বাংলা রচনা ও প্রবন্ধ ভাষা শিক্ষার ক্ষেত্রে স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য একটি বাধ্যতামূলক বিষয়। বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় ছাত্র ছাত্রীদের ভাষাগত সৃজনশীলতা মাপার জন্য নানান বিষয়ে রচনা লিখতে দেওয়া হয়। রচনার বিষয়গুলি দৈনন্দিন জীবন থেকে শুরু করে, বিজ্ঞান, সামাজিক সমস্যা ইত্যাদির উপর দেওয়া হয়ে থাকে।
প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের যেসব রচনা দেওয়া হয় সেসব বিষয়গুলি তুলনামূলকভাবে সহজ ও সরল হয়ে থাকে।এখানে যে যে বিষয়গুলির উপর রচনা থাকবে সেগুলি হল:
গরু রচনা (Bangla Guru Rachana)
সূচনা: গরু একটি গৃহপালিত পশু। গৃহস্থালির কাজে গরু একটি গুরুত্বপূর্ণ প্রাণী। গরু আমাদের নানা উপকারে আসে এবং তার দ্বারা অনেক কাজ সাধন করা হয়। প্রাণী হিসেবে গরু একটি শান্তশিষ্ট এবং নিরীহ প্রাণী।
আকার ও আকৃতি: গরু একটি চার পা ওয়ালা প্রাণী। উচ্চতায় এটি তিন চার হাত এবং দৈর্ঘ্য পাঁচ ছয় হাত হয়ে থাকে। গরুর দুই চোখ, দুই কান, দুই শিং,একটি দীর্ঘ মাথা এবং পিছনে একটি লেজ থাকে। গরুর সারা শরীর ছোট এবং ঘন লোমে আবৃত থাকে। গরু লাল,কালো, সাদা ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে এবং বিশ্বের সবজায়গায় পাওয়া যায়।
পুরো রচনাটি পড়তে এখানে Click করুন।
আমাদের বিদ্যালয় (My school Essay in Bengali)
সূচনা: আমাদের বিদ্যালয়ের নাম বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। ইহা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত।
ইতিহাস ও ঐতিহ্য: আমাদের বিদ্যালয় আমাদের জেলার এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ১৯৬৫ সনে স্থাপিত হয়। যাত্রারম্ভে ইহা একটি বেসরকারী প্রতিষ্টান ছিল কিন্তু পরবর্তীকালে সরকারি বিদ্যালয় পরিণত হয়। আমাদের অঞ্চলের বৈশিষ্ট্য জ্ঞানী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় এই স্কুল স্থাপিত হয়।
পুরো রচনাটি পড়তে এখানে Click করুন।
আমাদের গ্রাম (My village Essay in Bengali)
ভূমিকা : আমাদের গ্রামের নাম চন্দনপুর । গ্রামখানি নদিয়া জেলার উত্তর পশ্চিম দিকে আবহনী অঞ্চলে অবস্থিত। গ্রামের পাশে ই রয়েছে একটি বড় ঝিল। আমাদের গ্রামটি শষ্য শ্যামলে ভরপুর, গ্রামের চারিদিকে সবুজের মেলা। গ্রামে বিভিন্ন ফল মূলের গাছ, শাক সবজি, সকালের পাখির ডাক, বিকালের গুধূলি গ্রামটিকে করে তোলেছে এক শান্তির দ্বীপ।
আয়তন ও লোকসংখ্যা : আমাদের গ্রামটি নাদিয়া জেলার সর্ব বৃহৎ গ্রাম। গ্রামটি উত্তর-দক্ষিণে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এবং পূর্ব-পশ্চিমে এক কিলোমিটার প্রস্থ। গ্রামে লোকসংখ্যা প্রায় পাঁচ হাজার দুই শত। আমদের গ্রামটি মিলনের অনন্য নাজির এখানে বিভিন্ন ধর্মের লোকই মিলেমিশে শান্তিতে বসবাস করে।
পুরো রচনাটি পড়তে এখানে Click করুন।
আমাদের পরিবার (Essay on My Family in Bengali)
আমার পরিবার: আমাদের পরিবার একটি ছিমছাম পরিবার। আমাদের পরিবারের প্রধান আমার ঠাকুরদা। আমার পরিবারে আমি, আমার ভাই, মা-বাবা,ঠাকুরদা, ও ঠাকুমা সর্বমোট ছয় জন বাস করি।
আমার বাবা একজন স্কুল শিক্ষক এবং আমার মা একজন গৃহিণী। আমার বাবা পরিবারের সব দায়িত্ব পালন করেন।
পুরো রচনাটি পড়তে এখানে Click করুন।
আমার মা (Amar Maa Bengali Essay)
আমার মা আমার সবচেয়ে প্রিয়। মা আমাকে সব সময় আদর করেন। আমার যে কোনো প্রয়োজনে বিপদে-আপদে আমার সহায় হোন।
আমার মা খুবই পরিশ্রমী। তিনি খুব ভোরে ঘুম থেকে উঠেন এবং পরিবারের সমস্ত কাজ হাতে নেন। রোজ সকালে আমাদেরকে নাস্তা তৈরি করে দেন। স্কুলে যাওয়ার সময় বইপত্র, জামা কাপড় সবকিছু গুছিয়ে দেন। তিনি প্রত্যেকদিন আমাকে স্কুলে পৌঁছে দেন এবং ফেরার সময় আবার নিয়ে যান।
পুরো রচনাটি পড়তে এখানে Click করুন।
All Bengali Essay for Class 3 & 4
অন্য যে কোন রচনার জন্য Comment box এ log in করে জিজ্ঞেশ করুন। অথবা এই Link এ Click করুন।
hello!
amar 3 ta bangla rocona dorkar silo amar akta nephew er jonno. o class 3 te pore
খুব ভালো app