
রূপকথা সম্পর্কে ১০টি বাক্য
1. রূপকথা হলো কিছু অবাস্তব রূপক কাহিনী।
2. বিভিন্ন দেশের রূপকথায় বিভিন্ন ধরনের কাহিনী থাকে।
3. এশিয়া মহাদেশে দেবকন্যা ও রাজপুত্রের রূপকথা বিখ্যাত।
4. এদেশে ছোটরা ঠাকুমা দিদার কাছে রূপকথা শোনে।
5. আমার বাবা আমাকে পরীলোকের রূপকথা শোনান।
6. আমার ছোট ভাই দানবের রুপকথা শুনতে ভালবাসে।
7. আমার মামা আমার জন্মদিনে একটি রূপকথার বই উপহার দিয়েছিলেন।
8. স্কুলের বার্ষিক উৎসবে আমরা একটি রূপকথার চিত্রনাট্য করব।
9. ইংরেজীতে অনেক বিখ্যাত রূপকথা আছে।
10. হ্যারী পটার বিশ্বের সবচেয়ে প্রচলিত রূপকথা।
Leave a comment