প্রবাদ বাক্য সম্পর্কে ১০ টি বাক্য
1. প্রবাদ বাক্য মানে লম্বা কথার সংক্ষিপ্ত ও সরল প্রকাশ।
2. প্রবাদ বাক্য গভীর অর্থ ধারন করে থাকে।
3. প্রবাদ বাক্য সৃজনশীল ও রুপক হয়।
4. তাই প্রবাদ বাক্য খুব শ্রুতিমধুর হয়।
5. প্রবাদ বাক্য সাধারণত বিদ্রুপাত্মক হয়।
6. শহরের তুলনায় গ্রামের মানুষ বেশি প্রবাদ বাক্য ব্যবহার করেন।
7. প্রবাদ বাক্যে জাতি ও আঞ্চলিক ছোঁয়া থাকে।
8. প্রবাদ বাক্যকে প্রবাদ প্রবচন ও বলা হয়।
9. কিছু কিছু প্রবাদ বাক্যে ছন্দ ও অন্ত্যের মিল থাকে।
10. প্রবাদ বাক্যের একটি উদাহরণ হল ‘ছাগলে কি না খায়, পাগলে কি না বলে’।
Leave a comment