কারো কেউ নইকো আমি | karo keu noiko ami song lyrics?
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
জিজ্ঞেস করুন আপনার যে কোনো প্রশ্ন আর যুক্ত থাকুন সবসময়
Create A New Account
Hridoy
কারো কেউ নইকো আমি
কেউ আমার নয়
কোনো নাম নেইকো আমার
শোনো মহাশয় ||
তোমার বাড়িই আমার বাড়ি
আমার বাড়ি নেই
পথে ঠেলে দিলে আমায়
পথেই পরে রই |
যে যখন দেখে আমায়
কিনে নিতে চায়
মনের মতো দামটি দিলে
তখন পাওয়া যায় ||
কারো কেউ নইকো আমি
কেউ আমার নয়
কোনো নাম নেইকো আমার
শোনো মহাশয় ||
গায়ের জোরে সবই কিছু
কেড়ে নেয়া যায়
পয়সা-কড়ি গয়না-গাটি
” ভালোবাসা নয় ” |
তোমার কাছে তাইতো আমি
বাড়িয়ে দিলাম হাত
ভিখারি করলে আমায়
ছিলাম ডাকাত ||
কারো কেউ নইকো আমি
কেউ আমার নয়
কোনো নাম নেইকো আমার
শোনো মহাশয় ||
আজকে যেন লাগছে আমায়
খুঁজে পাওয়া যাবে
বুকের মাঝে কাঁদছে রে কেউ
কে আমার হবে
আজকে বুঝি পাওয়া যাবে
আমার পরিচয়
নুতুন নামে ডাকবে আমায়
যে আমার হয় ||