খুব কাছে এসো না কোন দিন
যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে
এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা
এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা
কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে
অবিরাম বয়ে চলা ।
যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে
মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন
দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির।
তার চেয়ে বরং দূরেই থেকো
যেমন দূরে থাকে ছোঁয়া, থেকে স্পর্শ
রোদ্দুরের বু্ক, থেকে উত্তাপ
শীতলতা, থেকে উষ্ণতা
প্রেমে্র, খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা
তেমন দূরেত্বেই থেকে যেও-
এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ
কতটা কাছা কাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী।
English Transliteration:
Khub Kache Eso Na
Rudra Muhammad Shahidullah
Khub kache eso na kono din
Jotota kache ele kache asa bole loke
E chokh theke oi choker kache thaka
Ek pa barano theke onno payer sathe chola
Kingba dhoro rail liner pashapashi shuye
Obiram boye chola.
Je kachakachir majhe bindu khanek durotto o aache
Megher meye oto kache eso na kono din
Dibbi dilam megher barir, Akash kingba alor sharir
Hridoy
খুব কাছে এসো না
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খুব কাছে এসো না কোন দিন
যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে
এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা
এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা
কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে
অবিরাম বয়ে চলা ।
যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে
মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন
দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির।
তার চেয়ে বরং দূরেই থেকো
যেমন দূরে থাকে ছোঁয়া, থেকে স্পর্শ
রোদ্দুরের বু্ক, থেকে উত্তাপ
শীতলতা, থেকে উষ্ণতা
প্রেমে্র, খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা
তেমন দূরেত্বেই থেকে যেও-
এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ
কতটা কাছা কাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী।
English Transliteration:
Khub Kache Eso Na
Rudra Muhammad Shahidullah
Khub kache eso na kono din
Jotota kache ele kache asa bole loke
E chokh theke oi choker kache thaka
Ek pa barano theke onno payer sathe chola
Kingba dhoro rail liner pashapashi shuye
Obiram boye chola.
Je kachakachir majhe bindu khanek durotto o aache
Megher meye oto kache eso na kono din
Dibbi dilam megher barir, Akash kingba alor sharir
Tar cheye borong durei thako
Jemon dure thake chuwa, theke sporsho
Ruddurer buke, Theke uttap
Shitolota theke ushnota
Premer, Khub ghovir map-e jemon lukiye thake bhalobasha
Temon durotte-i theke jeo
Ek inchiteo kabhu bolte parbe na keu
Kotota kachakachi esechile bole durotter poriman dite pareni prithibi