
নববর্ষ মানে নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা, পুরাতন জীর্ণ অতীতকে বিদায় জানিয়ে সতেজ, সজীব, নবীন এক বৎসরের মধ্যে প্রবেশ করার আনন্দ ও উচ্ছ্বাস। সেই আনন্দ ও উচ্ছ্বাসকে সবার সাথে ভাগাভাগি করতে আমরা একে অপরকে শুভেচ্ছা বার্তা দিয়ে থাকি তাই কিছু নির্বাচিত শুভেচ্ছা বার্তা (Bengali new year wishes) এই ব্লগে দেয়া হল।
নতুন বছরে হৃদয়ে নামুক বৃষ্টির জোয়ার
পূর্ণ চাঁদের আলোয় হোক ভালোবাসার সওয়ার
মুছে যাক হৃদয়ে জমে থাকা সকল আধার
শিহরণে উঠুক কেঁপে হৃদয় আবার।

এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥

ঢাকো তবে ঢাকো মুখ, নিয়ে যাও দুঃখ সুখ,
চেয়ো না চেয়ো না ফিরে ফিরে।
হেথায় আলয় নাহি, অনন্তের পানে চাহি
আঁধারে মিলাও ধীরে ধীরে।

ছাড়ো ডাক, হে রুদ্র বৈশাখ!
ভাঙিয়া মধ্যাহ্নতন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে,
চেয়ে রব প্রাণীশূন্য দগ্ধতৃণ দিগন্তের পারে
নিস্তব্ধ নির্বাক।
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!
নিশি অবসানপ্রায়, ওই পুরাতন
বর্ষ হয় গত!
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
করিলাম নত।
বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত।

জীবনের এই পথ, কে বলিতে পারে
বাকি আছে কত?
মাঝে কত বিঘ্নশোক, কত ক্ষুরধারে
হৃদয়ের ক্ষত?
পুনর্বার কালি হতে চলিব সে তপ্ত পথে,
ক্ষমা করো আজিকার মতো–
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত।

ওই এল এ জীবনে নূতন প্রভাতে
নূতন বরষ–
মনে করি প্রীতিভরে বাঁধি হাতে হাতে,
না পাই সাহস।
নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু–
এসো এসো নূতন দিবস!
ভরিলাম পুণ্য অশ্রুজলে
আজিকার মঙ্গলকলস।
Leave a comment