In: বিজ্ঞান, শিক্ষা, সাধারণ জ্ঞান থ্রম্বোসাইটোসিস | Thrombocytosis meaning in Bengali? থ্রম্বোসাইটোসিস | Thrombocytosis meaning in Bengali? Bangla GKBengali MeaningEnglish to Bengali MeaningEnglish to Bengali Translationবাংলা অর্থবিজ্ঞান শিক্ষা 1 Answer Hridoy 16 Questions 418 Answers 14 Best Answers 2,117 Points View Profile Hridoy 2021-04-29T04:15:57+05:30Added an answer on April 29, 2021 at 4:15 am থ্রম্বোসাইটোসিস: রক্তের রক্তকোষগুলোকে তিন ভাগে ভাগ করা যায়ঃ লোহিত রক্তকণিকা – ইরাথ্রোসাইট শ্বেত রক্তকণিকা – লিউকোসাইট অণুচক্রিকা – থ্রম্বোসাইট – অতিক্ষুদ্র অনিয়মিত আকারের কোষ যার ব্যাস ২-৩ µm হয় তাহাকে অণুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেট বলা হয়। – রক্তে অণুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে তাহকে বলে থ্রম্বোসাইটোসিস (Thrombocytosis) – আবার রক্তে অণুচক্রিকা কমে গেলে তাহাকে বলে থ্রম্বোসাইটোপেনিয়া – আর যদি অণুচক্রিকার স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হলে তাহাকে বলে থ্রম্বোস্টেনিয়া – অণুচক্রিকার যে কোন অস্বাভাবিকতা বা রোগকে থ্রম্বোসাইটোপ্যাথি বলা হয়। 0 You must login to add an answer.Continue with FacebookContinue with GoogleContinue with Twitteror use Username or email* Password* Captcha* Remember Me! Forgot Password?
Hridoy
থ্রম্বোসাইটোসিস:
রক্তের রক্তকোষগুলোকে তিন ভাগে ভাগ করা যায়ঃ
লোহিত রক্তকণিকা – ইরাথ্রোসাইট
শ্বেত রক্তকণিকা – লিউকোসাইট
অণুচক্রিকা – থ্রম্বোসাইট
– অতিক্ষুদ্র অনিয়মিত আকারের কোষ যার ব্যাস ২-৩ µm হয় তাহাকে অণুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেট বলা হয়।
– রক্তে অণুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে তাহকে বলে থ্রম্বোসাইটোসিস (Thrombocytosis)
– আবার রক্তে অণুচক্রিকা কমে গেলে তাহাকে বলে থ্রম্বোসাইটোপেনিয়া
– আর যদি অণুচক্রিকার স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হলে তাহাকে বলে থ্রম্বোস্টেনিয়া
– অণুচক্রিকার যে কোন অস্বাভাবিকতা বা রোগকে থ্রম্বোসাইটোপ্যাথি বলা হয়।