বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ সকল বাঙ্গালীর কাছে একটি আনন্দের দিন। এই দিনকে ঘিরে আমাদের কত আবেগ কাজ করে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে গ্রহন করার মধ্যে রয়েছে এক অন্য রকম অনুভুতি তাই তো আমরা পহেলা বৈশাখে নানা রঙ্গে সাজি আর নানা অনুষ্ঠানের আয়জন করি। এই দিনের আনন্দ আর উচ্ছ্বাস কবি সাহিত্যিকের কলমে যথারীতি স্থান পেয়েছে বহুকাল ধরে। বহু ছড়া কবিতার মধ্যে থেকে নির্বাচিত কয়েকটি নববর্ষের ছড়া কবিতা এখানে দেয়া হল।
এসো হে বৈশাখ (রবীন্দ্রনাথ ঠাকুর)
পর্যায়ঃ প্রকৃতি
এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
বাংলা নববর্ষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত আরও কবিতা এখানে দেখুন
খবর (শ্রীজাত)
রোদের মধ্যে ছাতার দোহাই। শুধরে নেওয়া ভুলটাকে।
শহর,তোমার খবর শোনাও।ফুটেছে ফুল, বৈশাখ?
ভিড় বাসে মন বাদুড়ঝোলা,একধারে চোখ গন্ধচোর
সবার কাছেই ডাক পাঠিয়ে চাইছি সাড়া একলা তোর।
থেকেছি সই কষ্টে অনেক, রেখেছি বই কোন তাকে
শহর, তোমার খবর শোনাও। ফুটেছে ফুল, বৈশাখ?
তা ধরে নিইপাটিগণিত, মাটিতে কার ছাপ খোঁজে
তোমার এত দূরত্ব সয়? একটু নিজের ভাববো যে,
পাই না উপায়। মন বলে, সায় বিলিয়ে দেবো আর কাকে?
হৃদয়,তোমার খবর শোনাও।ফুটেছে ফুল, বৈশাখ?
বৈশাখের ছড়া (এন জামান বিপু)
বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ,
বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ ।
জাতি-বিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা,
বর্ষবরন আনন্দেতে হয় যে দিশেহারা ।
পান্তা ইলিশ, পিঠাপুলি, বৈশাখী মেলায়,
নাচে গানে উল্লাসেতে মঙ্গল যাত্রায় ।
হালখাতারই রঙে রঙিন বাজারের দোকান,
একই কণ্ঠে গাইছে তারা সাম্যেরই জয়গান ।
এসো আজকে ভুলি যত জাতি বর্ণতার বিদ্বেষ,
সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ ।
নববর্ষের চিঠি (মহাদেব সাহা)
এবারও তেমনি শেষ চৈত্রের খর নিঃশ্বাসে
নতুন বছর আসবে হয়তো; কিন্তু তুমি কি জানো
এদেশে কখন আসবে নতুন দিন? কখন উদ্দীপনা
অবসাদ আর ব্যর্থতাকেই দেবে নিদারুণ হানা।
ছড়াবে হৃদয়ে আগামীর গাঢ় রঙে, ভাসাবে
মেঘের দূর নীলিমায় স্বপ্নের সাম্পান?
বলো না কখন এই ক্ষীণ হাতে ঘুরবে যুগের চাকা
কখন সত্যি নতুন বছরে আসবে নতুন দিন,
তুলবে তাদের গর্বিত মাথা আজ যারা নতজানু
এই প্রাসাদে ও অট্টালিকায় উড়বে তাদেরই নাম?
বলো না কখন ফুটবে গোলাপ গোলাপের চেয়ে বড়ো
কখন মানুষ পাবে এই দেশে শস্যের অধিকার
নতুন বছরে সেই অনাগত নতুনের প্রত্যাশা
বন্ধু, তোমাকে নববর্ষের সাদর সম্ভাষণ!
নতুন বছরে (রেদোয়ান মাসুদ)
নতুন বছরে হৃদয়ে নামুক বৃষ্টির জোয়ার
পূর্ণ চাঁদের আলোয় হোক ভালোবাসার সওয়ার
মুছে যাক হৃদয়ে জমে থাকা সকল আধার
শিহরণে উঠুক কেঁপে হৃদয় আবার।
শুভ বাংলা নববর্ষ (সফিউল্লাহ আনসারী)
নবচেতনায় নববর্ষ
এলো ফিরে দেশে
মেতে উঠো বাঙ্গালী
আনন্দে আজ হেসে।
বৈশাখ এলো সবার ঘরে
মুছে পুরাতন গ্লানী
বাংলা আমার মাতৃভূমি
সকল দেশের রাণী।
পান্তা ইলিশ,পিঠা-পায়েস
বেজায় খাওয়ার ধুম
ঢোলে শব্দে নেই চোখে
আর,ছেলে-বুড়োর ঘুম।
বসছে মেলা গাঁয়ের মোড়ে
শহর নগর বন্দরে
খুশির জোয়ার জনে জনে
ভেতর-বাহির অন্দরে।
সার্বজনীন উৎসব এটা
পয়লা বোশেখ বর্ষ
থাকুক সুখে সকল মানুষ
হৃদয়ে থাক হর্ষ।
এসো বৈশাখ এসো এসো
শুভ বাংলা নববর্ষ।
These are 6 Finest Bangla Noboborsho Kobita I found worth sharing if you have any other interesting poems/Kobita on Bengali New Year or Bangla Noboborsho then share in comment box.
Leave a comment