
মৌমাছি সম্পর্কে ১০ টি বাক্য (Paragraph on Honey Bee in Bengali)
1. মৌমাছি আমাদের মধু দেয়।
2. মৌমাছির ঘরকে মৌচাক বলে।
3. মৌমাছিরা গাছের ডালে মৌচাক বানায়।
4. মৌমাছি ফুল থেকে মধু আহোরন করে।
5. মৌমাছি দেখতে কালো রঙের হয়।
6. মৌমাছি গুন গুন করে গান্ গায়।
7. কিছু মানুষ মৌমাছি চাষ ও করেন।
8. মৌমাছিরা নিজের রানীর কথা মেনে চলে।
9. মৌমাছির ছোবল বিষাক্ত হয়।
10. মৌমাছিরা শূন্য হয়ে গেলে পৃথিবী ও ধ্বংস হয়ে যাবে।
Leave a comment