রঙিন এই উৎসব সবার কাটুক আনন্দে উল্লাসে।
ফাগুনের রঙিন স্পর্শে কেটে যাক সব মলিনতা।
রঙিন এই উৎসবে হোক চারিদিকে নতুনত্বের সঞ্চার।
ফাগুনের এই রঙিন উৎসবে দুঃখ দৈন্য তুচ্ছ হোক, মুছে যাক সব দুঃখ মূর্ছনা।
রঙের এই উৎসবটি আপনার জীবনকে আরও রঙিন করে দিয়ে যাক।
দোলযাত্রার এই মুহূর্তগুলি হোক শুভময়।
দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
আজ হোকনা রং ফ্যাকাসে,
তোমার আমার আকাশে,
চাঁদের হাঁসি যতই হোক না ক্লান্ত,
বৃষ্টি আসুক বা নাইবা আসুক,
ঝড় উঠুক বা নাইবা উঠুক,
ফুল ফুটুক নাইবা ফুটুক,
আজ বসন্ত, শুভ বসন্ত
Leave a comment