
শাপলা ফুল শম্পর্কে ১০ টি বাক্য (শাপলা ফুল রচনা)
1. শাপলা ফুল্ জলে ফোঁটে।
2. শাপলা ফুল বিশেষত এশিয়া মহাদেশে দেখা যায়।
3. শাপলা ফুলকে শালুক ফুল ও বলা হয়।
4. শাপলা ফুল শাদা গোলাপি ও নীল রঙের হয়।
5. শাপলা ফুল বর্ষা ঋতুতে ফোঁটে।
6. কিছু অঞ্চলে শাপলা ফুলকে সবজি হিসেবে খাওয়া ও হয়।
7. শাপলা ফুল ঘরের শোভার জন্য ও ব্যবহৃত হয়।
8. শাপলা ফুল থেকে ঔষধ ও তৈরী হয়।
9. শাপলা ফুল বাংলাদেশের গ্রামের শুভ্রতার প্রতীক।
10. তাই শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল।
Leave a comment