচজন।
দুর্যোধনের নগ্ন ঊরু. ইঙ্গিতে তার ধর্ষকাম,
হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম।
অন্ধরাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার,
নিজের দলের নির্যাতনে, সব রাজা হন নির্বিকার।
কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে
শর্তবিহীন সমর্থনেই , তাবত আরামসুখ বসে।
ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারী লোক হাজার হোক
রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক।
খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়,
ঘরের মাটি লাল হয়ে যাক, দেশবিভাগের যন্ত্রণায়।
সুশীল সভায় ঘটছে যখন, রাজঅপরাধ জঘন্য,
ঠিক তখনই তার বিরোধে, চেঁচিয়ে ওঠেন বিকর্ণ।
বিকর্ণ নন কেউকেটা লোক, একশো ভাইয়ের একজনা
তেমন করে এর আগে কেউ, তার কথাটাই জানতো না।
জতুগৃহে কাড়েননি রা, অন্তত তা নেই লেখা,
ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তাঁর নেই দেখা।
কিন্তু যখন প্রকাশ্যতেই কাড়ছে নারীর আব্রু কেউ,
স্তব্ধ জিভের চুপসাগরে, বিকর্ণ হন একলা ঢেউ।
চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুবরাজের বিরুদ্ধেই,
মহাবলী পান্ডবেরও, তখন গলায় সে সুর নেই।
রাজাও যখন নীরব থেকে, সায় দিয়ে যায় ধর্ষণে,
ঠিক তখনই সমস্ত যুগ, বিকর্ণদের স্বর শোনে।
আমরা যারা কিচ্ছুটি নই ,একটি মোটে ভোট কেবল,
অত্যাচারের সামনে এলে, সঙ্গী শুধু চোখের জল
পোষ্যভাবে জাবনা চেবাই, অন্ধ এবং নি-কর্ণ,
প্রার্থনা থাক আমরা যেন, একবার হই বিকর্ণ।
মরার আগে হতেই হবে, রাজার সভায় বিকর্ণ।
Poem: Bikarna
Poet: Arya tirtha
Jaggoshenir khulche shari, Tanche dhore Dushashan
Day chilo jar garje uthar, Nichu mathay she pachjon
Duryadhoner nagna uru Ingite tar dharshakaam,
Hastinapur dekhche boshe,Dhasta hote tar shunam
Andharaja Shinghashone, Arta chechan bouma tar
NIjer doler nirjatane, Shab raja hon nirbikaar
karna boshe ha ha, Rajar doler lok to shey
Sarta bihin samarthonei, Tabot aramshukh boshe
Bhiso Drono Kripo nirob, Sarkari lok hajar houk
Rajar kothai tomar kotha, Tumi jakhan rajar lok
Khal sokuni dekhche sobi, Bastuto shey dhangsho chay
Gharer mati lal hoye jak, Deshbhibager jantranay
Sushil shobhay ghatce jakhan,Rajoporadh jaganno
Thik takhani tar birodhe, Chechiye uthen Bikarna
Bikarna nan keuketa lok, Eksho bhaiyer Ekjona
Temon kore er aage keu, Tar kothatai jantona
Jatugrihe Karenni ra Ontata ta nai lekha,
Bhimke jakhan bish khawalo, takhani tar nei dekha
Kintu Jakhan prokashotei karche narir abru keu,
Stabda jiber chupshagore, Bikarna holo ekla dheu
Chechiye uthen rajar kumar, jubarajer biruddhei
Mohaboli pandobero, takhan golay shey shur nei
Rajao jakhan nirob theke, Shay diye dharshone
Thik Takhani samasta jug, Bikarnader shur shune
Nibedita Paul
বিকর্ণ
আর্য তীর্থ
যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন,
দায় ছিলো যার গর্জে ওঠার! নিচু মাথায় সে পাঁচজন।
দুর্যোধনের নগ্ন ঊরু. ইঙ্গিতে তার ধর্ষকাম,
হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম।
অন্ধরাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার,
নিজের দলের নির্যাতনে, সব রাজা হন নির্বিকার।
কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে
শর্তবিহীন সমর্থনেই , তাবত আরামসুখ বসে।
ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারী লোক হাজার হোক
রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক।
খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়,
ঘরের মাটি লাল হয়ে যাক, দেশবিভাগের যন্ত্রণায়।
সুশীল সভায় ঘটছে যখন, রাজঅপরাধ জঘন্য,
ঠিক তখনই তার বিরোধে, চেঁচিয়ে ওঠেন বিকর্ণ।
বিকর্ণ নন কেউকেটা লোক, একশো ভাইয়ের একজনা
তেমন করে এর আগে কেউ, তার কথাটাই জানতো না।
জতুগৃহে কাড়েননি রা, অন্তত তা নেই লেখা,
ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তাঁর নেই দেখা।
কিন্তু যখন প্রকাশ্যতেই কাড়ছে নারীর আব্রু কেউ,
স্তব্ধ জিভের চুপসাগরে, বিকর্ণ হন একলা ঢেউ।
চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুবরাজের বিরুদ্ধেই,
মহাবলী পান্ডবেরও, তখন গলায় সে সুর নেই।
রাজাও যখন নীরব থেকে, সায় দিয়ে যায় ধর্ষণে,
ঠিক তখনই সমস্ত যুগ, বিকর্ণদের স্বর শোনে।
আমরা যারা কিচ্ছুটি নই ,একটি মোটে ভোট কেবল,
অত্যাচারের সামনে এলে, সঙ্গী শুধু চোখের জল
পোষ্যভাবে জাবনা চেবাই, অন্ধ এবং নি-কর্ণ,
প্রার্থনা থাক আমরা যেন, একবার হই বিকর্ণ।
মরার আগে হতেই হবে, রাজার সভায় বিকর্ণ।
Poem: Bikarna
Poet: Arya tirtha
Jaggoshenir khulche shari, Tanche dhore Dushashan
Day chilo jar garje uthar, Nichu mathay she pachjon
Duryadhoner nagna uru Ingite tar dharshakaam,
Hastinapur dekhche boshe,Dhasta hote tar shunam
Andharaja Shinghashone, Arta chechan bouma tar
NIjer doler nirjatane, Shab raja hon nirbikaar
karna boshe ha ha, Rajar doler lok to shey
Sarta bihin samarthonei, Tabot aramshukh boshe
Bhiso Drono Kripo nirob, Sarkari lok hajar houk
Rajar kothai tomar kotha, Tumi jakhan rajar lok
Khal sokuni dekhche sobi, Bastuto shey dhangsho chay
Gharer mati lal hoye jak, Deshbhibager jantranay
Sushil shobhay ghatce jakhan,Rajoporadh jaganno
Thik takhani tar birodhe, Chechiye uthen Bikarna
Bikarna nan keuketa lok, Eksho bhaiyer Ekjona
Temon kore er aage keu, Tar kothatai jantona
Jatugrihe Karenni ra Ontata ta nai lekha,
Bhimke jakhan bish khawalo, takhani tar nei dekha
Kintu Jakhan prokashotei karche narir abru keu,
Stabda jiber chupshagore, Bikarna holo ekla dheu
Chechiye uthen rajar kumar, jubarajer biruddhei
Mohaboli pandobero, takhan golay shey shur nei
Rajao jakhan nirob theke, Shay diye dharshone
Thik Takhani samasta jug, Bikarnader shur shune