জারিগান শম্পর্কে ১০ টি বাক্য
1. জারিগান হলো কারবালার যুদ্ধকে শ্মরন করে গাওয়া শোকের গান।
2. জারিগান ভারত ও বাংলাদেশের একটি নাচ গানের কলাত্মক ধারা।
3. জারিগান মহরমের সময় গাওয়া হয়।
4. জারিগানের সঙ্গে নাচ ও করা হয়।
5. জারিগানের মাধ্যমে হাসান ও হোসেনেকে শ্মরন করা হয়।
6. জারিগান গেয়ে গেয়ে নর্তকরা বুক চেপে হাশান হোশেনের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
7. অনেক্ জায়গায় জারিগানের অনুষ্টানে মেলা ও বসে।
8. সাধারণত জারিগানের নাচে পুরুষরা ভাগ নেন।
9. গায়করা জারিগানের মাঝখানে হায় হাসান হায় হোসেনে ধ্বনি ও তোলেন।
10. জারিগান বাংলার কলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
Leave a comment