অজানা কোনো গল্প বলে মেঘলা নীল,
অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল |
না পড়া কবিতা এলো ঢেউ হয়ে,
যায় হারিয়ে খুঁজতে গিয়ে অন্ত্যমিল |
ফিসফিসিয়ে বললো কথা যে ছিল,
ক্যাসরিনা লজ্জা পেয়ে ঢাকলো মুখ,
চিলতে জলে আয়না হলো এ বিকেল,
চাওয়া পাওয়া এ হাওয়াতে আজ মিশেল |
বালির টানে পায়ের তুলি জলের রঙে ;
আমি আঁকি যখন তখন,
বিষন্ন এক মন কেমন !
Hridoy
অজানা কোনো গল্প বলে মেঘলা নীল,
অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল |
না পড়া কবিতা এলো ঢেউ হয়ে,
যায় হারিয়ে খুঁজতে গিয়ে অন্ত্যমিল |
ফিসফিসিয়ে বললো কথা যে ছিল,
ক্যাসরিনা লজ্জা পেয়ে ঢাকলো মুখ,
চিলতে জলে আয়না হলো এ বিকেল,
চাওয়া পাওয়া এ হাওয়াতে আজ মিশেল |
বালির টানে পায়ের তুলি জলের রঙে ;
আমি আঁকি যখন তখন,
বিষন্ন এক মন কেমন !