
আমার মা রচনা ২য় শ্রেণির জন্য
- আমার মা আমার সবচেয়ে প্রিয়।
- তিনি আমাকে সব সময় খুবই স্নেহ ও আদর করেন।
- মা সব সময় খুবই ভোরে ঘুম থেকে উঠেন।
- ঘুম থেকে উঠে আমাদেরকে রোজ সকালে নাস্তা তৈরি করে দেন।
- স্কুলে যাওয়ার সময় আমাদের বইপত্র জামা কাপড় গুছিয়ে দেন।
- আমার মা খুব চমৎকার রান্না করেন।
- তিনি আমাদের জন্য নানা রকম খাবার তৈরি করেন।
- মা খুব লক্ষ্মী তিনি সব সময় আমাদেরকে লেখাপড়ায় সাহায্য করেন।
- মা আমাদেরকে গান গাওয়া ও ছবি আঁকা শেখান।
- তিনি প্রতি রাতে আমাদেরকে ঘুমানোর আগে সুন্দর সুন্দর গল্প শোনান।
- মা সব সময় আমাদের আত্মীয়স্বজনদের খোঁজ খবর নেন।
- তিনি আমাদেরকে সব সময় ভালো হওয়ার জন্য উপদেশ দেন।
- আমি আমার মায়ের জন্য ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করি।
আমার মা রচনা ক্লাস (4,5,6) এর জন্য এখানে ক্লিক করুন
আমার মা রচনা ক্লাস (7,8,9) এর জন্য এখানে ক্লিক করুন
More Bengali essay for class 2 and 3
– আমার বিদ্যালয় রচনা – 10 lines on my school in Bengali
– ময়ুর রচনা – 10 lines on Peacock in Bengali
– গ্রীষ্মকাল রচনা – 10 lines on Summer Season in Bengali
Leave a comment