
10 lines on Peacock in Bengali for class 2
- ময়ূর পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখির মধ্যে একটি পাখি।
- ময়ূর সাধারণত শান্ত শিষ্ট লাজুক প্রকৃতির।
- ময়ূরের গায়ের বর্ণ নীল হয়।
- তাদের শরীরে বিভিন্ন রংয়ের পালক থাকে।
- তাদের দুইটি দীর্ঘ পা এবং মাথায় একটি মুকুট থাকে।
- ময়ূরের নাচ খুবই উপভোগ্য। তারা বৃষ্টির আনন্দে নিত্য করে।
- ময়ূর খুব বেশি উড়তে পারে না ওরা শুধু গাছের এক শাখা থেকে অন্য শাখায় উড়ে বেড়ায়।
- ময়ূর ভারতের জাতীয় পাখি।
- ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে ময়ূর পাওয়া যায়।
- ময়ূরের পালক থেকে বিভিন্ন ধরনের বস্তু তৈরি হয়।
- ময়ূর পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন যাপন করে।
- আমাদেরকে কখনোই ময়ূর হত্যা করা উচিত নয়।
More Bengali Essay for class 2 and 3
- দুর্গাপূজা রচনা | 10 lines on Durga Puja in Bengali
- আমার বিদ্যালয় রচনা – 10 lines on my school in Bengali
- গ্রীষ্মকাল রচনা – 10 lines on Summer Season in Bengali
- আমার মা রচনা – 10 lines on Mother in Bengali
- গোলাপ ফুল রচনা |10 lines about Rose in Bengali
- গরুর রচনা – 10 lines on Cow in Bengali
- সরস্বতী পুজো রচনা – Saraswati Puja 10 lines in Bengali
Leave a comment