দুর্গা যাবেন বাপের বাড়ি
ভবানীপ্রসাদ মজুমদার
দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে?
লক্ষী-সুরাে, গন্ শা-কেতাে, কোমর বেঁধেছে।।
ময়ূর-পাচা, হাঁস ও ইদুর, ওরাও সাথে যাবে
পাঁচ-ছ’টা দিন, তাক-ধিনা-ধিন, মজা ক’রেই খাবে |
বললে ওরা, ভাল্লাগে রােজ একই জিনিস খেতে ?
বছরে তাই চাই ক’টা দিন অন্য কিছু পেতে |
হলেও ভঙ্গ, ও-দেশ বঙ্গ, দারুণ রঙ্গ-ভরা
চপ-রােল-ফ্রাই, চাউ-মােগলাই, স্বাদ কী পাগল-করা !
চিকেন.মটন বিরিয়ানি, হাউ ফানি হাউ লাভলি !
-কাবাব, কোর্মা-পােলাও, ফুচকা.আলুকাবলি !
বোদে-গজা-গুজিয়া আর সরভাজা-সরপুরিয়া
রসগােল্লা-পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া |
পায়েস খাবাে আয়েস ক’রেই, মিহিদানা-চমচম
দই-দানাদার-দরবেশও বেশ, খাবাে সবাই কম-কম ||
দুর্গাদেবী বললে : পেটুক, স্বভাব তােদের মন্দ
তাই এবারে আমার সাথে যাওয়া তােদের বন্ধ |
শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর-প্যাচা-হাঁস
চোখের জলে, নাকের জলে, সব করে হাঁসফাস ।
মা বললেন, যাবি-যাবি, থামা কান্নার সুর-রে।
চেঁচায় সবাই থ্যাঙ্ক ইউ মম, হিপ-হিপ-হিপ-হুররে!
ভবানীপ্রসাদ মজুমদারের আরও কবিতাঃ
অসুর যাবে শ্বশুরবাড়ি – ভবানীপ্রসাদ মজুমদার
Leave a comment