দুর্গাপূজা রচনা (Class 2 and 3)
1. দুর্গাপূজা হিন্দু ধর্মের একটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব।
2. দুর্গাপূজা শরৎকাল অর্থাৎ আশ্বিন মাসে উদযাপিত হয় বলে দুর্গাপূজার অন্য নাম শারদীয় উৎসব।
3. দুর্গাপূজা সমাজের ধনী-গরীব, নর-নারী, ছোট-বড়, সকল মানুষের মিলনের উৎসব।
4. দুর্গাপূজা সমস্ত হিন্দু সমাজে প্রচলিত থাকলেও বাঙালি হিন্দু মানুষের কাছে দুর্গাপূজা সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব।
5. সাধারণত দুর্গাপূজা আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন থেকে দশম দিন পর্যন্ত অনুষ্ঠিত হয়।
6. দুর্গাপূজার পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং বিজয়াদশমী নামে পরিচিত।
7. দুর্গা ষষ্ঠীর দিনে মা দুর্গাকে আহ্বান এর মাধ্যমে দুর্গাপূজার শুরু হয়।
8. পূজার চতুর্থ দিন অর্থাৎ দশমী তিথিতে দেবীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার সমাপ্তি হয়।
9. দুর্গাপূজার ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সামাজিক গুরুত্ব ও অপরিসীম।
10. ইহা সমাজের সব স্তরের মানুষের মধ্যে তৈরি করে আন্তরিকতা এবং সুসম্পর্ক।
More Bengali Essay for class 2 and 3
– আমার বিদ্যালয় রচনা – 10 lines on my school in Bengali
– ময়ুর রচনা – 10 lines on Peacock in Bengali
– গ্রীষ্মকাল রচনা – 10 lines on Summer Season in Bengali
– আমার মা রচনা – 10 lines on Mother in Bengali
Leave a comment