
ঘুড়ি একটি চমৎকার খেলনা যাতে সুতো লাগিয়ে আকাশে উড়ানো হয়। ঘুড়ি পাতলা বাশের কঞ্চি, রঙিন কাগজ আর আঠা দিয়ে বানানো হয়। আজকাল কিছু কিছু ঘুড়ি প্লাস্টিকের প্যাকেট দিয়ে ও বানানো হয়। ঘুড়ি ছোট, বড়, মাঝারী সব মাপের ও সব আকারের হয়।
ঘুড়ি সাধারণত ছেলেদের উড়াতে দেখা যায় তবে কোন কোন জায়গায় মেয়েরাও ঘুড়ি ওড়ায়। এশিয়া মহাদেশে ঘুড়ি ওড়ানো একটি প্রিয় মনোরঞ্জন। ছেলেরা দল বেঁধে ছাদে বা মাঠে গিয়ে ঘুড়ি ওড়ায় এবং নিজের ঘুড়ি ওড়ানোর প্রতিভার পরিচয় দেয়। ঘুড়ি ওড়ানোর জন্য ভালো বাতাসের প্রয়োজন হয় তাই ঘুড়ি বেশিরভাগ বসন্ত ঋতুতে ওড়ানো হয়।
বসন্ত ঋতুতে অনেক জায়গায় ঘুড়ি উৎসব ও ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আয়োজন করা হয়। যে প্রতিযোগি নিজের ঘুড়ির সুতো দিয়ে অপরের ঘুড়ির সুতো কেটে নিয়ে সে কেটে যাওয়া ঘুড়ি ছিনিয়ে আনতে পারে তাকে বিজয়ী ঘোষিত করা হয়। ঘুড়ির সুতোকে ধারালো বনানোর জন্য মাঞ্জা ব্যবহার করা হয় যাতে অন্য ঘুড়ির সুতো কাটতে সুবিধা হয়। ভারতের সংস্কৃতিতেও ঘুড়ি ওড়ানোর বিশেষ প্রাধান্য রয়েছে।
ভারতে মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোকে শুভ কার্য বলে মানা হয়। স্বাধীনতা এবং প্রজাতন্ত্র দিবসেও ভারতে ঘুড়ি উড়িয়ে খুশি উদযাপন করা হয়। বালক, কিশোর, পুরুষ নির্বিশেষে সব মানুষই ঘুড়ি ওড়াতে ভীষণ পছন্দ করে।
Leave a comment