10 lines on tree in Bengali for Class 1 and 2
1. গাছ আমাদের প্রকৃতির একটি অমূল্য সম্পদ।
2. গাছ আমাদের অনেক উপকার করে।
3. গাছ আমদেরকে ফল, ফুল ও ছায়া দান করে।
4. গাছের জন্যই আমরা অক্সিজেন পেয়ে থাকি যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে।
5. গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখে।
6. আমাদের ব্যবহারিক আসবাবপত্র গাছ থেকে তৈরি হয়।
7. গাছপালা মাটির উর্বরতা বাড়ায়, মাটির ক্ষয় রোধ করে।
8. গাছ থেকে অনেক ওষুধ তৈরি হয়, যা আমাদের প্রান রক্ষা করে।
9. গাছ প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে।
10. আমাদের সবাইকে গাছের প্রতি যত্ন নেয়া উচিত।
More Bengali Essay for class 2 and 3
- দুর্গাপূজা রচনা | 10 lines on Durga Puja in Bengali
- আমার বিদ্যালয় রচনা – 10 lines on my school in Bengali
- ময়ুর রচনা – 10 lines on Peacock in Bengali
- গ্রীষ্মকাল রচনা – 10 lines on Summer Season in Bengali
- আমার মা রচনা – 10 lines on Mother in Bengali
- গোলাপ ফুল রচনা |10 lines about Rose in Bengali
- গরুর রচনা – 10 lines on Cow in Bengali
গাছ আমাদেৱ জীবনে অনেক দৱকাৱ
তাই ৱাস্তাৱ ধাৱে গাছ লাগাই আমাদেৱই সৱকাৱ
গাছ আমাদেৱ ফল দেয় ফুল দেয়
এবং পাতা দেয় ও মূল দেয়
গাছ আমাদেৱ অক্সিজেন দেয় তাই আমৱা বেঁচে থাকি
তাই বলছি গাছ কেটোনা কাটলে হবে মৱাৱ ঝুকি
ফাটাফাটি ৱোদেৱ সময় গাছ দেয় আমাদেৱ ছায়া
আমাদেৱও কৱা উচিৎ তাদেৱ উপৱ মায়া
তাই গাছ কাটা সব বন্ব কৱে
গাছ লাগাবো সব ঘৱে ঘৱে
গাছ না থাকলে ধবস নামবে
পশু পাখিও সব মাৱা যাবে
গাছ আমাদেৱ বাড়িৱ সৌন্দর্য বাড়ায়
গাছ থেকে অনেক ঔষধ ও বানায়
গাছ আমাদেৱ অনেক সাহায্য কৱে
আমাদেৱ ও দেখা উচিৎ গাছ যেন না মৱে
এবাৱ থেকে আমৱা প্ৰতিজ্ঞা নেবো
আমৱা অনেক গাছ লাগাবো