এখানে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ১০ টি বাক্য দেয়া হল যা দ্বিতীয়/তৃতীয় শ্রেণি বা Class 2/3 এর ছাত্রছাত্রীদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা হিসাবে বিবেচনা করা যাবে।
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ১০ টি বাক্য (10 lines on Ishwar Chandra Vidyasagar in Bengali)
1. ইশ্বরচন্দ্র বিদ্যসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহন করেছিলেন।
2. উনার প্রকৃত নাম ছিল ইশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়।
3. সংস্কৃত ভাষা এবং সাহিত্যে অগাধ ঞ্জ্যানের জন্য উনাকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেওয়া হয়।
4. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন।
5. তিনি বিধবা বিবাহ প্রচলন করার জন্য আন্দোলন করেছিলেন।
6. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক গ্রন্থ ও রচনা করেছিলেন।
‘7. শকুন্তলা’ ও সীতার ‘বনবাস’ উনার উল্লেখযোগ্য রচনা।
8. শিশুদের জন্য ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘বর্নপরিচয়’ লিখেছিলেন।
9. তিনি সংস্কৃত, হিন্দি এবং ইংরাজী থেকে অনেক বই বাংলাতে অনুবাদ ও করেছেন।
10. নারী শিক্ষায় ও ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অপার অবদান রয়েছে।
Leave a comment