স্বামী বিবেকানন্দ সম্পর্কে ১০ টি বাক্য (10 lines about Swami Vivekananda in Bengali)
1. স্বামী বিবেকানন্দের জন্ম ১৮৬৩ সালে কলকাতায় হয়েছিল।
2. স্বামী বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত।
3. স্বামী বিবেকানন্ধ একজন্ হিন্দু সন্যাসী ও ধর্মীয় দার্শনিক ছিলেন।
4. স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরহংসের প্রিয় শিষ্য ছিলেন।
5. স্বামী বিবেকানন্দ একজন হিন্দু ধর্মের ধর্মীয় নেতা ছিলেন।
6. স্বামী বিবেকানন্দ ইউরোপে গিয়ে ভারতীয় ধর্ম ও সংস্কৃতির শিক্ষা দিয়েছিলেন।
7. স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্টা করেছিলেন।
8. শিকাগোয় দেওয়া স্বামী বিবেকানন্দের বক্তৃতা সারা বিশ্বে সাড়া তুলেছিল।
9. স্বামী বিবেকানন্দ যুব সমাজকে অনুপ্রানীত করেছিলেন।
10. ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের ধর্মীয় দর্শনে প্রভাবিত হয়েছিলেন।
Leave a comment