
প্রবাদ প্রবচন লোকসাহিত্যের একটি বিশেষ শাখা। লোকপরম্পরাগত বিশেষ উক্তি বা কথনকে প্রবাদ বাক্য বলা হয়। অন্যান্য ভাষার মতো সিলেটি ভাষায় ও অনেক প্রবাদ-প্রবচন রয়েছে। সে গুলোকে সিলেট অঞ্চলে বিভিন্ন নামে যেমন সিল্লক, ডাকের কথা ইত্যাদি নামে জানা যায়। যদিও অঞ্চলভিত্তিক প্রবাদ গুলির মধ্যে কখনো কখনো ভিন্নতা লক্ষ্য করা যায়। নিম্নে সচরাচর ব্যবহার হওয়া বেশ কয়েকটি সিলেটি প্রবাদ বাক্য ও প্রবচন দেওয়া হল।
সিলেটি প্রবাদ বাক্য (Sylheti Proverbs and Idioms)
১। হাজার ছেদে নাও এক ছেদে ছেলি।
২। মুল নাই ঘর, পুবেদি দুয়ার।
৩। লাড়ি বেটির আটারো হাই ,বিয়ান অইলে এগুউ নাই।
৪। জানেনা বিস্মিল্লার গুঁড়ি বিয়া করিলাইত মুল্লার পুড়ি।
৫। যেবায় নাই গরুর গাড়ি অবায় মাড়ওয়ারি।
৬। নাও অনে চইর লাম্বা।
৭। গফর গরু গাছো উঠে।
৮। বাপে না ফুতে, আর চুঙ্গা ভরি মুতে।
৯। কান্দে পুতে দুধ খায়।
১০। বাপে বেটা গাছে গুটা ।
১১। জাত যায়না মরলে খাছলত যায়না ধইলে।
১২। হাইয়ে পুছে না মাউগ আর ভাউরে উরাবেরা।
১৩। কোনদিন মরসলা রহমত,আইজ তান খবর জিয়ারত।
১৪। হস্তাত ফস্তানি আর দামো কেটকেঠানি।
১৫। থাকতে কেছি আরাইলে দাও।
১৭। উচিত মাতে গুচিত ধরে।
১৬। টেকা অইলে বিয়া করে কে কারে জিকার করে।
১৮। চোরে চোরে আলি এক চোরে বিয়া করে আরেক চুরর হালি।
১৯। খাইবার নাই খালাইবার হাদা।
২০। মাছ মরে লঞ্জে আর মানুষ মরে মুখে।
২১। ভালা করলে আল্লায় আর বাদ করলে ফল্লায়।
২২। মূল ছড়াত পানি নাই,ফেউয়া ছড়াত আম আম করের।
২৩।পুটকিত নাই চাম আর রাধাকৃষ্ণ নাম।
২৪। কুন হওাদর নালি এর মাঝে কাটল বি।
২৫। হক মাতো আহম্মক বেজার, গরম ভাতও বিলাই বেজার।
২৬। চুরোর মাউগর বড় গলা, আরও মাংগইন দুধ আর কলা।
২৭। পাইয়া পরার ধন, বাপে পুতে করে কীর্তন।
২৮। নাপিত দেখলে কুনিনউক বাড়ে।
২৯। এক ঘরে পাপ করলে সত্তইর ঘর মারে।
৩০। মার কান্দাত নায় মচার কান্দাত।
৩১। নিজর আখলে গুলামু বালা।
৩২। আততিয়ে খায় আনমান লাদে।
৩৩। হকর নাও ডুবে না।
৩৪। গাই মরিয়া হারলে ঘাস রইয়া লাভ নাই।
৩৫। দামদর নামে মুরকা পড়ে ঘর গুষ্টি খায়।
৩৬। বাছার তেলে বাছা বিরান ।
৩৭। পানিয়ে তার পথ চিনে।
৩৮। লিল্লা গরুর দাঁত চাইন না।
৩৯। সারাদিন এলেমেলে হাই আইলে বারা বানে।
৪০। বাড়ির গরুয়ে বাড়ির ঘাস খায় না।
৪১। বুড়ার কথা বিয়ালে লাগে ।
৪২। যান বাছলে জাহান আছে ।
৪৩। পাপে বাফরেও ছাড়েনা।
৪৪। চুরর মার বড় গলা।
৪৫। তিন ডুলায় কলা গাছ মরে।
৪৬। সিয়ানে আগে বুড় তাঁর গু তার মুড়।
৪৭। হাই মইলা হাইঞ্জা রাইত কান্দিয়া উঠলা পথা রাইত।
৪৭। বুড়িয়া মরডার তলেদি পথ।
৪৮। ভাগ নাই জগ পুটকিত তিন রগ।
৪৯। হাইর কুল না ভাইর কুল।
৫০। মরার উপর ছমনও মাটি নয়মনও মাটি।
৫১। দিনকুর পির রাইতকুর চোর।
৫২। হাত না থাকলে হাতাইশ অয় না।
৫৩। মার গেছে মামুর বাড়ির গফ।
৫৪। বাটর কিল বাপেউ খাইন।
৫৫। ভরা কইলায় লড়ে না।
Leave a comment