ভূমি জরিপের সময় চূড়ান্ত খতিয়ান (Document for identifying land) প্রস্তত করার পূর্বে খসড়া খতিয়ানের একটি অনুলিপি (rough copy) ভুমি মালিকদের প্রদান করা করা হয়, তাকে “মাঠ পর্চা” বলে। এবং এই মাঠ পর্চা রেভিনিউ অফিসার দ্বারা সত্যায়ন অর্থাৎ verify হওয়ার পর যদি কারো কোন আপত্তি না থাকে তাহলে তা শোনানির মাধ্যমে খতিয়ান চুড়ান্তভাবে প্রকাশ করা হয়। আর এই চুড়ান্ত খতিয়ানের অনুলিপিকে “পর্চা” বলা হয়।
B M Abir
ভূমি জরিপকালে চূড়ান্ত প্রস্তত করার পূর্বে ভূমি মালিকদের নিকট খসড়া খতিয়ানের যে অনুলিপি ভুমি মালিকদের প্রদান করা হয় তাকে “ পর্চা” বলে।
Hridoy
পর্চা:
ভূমি জরিপের সময় চূড়ান্ত খতিয়ান (Document for identifying land) প্রস্তত করার পূর্বে খসড়া খতিয়ানের একটি অনুলিপি (rough copy) ভুমি মালিকদের প্রদান করা করা হয়, তাকে “মাঠ পর্চা” বলে। এবং এই মাঠ পর্চা রেভিনিউ অফিসার দ্বারা সত্যায়ন অর্থাৎ verify হওয়ার পর যদি কারো কোন আপত্তি না থাকে তাহলে তা শোনানির মাধ্যমে খতিয়ান চুড়ান্তভাবে প্রকাশ করা হয়। আর এই চুড়ান্ত খতিয়ানের অনুলিপিকে “পর্চা” বলা হয়।